ETV Bharat / bharat

Soldier Detained With Grenade : শ্রীনগর বিমানবন্দরে জওয়ানের ব্যাগ থেকে গ্রেনেড উদ্ধার !

সোমবার সকালে শ্রীনগর বিমানবন্দরের ড্রপ গেটে স্ক্রিনিংয়ের সময় এক জওয়ানের ব্যাগে হাত গ্রেনেডের সন্ধান মেলে (Hand grenade recovered from soldier baggage at Srinagar airport) ৷

Soldier Detained With Grenade
শ্রীনগর বিমানবন্দরে জওয়ানের ব্যাগ থেকে গ্রেনেড উদ্ধারে চাঞ্চল্য
author img

By

Published : May 2, 2022, 10:07 PM IST

শ্রীনগর, 2 মে : এক সেনা জওয়ানের ব্যাগ থেকে হাত গ্রেনেড উদ্ধারে চাঞ্চল্য ছড়াল শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ এক আধিকারিকের কথা অনুযায়ী, বিমানবন্দরের ড্রপ গেটে স্ক্রিনিংয়ের সময় এক জওয়ানের ব্যাগে হাত গ্রেনেডের সন্ধান মেলে (Hand grenade recovered from soldier baggage at Srinagar airport) ৷ সোমবার সকাল 9টা 30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ৷ বিমানবন্দর সূত্রে খবর, অভিযুক্ত 42 রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ৷

আরও পড়ুন : মালদা থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র সরবরাহের চেষ্টা, এসটিএফের জালে 1

বিমানবন্দরের এক আধিকারিক বলেন, "সংশ্লিষ্ট জওয়ান বালাজি সম্পথ তামিলনাড়ুর বাসিন্দা ৷ এদিন শ্রীনগর থেকে ইন্ডিগোর বিমানে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন তিনি ৷ সে সময় তাঁর ব্যাগ থেকে হাত গ্রেনেড উদ্ধার করা হয় ৷" প্রথমে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে হুমহামা থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে ৷ তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে বলে খবর ৷

শ্রীনগর, 2 মে : এক সেনা জওয়ানের ব্যাগ থেকে হাত গ্রেনেড উদ্ধারে চাঞ্চল্য ছড়াল শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ এক আধিকারিকের কথা অনুযায়ী, বিমানবন্দরের ড্রপ গেটে স্ক্রিনিংয়ের সময় এক জওয়ানের ব্যাগে হাত গ্রেনেডের সন্ধান মেলে (Hand grenade recovered from soldier baggage at Srinagar airport) ৷ সোমবার সকাল 9টা 30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ৷ বিমানবন্দর সূত্রে খবর, অভিযুক্ত 42 রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ৷

আরও পড়ুন : মালদা থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র সরবরাহের চেষ্টা, এসটিএফের জালে 1

বিমানবন্দরের এক আধিকারিক বলেন, "সংশ্লিষ্ট জওয়ান বালাজি সম্পথ তামিলনাড়ুর বাসিন্দা ৷ এদিন শ্রীনগর থেকে ইন্ডিগোর বিমানে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন তিনি ৷ সে সময় তাঁর ব্যাগ থেকে হাত গ্রেনেড উদ্ধার করা হয় ৷" প্রথমে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে হুমহামা থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে ৷ তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে বলে খবর ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.