ETV Bharat / bharat

জনসভায় বক্তৃতার মাঝেই জ্ঞান হারালেন গুজরাতের মুখ্যমন্ত্রী - ভদোদরায় বিজয় রুপানি

একদিনে টানা তিনটি সভা । সম্ভবত, একাধিক সভার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ।

বিজয় রুপানি
বিজয় রুপানি
author img

By

Published : Feb 14, 2021, 9:38 PM IST

Updated : Feb 15, 2021, 8:58 AM IST

ভদোদরা, 14 ফেব্রুয়ারি : বিজেপির সভা চলছিল । মঞ্চ থেক বক্তৃতা রাখছিলেন দলের কর্মী সমর্থকদের উদ্দেশে । ভাষণ দিতে দিতে হঠাৎই সংজ্ঞা হারালেন বিজেপি নেতা তথা গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ।

ভদোদরার নিজ়ামপুরা এলাকার মেহসানানগরে বিজেপির জনসভা ছিল । 21 ফেব্রুয়ারি থেকে সেখানে পৌরভোট । এর আগে তারসালি ও কারেলিবাগে জনসভা ছিল বিজয় রুপানি । মেহসানানগরে এটি ছিল তাঁর তৃতীয় কর্মসূচি ।

আজ মঞ্চে ওঠার পর থেকেই বিজয় রুপানিকে অসুস্থ লাগছিল । এরপর যখন তিনি বক্তৃতা দিচ্ছিলেন, তখন হঠাৎই সংজ্ঞা হারান তিনি । তাঁর পিছনেই দাঁড়িয়ে ছিলেন এক নিরাপত্তারক্ষী । পরিস্থিতি বুঝতে পেরে ওই নিরাপত্তারক্ষী সঙ্গে সঙ্গে বিজয় রুপানির পিছনে চলে যান এবং তাঁকে ধরে ফেলেন । ছুটে আসেন মঞ্চে বসে থাকা বিজেপির অন্যান্য নেতারাও ।

কিছুক্ষণ পরেই অবশ্য সংজ্ঞা ফিরে পান তিনি । তবে সংজ্ঞা ফিরে পেলেও তিনি আর বক্তৃতা রাখেননি । জ্ঞান ফেরার পরও যে তিনি খুব একটা সুস্থ অনুভব করছেন এমনটাও তাঁর চোখ-মুখ দেখে মনে হয়নি । এরপর মঞ্চের সিঁড়ি দিয়ে নেমে সভাস্থান থেকে চলে যান তিনি । তাঁকে গান্ধিনগরে নিয়ে যাওয়া হয়েছে ।

ভাষণ দিতে দিতে হঠাৎই সংজ্ঞা হারালেন বিজয় রুপানি

আরও পড়ুন : বিটিং রিট্রিট সমাপন, আলোকসজ্জায় বিজয় চক

গুজরাতের উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল অবশ্য জানিয়েছেন, "বিজয় রুপানি এখন সুস্থ রয়েছেন । সম্ভবত, একাধিক সভার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি । গান্ধিনগরে নিয়ে যাওয়ার আগে ভদোদরা বিমানবন্দরে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেছেন । চিন্তার কিছু নেই ।"

ভদোদরা, 14 ফেব্রুয়ারি : বিজেপির সভা চলছিল । মঞ্চ থেক বক্তৃতা রাখছিলেন দলের কর্মী সমর্থকদের উদ্দেশে । ভাষণ দিতে দিতে হঠাৎই সংজ্ঞা হারালেন বিজেপি নেতা তথা গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ।

ভদোদরার নিজ়ামপুরা এলাকার মেহসানানগরে বিজেপির জনসভা ছিল । 21 ফেব্রুয়ারি থেকে সেখানে পৌরভোট । এর আগে তারসালি ও কারেলিবাগে জনসভা ছিল বিজয় রুপানি । মেহসানানগরে এটি ছিল তাঁর তৃতীয় কর্মসূচি ।

আজ মঞ্চে ওঠার পর থেকেই বিজয় রুপানিকে অসুস্থ লাগছিল । এরপর যখন তিনি বক্তৃতা দিচ্ছিলেন, তখন হঠাৎই সংজ্ঞা হারান তিনি । তাঁর পিছনেই দাঁড়িয়ে ছিলেন এক নিরাপত্তারক্ষী । পরিস্থিতি বুঝতে পেরে ওই নিরাপত্তারক্ষী সঙ্গে সঙ্গে বিজয় রুপানির পিছনে চলে যান এবং তাঁকে ধরে ফেলেন । ছুটে আসেন মঞ্চে বসে থাকা বিজেপির অন্যান্য নেতারাও ।

কিছুক্ষণ পরেই অবশ্য সংজ্ঞা ফিরে পান তিনি । তবে সংজ্ঞা ফিরে পেলেও তিনি আর বক্তৃতা রাখেননি । জ্ঞান ফেরার পরও যে তিনি খুব একটা সুস্থ অনুভব করছেন এমনটাও তাঁর চোখ-মুখ দেখে মনে হয়নি । এরপর মঞ্চের সিঁড়ি দিয়ে নেমে সভাস্থান থেকে চলে যান তিনি । তাঁকে গান্ধিনগরে নিয়ে যাওয়া হয়েছে ।

ভাষণ দিতে দিতে হঠাৎই সংজ্ঞা হারালেন বিজয় রুপানি

আরও পড়ুন : বিটিং রিট্রিট সমাপন, আলোকসজ্জায় বিজয় চক

গুজরাতের উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল অবশ্য জানিয়েছেন, "বিজয় রুপানি এখন সুস্থ রয়েছেন । সম্ভবত, একাধিক সভার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি । গান্ধিনগরে নিয়ে যাওয়ার আগে ভদোদরা বিমানবন্দরে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেছেন । চিন্তার কিছু নেই ।"

Last Updated : Feb 15, 2021, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.