ETV Bharat / bharat

Godhra train burning case: গোধরাকাণ্ডে 11 জন দোষীর মৃত্যুদণ্ড চায় গুজরাত সরকার, আর্জি সুপ্রিম কোর্টে - সবরমতী এক্সপ্রেসের কামরায় অগ্নিসংযোগের ঘটনা

গোধরাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে মোট 31 জন ৷ তাদের মধ্যে 11 জনের ফাঁসি চায় গুজরাত সরকার ৷ সোমবার রাজ্যের তরফে একথা সুপ্রিম কোর্টে জানানো হয়েছে (Godhra case in Supreme Court) ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Feb 20, 2023, 5:59 PM IST

নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি: 2002 সালে গুজরাতের গোধরায় সবরমতী এক্সপ্রেসের কামরায় অগ্নিসংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত 11 জনের ফাঁসির সাজা চালল গুজরাত সরকার ৷ সোমবার সুপ্রিম কোর্টে এই কথা জানানো হয়েছে সরকারের তরফে ৷ গোধরার ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম দাবি করে এদিন গুজরাত সরকারের তরফে শীর্ষ আদালতে এই আবেদন জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা (Gujarat govt in Supreme Court) ৷

গুজরাত হাইকোর্ট এর আগে দোষী সাব্যস্ত হওয়া ওই 11 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ৷ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান হয় ৷ সোমবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে ৷ সেখানেই এই আবেদন জানান তুষার মেহতা ৷ তিনি বলেন, "গোধরার ঘটনা বিরলের মধ্যে বিরলতম ৷ যেখানে ট্রেনের বগি বাইরে থেকে আটকে রেখে মহিলা, শিশু-সহ 59 জনকে পুড়িয়ে মারা হয় ৷ "

উল্লেখ্য, 2002 সালের ফেব্রুয়ারির এই ঘটনার পরেই দাঙ্গা হয় গুজরাতে ৷ এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ দুই পক্ষের আইনজীবীদেরই কিছু তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ দোষী সাব্যস্তদের কী সাজার নির্দেশ এর আগে দেওয়া হয়েছিল, এখনও পর্যন্ত কত বছর জেলে কাটিয়েছেন তারা এই সমস্ত তথ্য চাওয়া হয়েছে (Godhra train burning) ৷

আরও পড়ুন: ভিওয়ানি জোড়া খুনে গোরক্ষকরা অভিযুক্ত, ভাইরাল ভিডিয়োয় দাবি পুলিশের

সলিসিটর জেনারেল এদিন আদালতে জানান, এই ঘটনায় ট্রায়াল কোর্ট 11 জনের মৃত্যুদণ্ড ও 20 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় ৷ কিন্তু হাইকোর্ট দোষী সাব্যস্ত ওই 31 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেয় ৷ এই মামলায় বেশকয়েকজন ইতিমধ্যেই শীর্ষ আদালতে জামিনের আবেদন জানিয়েছে ৷ তিন সপ্তাহ পর সেই আবেদনের শুনানি হবে বলে এদিন জানায় সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি: 2002 সালে গুজরাতের গোধরায় সবরমতী এক্সপ্রেসের কামরায় অগ্নিসংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত 11 জনের ফাঁসির সাজা চালল গুজরাত সরকার ৷ সোমবার সুপ্রিম কোর্টে এই কথা জানানো হয়েছে সরকারের তরফে ৷ গোধরার ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম দাবি করে এদিন গুজরাত সরকারের তরফে শীর্ষ আদালতে এই আবেদন জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা (Gujarat govt in Supreme Court) ৷

গুজরাত হাইকোর্ট এর আগে দোষী সাব্যস্ত হওয়া ওই 11 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ৷ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান হয় ৷ সোমবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে ৷ সেখানেই এই আবেদন জানান তুষার মেহতা ৷ তিনি বলেন, "গোধরার ঘটনা বিরলের মধ্যে বিরলতম ৷ যেখানে ট্রেনের বগি বাইরে থেকে আটকে রেখে মহিলা, শিশু-সহ 59 জনকে পুড়িয়ে মারা হয় ৷ "

উল্লেখ্য, 2002 সালের ফেব্রুয়ারির এই ঘটনার পরেই দাঙ্গা হয় গুজরাতে ৷ এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ দুই পক্ষের আইনজীবীদেরই কিছু তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ দোষী সাব্যস্তদের কী সাজার নির্দেশ এর আগে দেওয়া হয়েছিল, এখনও পর্যন্ত কত বছর জেলে কাটিয়েছেন তারা এই সমস্ত তথ্য চাওয়া হয়েছে (Godhra train burning) ৷

আরও পড়ুন: ভিওয়ানি জোড়া খুনে গোরক্ষকরা অভিযুক্ত, ভাইরাল ভিডিয়োয় দাবি পুলিশের

সলিসিটর জেনারেল এদিন আদালতে জানান, এই ঘটনায় ট্রায়াল কোর্ট 11 জনের মৃত্যুদণ্ড ও 20 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় ৷ কিন্তু হাইকোর্ট দোষী সাব্যস্ত ওই 31 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেয় ৷ এই মামলায় বেশকয়েকজন ইতিমধ্যেই শীর্ষ আদালতে জামিনের আবেদন জানিয়েছে ৷ তিন সপ্তাহ পর সেই আবেদনের শুনানি হবে বলে এদিন জানায় সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.