ETV Bharat / bharat

Contraband Drugs: গুয়াহাটি থেকে উদ্ধার 14 কোটি টাকার ড্রাগ - অসমে নিষিদ্ধ মাদক উদ্ধার

অ্যাম্বুলেন্সের মধ্যে মাদক ৷ আগে থেকে পুলিশের কাছে খবর ছিল ৷ তাই সময়মতো তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করল পুলিশ (Guwahati city police seized contraband drugs) ৷

Drugs in Guwahati Assam
ETV Bharat
author img

By

Published : Dec 14, 2022, 2:26 PM IST

গুয়াহাটি, 14 ডিসেম্বর: নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে গুয়াহাটি থেকে ৷ মঙ্গলবার গভীর রাতে অসমের গুয়াহাটি থেকে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে গুয়াহাটি পুলিশ ৷ গ্রেফতার হয়েছে অভিযুক্ত মীরাজৌল ইসলামকে ৷ জানা গিয়েছে, এই মাদকের বাজারমূল্য 14 কোটি টাকা (Guwahati city police seized a large quantity of contraband drugs worth more than Rs 14 crore) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে থেকে পুলিশের কাছে খবর ছিল ৷ সেই অনুযায়ী পুলিশের যুগ্ম কমিশনার পার্থ সারথী মহন্ত এবং এডিসিপি কল্যাণ পাঠকের নেতৃত্বে গুয়াহাটি সিটি পুলিশ তল্লাশি অভিযান চালায়৷ তাতে একটি অ্যাম্বুলেন্স থেকে 50 হাজার ইয়াবা ট্যাবলেট এবং 200 গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন: 50 কোটির মাদক-সহ গ্রেফতার জিম্বাবোয়ের 2 নাগরিক

এ প্রসঙ্গে পার্থ সারথী মহন্ত বলেন, "একটি অ্যাম্বুলেন্স থেকে 50 হাজার ইয়াবা ট্যাবলেট এবং 200 গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে৷ আমরা একজনকে গ্রেফতার করেছি ৷ বাজেয়াপ্ত করা এই মাদকের বাজার মূল্য 14 কোটি 10 লক্ষ টাকা ৷" অ্যাম্বুলেন্সটি মণিপুর থেকে আসছিল ৷ তার রেজিস্ট্রেশন নম্বর মণিপুরের, জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷

গুয়াহাটি, 14 ডিসেম্বর: নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে গুয়াহাটি থেকে ৷ মঙ্গলবার গভীর রাতে অসমের গুয়াহাটি থেকে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে গুয়াহাটি পুলিশ ৷ গ্রেফতার হয়েছে অভিযুক্ত মীরাজৌল ইসলামকে ৷ জানা গিয়েছে, এই মাদকের বাজারমূল্য 14 কোটি টাকা (Guwahati city police seized a large quantity of contraband drugs worth more than Rs 14 crore) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে থেকে পুলিশের কাছে খবর ছিল ৷ সেই অনুযায়ী পুলিশের যুগ্ম কমিশনার পার্থ সারথী মহন্ত এবং এডিসিপি কল্যাণ পাঠকের নেতৃত্বে গুয়াহাটি সিটি পুলিশ তল্লাশি অভিযান চালায়৷ তাতে একটি অ্যাম্বুলেন্স থেকে 50 হাজার ইয়াবা ট্যাবলেট এবং 200 গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন: 50 কোটির মাদক-সহ গ্রেফতার জিম্বাবোয়ের 2 নাগরিক

এ প্রসঙ্গে পার্থ সারথী মহন্ত বলেন, "একটি অ্যাম্বুলেন্স থেকে 50 হাজার ইয়াবা ট্যাবলেট এবং 200 গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে৷ আমরা একজনকে গ্রেফতার করেছি ৷ বাজেয়াপ্ত করা এই মাদকের বাজার মূল্য 14 কোটি 10 লক্ষ টাকা ৷" অ্যাম্বুলেন্সটি মণিপুর থেকে আসছিল ৷ তার রেজিস্ট্রেশন নম্বর মণিপুরের, জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.