মুম্বই, 24 জানুয়ারি : যৌন ইঙ্গিতের সঙ্গে শরীরে স্পর্শ করলেই একমাত্র যৌন নিপীড়ন হিসেবে মান্য় করা হবে ৷ সম্প্রতি বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ একটি মামলার শুনানিতে পকসো আইন নিয়ে তার পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে ৷ প্রসঙ্গত, এক যুবককে নাবালিকাকে যৌন নিপীড়নের অভিযোগে সাজা দেওয়া হয়েছিল ৷ সেই যুবকের আবেদনে বোম্বে হাইকোর্টের নাগপুর শাখায় শুনানি শুরু হয় ৷ সেই মামলার শুনানিতে পকসো আইনের 8 নং ধারার ব্যাখ্য়ায় বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা তাঁর পর্যবেক্ষণে জানান, একজন নাবালিকার বুকে স্পর্শ করলেই তা যৌন নিপীড়ন হতে পারে না ৷ যতক্ষণ না তার পোশাক খোলা হচ্ছে বা পোশাক ভেদ করে তার হাত দিয়ে শরীরের স্পর্শ করা হচ্ছে ৷
আরও পড়ুন : ভারভারা রাওয়ের বয়স ও শারীরিক অবস্থা বিচার করা হোক, মত বোম্বে হাইকোর্টের
তবে বিচারপতি আরও জানান, পেনিট্রেশন না করিয়ে যদি কোনও শিশুকে যৌন ইচ্ছায় স্পর্শ করা হয়, তবে তা যৌন নিপীড়ন বলেই মান্য় করা হবে ৷ এই মামলায় অভিযুক্তকে পকসো আইন অনুযায়ী 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ৷ তবে, ওই অভিযুক্তকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারপতি ৷