ETV Bharat / bharat

Farmer Receives Rs 200 Crore: অ্যাকাউন্টে আচমকা ঢুকল 200 কোটি, থানায় ছুটলেন কৃষক - অ্যাকাউন্টে আচমকায় ঢুকল 200 কোটি

এক, দুই কোটি নয় ৷ একসঙ্গে 200 কোটি টাকা আচমকাই অ্যাকাউন্টে ঢুকে যাওয়ায় কৃষক দ্বারস্থ হলেন পুলিশের কাছে ৷ ওই কৃষকের অ্যাকাউন্টে 200 কোটি টাকা ঢুকতেই শোরগোল পড়ে গিয়েছে হরিয়ানার চরখি-দাদরি এলাকায়।

Farmer Receives Rs 200 Crore
কৃষক ছুটলেন থানায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 11:06 PM IST

চরখি দাদরি (হরিয়ানা), 7 সেপ্টেম্বর: আচমকা হয়েছে 'প্রাপ্তি'যোগ ৷ তাতেই ঘাবড়ে গিয়ে কৃষক দ্বারস্থ হলেন থানায় ৷ হরিয়ানার চরখি দাদরি এলাকার ওই কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে 200 কোটি টাকা ৷ ওই কৃষকের নাম বিক্রম ৷ তাঁর গোটা পরিবার এখন আতঙ্কে ৷ হরিয়ানা পুলিশ বৃহস্পতিবার বলেছে, চরখি দাদরি জেলার ওই কৃষকের অ্যাকাউন্টে এত টাকা কী করে ঢুকল তার তদন্ত করা হচ্ছে ৷

কৃষক বিক্রম বলেন, "আমি এ বিষয়ে পুলিশকে জানিয়েছি ৷ কীভাবে এবং কোথা থেকে টাকা এসেছে তা জানতেই আমি পুলিশের দ্বারস্থ হয়েছি ৷ আমার পরিবার খুব আতঙ্কে রয়েছে এবং আমরা সমস্যাটি সমাধান করতে চাই। আমি আমার পরিবারের জন্য সুরক্ষা চাই ৷" পুলিশ সূত্রে খবর, চরখি-দাদরি গ্রামের বাসিন্দা বিক্রম। টানাটানির সংসার। বুধবার তাঁর মোবাইলে একটি মেসেজ ঢোকে। বিক্রম দেখেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকা জমা পড়েছে। এত টাকা কোথা থেকে এল, তা ভেবে অস্থির হয়ে পড়েন বিক্রম এবং তাঁর পরিবার। সংবাদমাধ্যম হরিয়ানা তক-এর কাছে বিক্রমের পরিবার জানায়, দিন আনা দিন খাওয়া পরিবারের কাছে এই বিপুল পরিমাণ টাকা 'মাথাব্যথার' কারণ হয়ে দাঁড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, অ্যাকাউন্টের টাকা ঢোকার বিষয়ে তদন্তের জন্য ব্যাংক পরিদর্শন করা হবে। ইতিমধ্যেই পুলিশ এসে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোথা থেকে এত টাকা এল, কীভাবে এল ইত্যাদি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের। বিক্রমের পরিবার পুলিশের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছে। বাধরা থানার তদন্তকারী অফিসার, সহকারী সাব-ইন্সপেক্টর অফ পুলিশ (এএসআই) বিশাল কুমার বলেন, "বিক্রম ও তাঁর পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। আমরা আগামিকাল ব্যাংকে গিয়ে বিস্তারিত জানার জন্য এবং আমাদের তদন্তকে এগিয়ে নিয়ে যাব। আমরা যখন ব্যাংক স্টেটমেন্ট আনব তখনই কেউ পরিমাণটি নিশ্চিত করতে পারবে।"

আরও পড়ুন: বিচারকের কাছে 15 লক্ষ টাকা 'তোলা' চাওয়ার অভিযোগ জিএসটি ইন্সপেক্টরের বিরুদ্ধে!

চরখি দাদরি (হরিয়ানা), 7 সেপ্টেম্বর: আচমকা হয়েছে 'প্রাপ্তি'যোগ ৷ তাতেই ঘাবড়ে গিয়ে কৃষক দ্বারস্থ হলেন থানায় ৷ হরিয়ানার চরখি দাদরি এলাকার ওই কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে 200 কোটি টাকা ৷ ওই কৃষকের নাম বিক্রম ৷ তাঁর গোটা পরিবার এখন আতঙ্কে ৷ হরিয়ানা পুলিশ বৃহস্পতিবার বলেছে, চরখি দাদরি জেলার ওই কৃষকের অ্যাকাউন্টে এত টাকা কী করে ঢুকল তার তদন্ত করা হচ্ছে ৷

কৃষক বিক্রম বলেন, "আমি এ বিষয়ে পুলিশকে জানিয়েছি ৷ কীভাবে এবং কোথা থেকে টাকা এসেছে তা জানতেই আমি পুলিশের দ্বারস্থ হয়েছি ৷ আমার পরিবার খুব আতঙ্কে রয়েছে এবং আমরা সমস্যাটি সমাধান করতে চাই। আমি আমার পরিবারের জন্য সুরক্ষা চাই ৷" পুলিশ সূত্রে খবর, চরখি-দাদরি গ্রামের বাসিন্দা বিক্রম। টানাটানির সংসার। বুধবার তাঁর মোবাইলে একটি মেসেজ ঢোকে। বিক্রম দেখেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকা জমা পড়েছে। এত টাকা কোথা থেকে এল, তা ভেবে অস্থির হয়ে পড়েন বিক্রম এবং তাঁর পরিবার। সংবাদমাধ্যম হরিয়ানা তক-এর কাছে বিক্রমের পরিবার জানায়, দিন আনা দিন খাওয়া পরিবারের কাছে এই বিপুল পরিমাণ টাকা 'মাথাব্যথার' কারণ হয়ে দাঁড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, অ্যাকাউন্টের টাকা ঢোকার বিষয়ে তদন্তের জন্য ব্যাংক পরিদর্শন করা হবে। ইতিমধ্যেই পুলিশ এসে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোথা থেকে এত টাকা এল, কীভাবে এল ইত্যাদি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের। বিক্রমের পরিবার পুলিশের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছে। বাধরা থানার তদন্তকারী অফিসার, সহকারী সাব-ইন্সপেক্টর অফ পুলিশ (এএসআই) বিশাল কুমার বলেন, "বিক্রম ও তাঁর পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। আমরা আগামিকাল ব্যাংকে গিয়ে বিস্তারিত জানার জন্য এবং আমাদের তদন্তকে এগিয়ে নিয়ে যাব। আমরা যখন ব্যাংক স্টেটমেন্ট আনব তখনই কেউ পরিমাণটি নিশ্চিত করতে পারবে।"

আরও পড়ুন: বিচারকের কাছে 15 লক্ষ টাকা 'তোলা' চাওয়ার অভিযোগ জিএসটি ইন্সপেক্টরের বিরুদ্ধে!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.