ETV Bharat / bharat

Ideal Jethipura village: আদর্শ জেঠিপুরা ! প্রত্যন্ত গ্রামে পরিস্রুত জল, রয়েছে সিসিটিভি-হাইটেক লাইব্রেরিও

গুজরাতের সবরকান্থ থেকে বেশ কিছুটা ভিতরে জেঠিয়াপুর গ্রাম ৷ গ্রামে হাজারের কিছু বেশি মানুষ থাকেন ৷ ছোট্ট এই গ্রাম একেবারে ঝকঝকে ৷ তার জন্য দু'টি জাতীয় স্তরের পুরস্কারও পেয়েছে ৷ আছে গ্রন্থাগার, হাসপাতাল ৷ তারক মেহতা কা উলটা চশমায় দেখেছিলেন এই গ্রামটিকে ?

Gujarat Village
জেঠিপুরা গ্রাম
author img

By

Published : Apr 11, 2023, 1:57 PM IST

গুজরাতের প্রত্যন্ত গ্রাম জেঠিপুরা বহু দিক দিয়ে আদর্শ

সবরকান্থ (গুজরাত), 11 এপ্রিল: তারক মেহতা কা উলটা চশমা ! মনে আছে বিখ্যাত এই টেলি সিরিয়ালটির কথা ? 2008 সালে এই সিরিয়ালটিতে দেখা গিয়েছিল একটি ঝকঝকে গ্রাম ৷ আদর্শ গ্রাম, গুজরাতের জেঠিপুরা ৷ সবরকান্থের ইদার তালুকা থেকে 17 কিমি এবং হিম্মতনগর থেকে 28 কিমি দূরত্বে অবস্থিত জেঠিপুরা ৷

আদর্শ কেন ? মাত্র 1 হাজার 300 জন মানুষের বাস এই প্রত্যন্ত গ্রামে ৷ অথচ এই গ্রামটি আদর্শ হয়ে উঠেছে অনেক দিক দিয়ে ৷ রাজ্যের 10টি পুরস্কার পেয়েছে ৷ এর সঙ্গে পরিচ্ছন্নতা, অত্যাধুনিক সুবিধে, নিকাশি ব্যবস্থা, সবুজায়ন এমনকী হাইটেক লাইব্রেরিও আছে এই গ্রামে ৷ তাই কেন্দ্রীয় সরকারও এই আদর্শ গ্রামটিকে পুরস্কৃত করেছে ৷

তবে আশ্চর্যের ব্যাপার, গত 15 বছরে এই গ্রামে সরপঞ্চ নির্বাচন হয়নি ৷ সবার সম্মতি নিয়ে কে সরপঞ্চ হবেন, তা ঠিক হয় এই গ্রামে ৷ জেঠিপুরা গ্রাম দু'টি জাতীয় স্তরের পুরস্কার- নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা অ্যাওয়ার্ড এবং দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে ৷ আর এর সঙ্গে বিখ্যাত কমেডি সিরিয়াল 'তারক মেহতা কা উলটা চশমা'য় এই গ্রামটিকে দেখা যায়, সেই সূত্রে আরেকটি পুরস্কার জেতে জেঠিপুরা ৷

Library in Jethipura village Gujarat
জেঠিপুরা গ্রামে হাইটেক গ্রন্থাগার

গ্রামের সরপঞ্চ ভাট আহসান আলি বলেন, "বিগত 15 বছরে গ্রামে সরপঞ্চের নির্বাচন হয়নি ৷ গ্রামে যে এই দায়িত্ব নিতে রাজি থাকেন, তাঁর উপরে আমরা এই পদ সঁপে দিই ৷ আমাদের গ্রামে সিসিটিভি ক্যামেরা, পরিস্রুত ও বহনযোগ্য জল পাওয়ার জন্য ভেন্ডিং মেশিন, নিকাশি নালা, আধুনিক গ্রন্থাগার আছে ৷ হাসপাতাল, রাস্তার আলোর বন্দোবস্ত এবং পাইপের মাধ্যমে জল সরবরাহ পাওয়া যায় এই গ্রামে ৷"

তিনি আরও বলেন, "আমাদের গ্রামের মানুষেরা পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে যথেষ্ট সচেতন ৷ গ্রামে কোথাও নোংরা, আবর্জনা পাওয়া যাবে না ৷ গ্রামের স্কুলটি এ গ্রেড রেটিং পেয়েছে ৷ এছাড়া দু'টি জাতীয় স্তরের পুরস্কারও ৷ একটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত অ্যাওয়ার্ড এবং অন্যটি নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা অ্যাওয়ার্ড ৷ এছাড়া জনপ্রিয় সিরিয়াল তারক মেহতা কা উলটা চশমায় এই গ্রামটিকে দেখানো হয়৷ পরিচ্ছন্নতার জন্যও এই গ্রামটি পুরস্কার পেয়ছে ৷"

আরও পড়ুন: 80 শতাংশ মানুষ থাকেন বিদেশে, দেশের এই গ্রাম পরিচিত এনআরআই ভিলেজ নামে

গুজরাতের প্রত্যন্ত গ্রাম জেঠিপুরা বহু দিক দিয়ে আদর্শ

সবরকান্থ (গুজরাত), 11 এপ্রিল: তারক মেহতা কা উলটা চশমা ! মনে আছে বিখ্যাত এই টেলি সিরিয়ালটির কথা ? 2008 সালে এই সিরিয়ালটিতে দেখা গিয়েছিল একটি ঝকঝকে গ্রাম ৷ আদর্শ গ্রাম, গুজরাতের জেঠিপুরা ৷ সবরকান্থের ইদার তালুকা থেকে 17 কিমি এবং হিম্মতনগর থেকে 28 কিমি দূরত্বে অবস্থিত জেঠিপুরা ৷

আদর্শ কেন ? মাত্র 1 হাজার 300 জন মানুষের বাস এই প্রত্যন্ত গ্রামে ৷ অথচ এই গ্রামটি আদর্শ হয়ে উঠেছে অনেক দিক দিয়ে ৷ রাজ্যের 10টি পুরস্কার পেয়েছে ৷ এর সঙ্গে পরিচ্ছন্নতা, অত্যাধুনিক সুবিধে, নিকাশি ব্যবস্থা, সবুজায়ন এমনকী হাইটেক লাইব্রেরিও আছে এই গ্রামে ৷ তাই কেন্দ্রীয় সরকারও এই আদর্শ গ্রামটিকে পুরস্কৃত করেছে ৷

তবে আশ্চর্যের ব্যাপার, গত 15 বছরে এই গ্রামে সরপঞ্চ নির্বাচন হয়নি ৷ সবার সম্মতি নিয়ে কে সরপঞ্চ হবেন, তা ঠিক হয় এই গ্রামে ৷ জেঠিপুরা গ্রাম দু'টি জাতীয় স্তরের পুরস্কার- নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা অ্যাওয়ার্ড এবং দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে ৷ আর এর সঙ্গে বিখ্যাত কমেডি সিরিয়াল 'তারক মেহতা কা উলটা চশমা'য় এই গ্রামটিকে দেখা যায়, সেই সূত্রে আরেকটি পুরস্কার জেতে জেঠিপুরা ৷

Library in Jethipura village Gujarat
জেঠিপুরা গ্রামে হাইটেক গ্রন্থাগার

গ্রামের সরপঞ্চ ভাট আহসান আলি বলেন, "বিগত 15 বছরে গ্রামে সরপঞ্চের নির্বাচন হয়নি ৷ গ্রামে যে এই দায়িত্ব নিতে রাজি থাকেন, তাঁর উপরে আমরা এই পদ সঁপে দিই ৷ আমাদের গ্রামে সিসিটিভি ক্যামেরা, পরিস্রুত ও বহনযোগ্য জল পাওয়ার জন্য ভেন্ডিং মেশিন, নিকাশি নালা, আধুনিক গ্রন্থাগার আছে ৷ হাসপাতাল, রাস্তার আলোর বন্দোবস্ত এবং পাইপের মাধ্যমে জল সরবরাহ পাওয়া যায় এই গ্রামে ৷"

তিনি আরও বলেন, "আমাদের গ্রামের মানুষেরা পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে যথেষ্ট সচেতন ৷ গ্রামে কোথাও নোংরা, আবর্জনা পাওয়া যাবে না ৷ গ্রামের স্কুলটি এ গ্রেড রেটিং পেয়েছে ৷ এছাড়া দু'টি জাতীয় স্তরের পুরস্কারও ৷ একটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত অ্যাওয়ার্ড এবং অন্যটি নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা অ্যাওয়ার্ড ৷ এছাড়া জনপ্রিয় সিরিয়াল তারক মেহতা কা উলটা চশমায় এই গ্রামটিকে দেখানো হয়৷ পরিচ্ছন্নতার জন্যও এই গ্রামটি পুরস্কার পেয়ছে ৷"

আরও পড়ুন: 80 শতাংশ মানুষ থাকেন বিদেশে, দেশের এই গ্রাম পরিচিত এনআরআই ভিলেজ নামে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.