ETV Bharat / bharat

PM Modi On BJP Foundation Day: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে হনুমানই অনুপ্রেরণা, বিজেপির প্রতিষ্ঠা দিবসে দাবি মোদির - স্বজনপোষণ

বিজেপি ভারতকে দুর্নীতি, স্বজনপোষণ এবং আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ থেকে মুক্তি দিতে কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে ফের একবার পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন তিনি ৷

Etv Bharat
কংগ্রেসকে খোঁচা দিলেন মোদি
author img

By

Published : Apr 6, 2023, 11:54 AM IST

Updated : Apr 6, 2023, 12:18 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল: বিজেপির 44 তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও কংগ্রেস-সহ বিরোধীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনেও যে বিজেপির ক্ষমতায় আসা একরকম নিশ্চিত তাও এদিন আত্মবিশ্বাসের সুরে জানান প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে তিনি জানান, দেশ এই মুহূর্তে ভগবান হনুমানের শক্তি উপলব্ধি করছে। তাঁর কথায়, "বিজেপি দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবনতি হলে তার বিরুদ্ধে লড়াই করার জন্য ভগবান হনুমানের কাছ থেকে অনুপ্রেরণা পায় ৷" ঘটনাচক্রে যেদিন বিজেপির প্রতিষ্ঠা দিবসে বক্তব্য় রাখছেন প্রধানমন্ত্রী মোদি, সেদিনই দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী ৷

প্রসঙ্গত, রামনবমীকে কেন্দ্র করে গত পাঁচ দিন ধরে বিহার, বাংলার মতো কয়েকটি রাজ্য়ের কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ সংঘর্ষ এবং সংঘাত এমন পর্যায়ে পৌঁছে যায় যে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে এবং আগামী দিনে এমন ঘটনার সঙ্গে মোকাবিলা করা যায় তার জন্য় অ্য়াডভাইজারি জারি করতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ৷ যা নিয়ে ফের একবার বিজেপির ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ সেই আবহে তাৎপর্যপূর্ণভাবে খোদ প্রধানমন্ত্রী হনুমানের মতো সাহস এবং শক্তি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির নেতা-কর্মীদের লড়াই করার ডাক দিলেন ৷

আরও পড়ুন: তুষারধস প্রবণ এলাকায় গাড়ি থামিয়ে ছবি তোলায় নিষেধাজ্ঞা জারির ভাবনা প্রশাসনের

পরিবারবাদ নিয়ে প্রধানমন্ত্রী কংগ্রেসকে মূল নিশানা করলেও বাকি বিরোধীদেরও এদিন ছাড়েননি। তিনি এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন, পরিবারবাদীদের বিরুদ্ধে বিজেপির লড়াই চলবে। এদিন মোদি বলেন, "আমরা ভারতকে দুর্নীতি, স্বজনপোষণ এবং আইনশৃঙ্খলার অবনমন থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি ভগবান হনুমানের মতো দৃঢ় মনোভাব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার সংকল্প নিয়েছে ৷ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।" এদিন মোদি ভগবান হনুমান এবং বিজেপির মধ্যে কার্যত সুক্ষ্ণ সমান্তরাল একটি যোগসূত্র আঁকতে চেয়েছেন ৷ এবং সেক্ষেত্রে দল যে নিঃস্বার্থ সেবার আদর্শে বিশ্বাস করে সেই বিষয়টিতেই বেশি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, "যদি আমরা ভগবান হনুমানের পুরো জীবনটা দেখি, সেখানে তাঁর দৃঢ় মানসিকতার পরিচয় পাব ৷ যা তাঁকে বড় সাফল্য অর্জনে সহায়তা করেছিল ৷"

রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এদিন কার্যত দুই সত্ত্বাকেই কাজে লাগিয়েছেন মোদি ৷ একদিকে দল অন্য়দিকে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এবং জনমুখী উদ্য়োগের পরিসংখ্য়ান তুলে ধরে আগামী বছর লোকসভা ভোটে বিজেপির অভিমুখ ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বিনামূল্যে রেশন, স্বাস্থ্য বীমা এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের উল্লেখ করেন ৷ সেই সঙ্গেই, নাম না করে কংগ্রেসকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ রাহুল গান্ধি ইস্য়ুতে মুখ না খুললেও কংগ্রেসের বিরুদ্ধে ওবিসি নিয়ে বিজেপির প্রচারকে প্রকান্তরে এদিন সমর্থন করেছেন মোদি ৷ তিনি জানান, সামাজিক ন্যায়বিচার বিজেপির জন্য অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ৷

এদিন প্রধানমন্ত্রী বল্ন, "বিরোধী দলগুলো বড় কোনও চিন্তা-ভাবনা করতে পারে না ৷ লক্ষ্য নির্ধারণ করতে পারে না ৷ ছোট অর্জনেই সন্তুষ্ট থাকে।" পাশাপাশি তিনি এও বলেন, "বিজেপি বড় স্বপ্ন দেখতে এবং আরও বড় লক্ষ্য অর্জনে বিশ্বাস করে ৷" রাহুল বা কংগ্রেসের নাম না করলেও "বাদশাহী" মানসিকতার প্রসঙ্গ তুলে আদতে তাদেরকেই বিধেছেন তিনি ৷ সোদি বলেন, "বিরোধী দলগুলি কখনই ভাবতে পারেনি 370 ধারা একদিন ইতিহাস হয়ে যাবে ৷ বিজেপি যে কাজ করছে তা হজম করতে পারছে না ওরা। তারা এতটাই মরিয়া হয়ে উঠেছে যে প্রকাশ্যে এখন 'মোদি তেরি কবর খুদেগি' বলা শুরু করেছে ৷" প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহার এবং বিজেপি কর্মীদের আরও ভাল উপায়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার প্রশিক্ষণের উপরও এদিন জোর দিয়েছেন।

নয়াদিল্লি, 6 এপ্রিল: বিজেপির 44 তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও কংগ্রেস-সহ বিরোধীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনেও যে বিজেপির ক্ষমতায় আসা একরকম নিশ্চিত তাও এদিন আত্মবিশ্বাসের সুরে জানান প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে তিনি জানান, দেশ এই মুহূর্তে ভগবান হনুমানের শক্তি উপলব্ধি করছে। তাঁর কথায়, "বিজেপি দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবনতি হলে তার বিরুদ্ধে লড়াই করার জন্য ভগবান হনুমানের কাছ থেকে অনুপ্রেরণা পায় ৷" ঘটনাচক্রে যেদিন বিজেপির প্রতিষ্ঠা দিবসে বক্তব্য় রাখছেন প্রধানমন্ত্রী মোদি, সেদিনই দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী ৷

প্রসঙ্গত, রামনবমীকে কেন্দ্র করে গত পাঁচ দিন ধরে বিহার, বাংলার মতো কয়েকটি রাজ্য়ের কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ সংঘর্ষ এবং সংঘাত এমন পর্যায়ে পৌঁছে যায় যে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে এবং আগামী দিনে এমন ঘটনার সঙ্গে মোকাবিলা করা যায় তার জন্য় অ্য়াডভাইজারি জারি করতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ৷ যা নিয়ে ফের একবার বিজেপির ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ সেই আবহে তাৎপর্যপূর্ণভাবে খোদ প্রধানমন্ত্রী হনুমানের মতো সাহস এবং শক্তি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির নেতা-কর্মীদের লড়াই করার ডাক দিলেন ৷

আরও পড়ুন: তুষারধস প্রবণ এলাকায় গাড়ি থামিয়ে ছবি তোলায় নিষেধাজ্ঞা জারির ভাবনা প্রশাসনের

পরিবারবাদ নিয়ে প্রধানমন্ত্রী কংগ্রেসকে মূল নিশানা করলেও বাকি বিরোধীদেরও এদিন ছাড়েননি। তিনি এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন, পরিবারবাদীদের বিরুদ্ধে বিজেপির লড়াই চলবে। এদিন মোদি বলেন, "আমরা ভারতকে দুর্নীতি, স্বজনপোষণ এবং আইনশৃঙ্খলার অবনমন থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি ভগবান হনুমানের মতো দৃঢ় মনোভাব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার সংকল্প নিয়েছে ৷ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।" এদিন মোদি ভগবান হনুমান এবং বিজেপির মধ্যে কার্যত সুক্ষ্ণ সমান্তরাল একটি যোগসূত্র আঁকতে চেয়েছেন ৷ এবং সেক্ষেত্রে দল যে নিঃস্বার্থ সেবার আদর্শে বিশ্বাস করে সেই বিষয়টিতেই বেশি জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, "যদি আমরা ভগবান হনুমানের পুরো জীবনটা দেখি, সেখানে তাঁর দৃঢ় মানসিকতার পরিচয় পাব ৷ যা তাঁকে বড় সাফল্য অর্জনে সহায়তা করেছিল ৷"

রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এদিন কার্যত দুই সত্ত্বাকেই কাজে লাগিয়েছেন মোদি ৷ একদিকে দল অন্য়দিকে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এবং জনমুখী উদ্য়োগের পরিসংখ্য়ান তুলে ধরে আগামী বছর লোকসভা ভোটে বিজেপির অভিমুখ ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বিনামূল্যে রেশন, স্বাস্থ্য বীমা এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের উল্লেখ করেন ৷ সেই সঙ্গেই, নাম না করে কংগ্রেসকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ রাহুল গান্ধি ইস্য়ুতে মুখ না খুললেও কংগ্রেসের বিরুদ্ধে ওবিসি নিয়ে বিজেপির প্রচারকে প্রকান্তরে এদিন সমর্থন করেছেন মোদি ৷ তিনি জানান, সামাজিক ন্যায়বিচার বিজেপির জন্য অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ৷

এদিন প্রধানমন্ত্রী বল্ন, "বিরোধী দলগুলো বড় কোনও চিন্তা-ভাবনা করতে পারে না ৷ লক্ষ্য নির্ধারণ করতে পারে না ৷ ছোট অর্জনেই সন্তুষ্ট থাকে।" পাশাপাশি তিনি এও বলেন, "বিজেপি বড় স্বপ্ন দেখতে এবং আরও বড় লক্ষ্য অর্জনে বিশ্বাস করে ৷" রাহুল বা কংগ্রেসের নাম না করলেও "বাদশাহী" মানসিকতার প্রসঙ্গ তুলে আদতে তাদেরকেই বিধেছেন তিনি ৷ সোদি বলেন, "বিরোধী দলগুলি কখনই ভাবতে পারেনি 370 ধারা একদিন ইতিহাস হয়ে যাবে ৷ বিজেপি যে কাজ করছে তা হজম করতে পারছে না ওরা। তারা এতটাই মরিয়া হয়ে উঠেছে যে প্রকাশ্যে এখন 'মোদি তেরি কবর খুদেগি' বলা শুরু করেছে ৷" প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহার এবং বিজেপি কর্মীদের আরও ভাল উপায়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার প্রশিক্ষণের উপরও এদিন জোর দিয়েছেন।

Last Updated : Apr 6, 2023, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.