ETV Bharat / bharat

Soldier Detained With Grenade : শ্রীনগর বিমানবন্দরে জওয়ানের ব্যাগ থেকে গ্রেনেড উদ্ধার ! - Hand grenade recovered from soldier baggage at Srinagar airport

সোমবার সকালে শ্রীনগর বিমানবন্দরের ড্রপ গেটে স্ক্রিনিংয়ের সময় এক জওয়ানের ব্যাগে হাত গ্রেনেডের সন্ধান মেলে (Hand grenade recovered from soldier baggage at Srinagar airport) ৷

Soldier Detained With Grenade
শ্রীনগর বিমানবন্দরে জওয়ানের ব্যাগ থেকে গ্রেনেড উদ্ধারে চাঞ্চল্য
author img

By

Published : May 2, 2022, 10:07 PM IST

শ্রীনগর, 2 মে : এক সেনা জওয়ানের ব্যাগ থেকে হাত গ্রেনেড উদ্ধারে চাঞ্চল্য ছড়াল শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ এক আধিকারিকের কথা অনুযায়ী, বিমানবন্দরের ড্রপ গেটে স্ক্রিনিংয়ের সময় এক জওয়ানের ব্যাগে হাত গ্রেনেডের সন্ধান মেলে (Hand grenade recovered from soldier baggage at Srinagar airport) ৷ সোমবার সকাল 9টা 30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ৷ বিমানবন্দর সূত্রে খবর, অভিযুক্ত 42 রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ৷

আরও পড়ুন : মালদা থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র সরবরাহের চেষ্টা, এসটিএফের জালে 1

বিমানবন্দরের এক আধিকারিক বলেন, "সংশ্লিষ্ট জওয়ান বালাজি সম্পথ তামিলনাড়ুর বাসিন্দা ৷ এদিন শ্রীনগর থেকে ইন্ডিগোর বিমানে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন তিনি ৷ সে সময় তাঁর ব্যাগ থেকে হাত গ্রেনেড উদ্ধার করা হয় ৷" প্রথমে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে হুমহামা থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে ৷ তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে বলে খবর ৷

শ্রীনগর, 2 মে : এক সেনা জওয়ানের ব্যাগ থেকে হাত গ্রেনেড উদ্ধারে চাঞ্চল্য ছড়াল শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ এক আধিকারিকের কথা অনুযায়ী, বিমানবন্দরের ড্রপ গেটে স্ক্রিনিংয়ের সময় এক জওয়ানের ব্যাগে হাত গ্রেনেডের সন্ধান মেলে (Hand grenade recovered from soldier baggage at Srinagar airport) ৷ সোমবার সকাল 9টা 30 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ৷ বিমানবন্দর সূত্রে খবর, অভিযুক্ত 42 রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ৷

আরও পড়ুন : মালদা থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র সরবরাহের চেষ্টা, এসটিএফের জালে 1

বিমানবন্দরের এক আধিকারিক বলেন, "সংশ্লিষ্ট জওয়ান বালাজি সম্পথ তামিলনাড়ুর বাসিন্দা ৷ এদিন শ্রীনগর থেকে ইন্ডিগোর বিমানে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন তিনি ৷ সে সময় তাঁর ব্যাগ থেকে হাত গ্রেনেড উদ্ধার করা হয় ৷" প্রথমে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে হুমহামা থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে ৷ তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে বলে খবর ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.