ETV Bharat / bharat

ISL : কেরালার বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী হাবাস - প্রতিযোগিতার প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাইছে গতবারের রানার্সরা

রয় কৃষ্ণার পর প্রীতম কোটাল এবং শুভাশিস বসুর হাতে চলতি মরসুমে নেতৃত্বের ব্যাটন সঁপে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড । ইতিমধ্যে প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি শেষ পর্যায়ে। ধাপে-ধাপে এগোনর কথা বলেছেন কোচ হাবাস। সেইসঙ্গে প্রতিযোগিতার প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাইছে গতবারের রানার্সরা ৷ তারপরেই ডার্বির ভাবনা শুরু করতে চায় গঙ্গাপাড়ের ক্লাব ।

ISL
কেরালার বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী হাবাস
author img

By

Published : Nov 18, 2021, 9:36 PM IST

মারগাও, 18 নভেম্বর : ‘দল তৈরি’, এই বার্তা দিয়েই শুক্রবার 2021-22 আইএসএল-এ যাত্রা শুরু করছেন সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস । প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স । চলতি আইএসএলেও রয়েছে জৈব বলয়ের কাঠিন্য । পাশাপাশি এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রথম এগারোয় বিদেশি সংখ্যা কমে যাওয়া । ফলে প্রথম এগারোর অঙ্কটা নতুন করে কষতে হচ্ছে অংশগ্রহনকারী দলগুলোকে ।

উদ্বোধনী ম্যাচে নামার আগে হাবাস বলছেন, ‘‘পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে । দলের ছ'জন বিদেশিকে ঘুরিয়ে-ফিরিয়ে পরিস্থিতি বিচার করে খেলাব । তবে চিন্তা নেই, আমাদের দল তৈরি ।’’ বিদেশি ফুটবলারর কমে যাওয়ার সমস্যা ভালমানের ভারতীয় ফুটবলার দিয়ে মেটাতে চান । সেই বিষয়টি দল নির্বাচনের প্রথম দিন থেকেই মাথায় রেখে ছিলেন হাবাস । ফলে আইএসএলের গতবার নজরকাড়া ভারতীয় ফুটবলারদের দলে নিয়েছে সবুজ-মেরুন ৷

ইতিমধ্যে এএফসি কাপের ম্যাচে ভাল পারফরম্যান্স করেছেন হুগো বুমোস । তবে বিশেষ কাউকে নিয়ে মুখ খুলতে রাজি নন হাবাস । সবুজ-মেরুনের স্প্যানিশ হেডস্যার বলেছেন, ‘‘আমাদের ফুটবল দলগত চেষ্টায় দাঁড়িয়ে থাকে । জেতার ইচ্ছে এবং খেলোয়াড়দের পারফর্ম্যান্সই দলের ভাল পারফর্ম্যান্সের মেরুদন্ড । আমি ভারসাম্যে বিশ্বাস করি । আক্রমন এবং রক্ষণের মিশ্রনই দলের ইউএসপি । দলের শক্তি কতটা তা দেখেই প্রথম একাদশ গড়া হয় । আমি সেভাবেই সিদ্ধান্ত নেব ।’’

আরও পড়ুন : IND vs NZ : প্রথমবার ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরু করবেন সৌরভ

আত্মবিশ্বাসী হলেও কেরালা ব্লাস্টার্সকে সমীহ করছেন হাবাস । ইতিমধ্যেই প্রতিপক্ষের কোচ ইভান ভুকোমানোভিচ এবং তাঁর ফুটবলারদের সম্পর্কে খোঁজ নিয়েছেন । দলের নতুন ফুটবলারদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছেন সবুজ-মেরুন কোচিং ব্রিগেড । তবে প্রতিপক্ষের পুরো খবর তাঁর কাছে নেই সেটা মানছেন তিনি । বলেছেন, ‘‘আমার অভিজ্ঞতা বলে নিজের দল কেমন সেটাই পঁচাশি শতাংশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ । বাকিটা মাঠের পারফর্ম্যান্সের ওপর নির্ভর করে ৷’’

রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, ম্যাকহিউ ছাড়াও হুগো বুমোস, জনি কাউকো রয়েছেন । একাধিক ভালমানের বিদেশি থেকে সঠিক ফুটবলার বেছে নেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যেকোনও কোচের কাছে । হাবাসের কাছেও তা কঠিন কাজ, বলাই বাহুল্য । অন্যদিকে এবছরের আইএসএলে গঙ্গাপাড়ের ক্লাবের সবচেয়ে চিন্তার জায়গা রক্ষণের দূর্বলতা । সন্দেশ ঝিঙ্গানের অনুপস্থিতিতে তাঁর জায়গা কীভাবে ভরাট হবে সেটাই দেখার ।

মারগাও, 18 নভেম্বর : ‘দল তৈরি’, এই বার্তা দিয়েই শুক্রবার 2021-22 আইএসএল-এ যাত্রা শুরু করছেন সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস । প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স । চলতি আইএসএলেও রয়েছে জৈব বলয়ের কাঠিন্য । পাশাপাশি এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রথম এগারোয় বিদেশি সংখ্যা কমে যাওয়া । ফলে প্রথম এগারোর অঙ্কটা নতুন করে কষতে হচ্ছে অংশগ্রহনকারী দলগুলোকে ।

উদ্বোধনী ম্যাচে নামার আগে হাবাস বলছেন, ‘‘পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে । দলের ছ'জন বিদেশিকে ঘুরিয়ে-ফিরিয়ে পরিস্থিতি বিচার করে খেলাব । তবে চিন্তা নেই, আমাদের দল তৈরি ।’’ বিদেশি ফুটবলারর কমে যাওয়ার সমস্যা ভালমানের ভারতীয় ফুটবলার দিয়ে মেটাতে চান । সেই বিষয়টি দল নির্বাচনের প্রথম দিন থেকেই মাথায় রেখে ছিলেন হাবাস । ফলে আইএসএলের গতবার নজরকাড়া ভারতীয় ফুটবলারদের দলে নিয়েছে সবুজ-মেরুন ৷

ইতিমধ্যে এএফসি কাপের ম্যাচে ভাল পারফরম্যান্স করেছেন হুগো বুমোস । তবে বিশেষ কাউকে নিয়ে মুখ খুলতে রাজি নন হাবাস । সবুজ-মেরুনের স্প্যানিশ হেডস্যার বলেছেন, ‘‘আমাদের ফুটবল দলগত চেষ্টায় দাঁড়িয়ে থাকে । জেতার ইচ্ছে এবং খেলোয়াড়দের পারফর্ম্যান্সই দলের ভাল পারফর্ম্যান্সের মেরুদন্ড । আমি ভারসাম্যে বিশ্বাস করি । আক্রমন এবং রক্ষণের মিশ্রনই দলের ইউএসপি । দলের শক্তি কতটা তা দেখেই প্রথম একাদশ গড়া হয় । আমি সেভাবেই সিদ্ধান্ত নেব ।’’

আরও পড়ুন : IND vs NZ : প্রথমবার ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরু করবেন সৌরভ

আত্মবিশ্বাসী হলেও কেরালা ব্লাস্টার্সকে সমীহ করছেন হাবাস । ইতিমধ্যেই প্রতিপক্ষের কোচ ইভান ভুকোমানোভিচ এবং তাঁর ফুটবলারদের সম্পর্কে খোঁজ নিয়েছেন । দলের নতুন ফুটবলারদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছেন সবুজ-মেরুন কোচিং ব্রিগেড । তবে প্রতিপক্ষের পুরো খবর তাঁর কাছে নেই সেটা মানছেন তিনি । বলেছেন, ‘‘আমার অভিজ্ঞতা বলে নিজের দল কেমন সেটাই পঁচাশি শতাংশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ । বাকিটা মাঠের পারফর্ম্যান্সের ওপর নির্ভর করে ৷’’

রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, ম্যাকহিউ ছাড়াও হুগো বুমোস, জনি কাউকো রয়েছেন । একাধিক ভালমানের বিদেশি থেকে সঠিক ফুটবলার বেছে নেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যেকোনও কোচের কাছে । হাবাসের কাছেও তা কঠিন কাজ, বলাই বাহুল্য । অন্যদিকে এবছরের আইএসএলে গঙ্গাপাড়ের ক্লাবের সবচেয়ে চিন্তার জায়গা রক্ষণের দূর্বলতা । সন্দেশ ঝিঙ্গানের অনুপস্থিতিতে তাঁর জায়গা কীভাবে ভরাট হবে সেটাই দেখার ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.