মুম্বই , 20 এপ্রিল : করোনা পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল মহারাষ্ট্র সরকার ৷ মুদিখানা, সবজি ও দুধের দোকান সকাল 7 টা থেকে বেলা 11 টা পর্যন্ত খোলা রাখা যাবে ৷ খাবারের হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে সকাল 7 টা থেকে রাত 8 টা পর্যন্ত ৷
বেকারি, ফলের দোকান, কনফেকশনারি এবং মাছ, মাংস, ডিমের দোকানসহ যে কোনও খাবারের দোকানও সকাল 7 টা থেকে বেলা 11 টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে নতুন নিয়মে ৷ আগের নিয়ম অনুযায়ী, রাত 8 টা পর্যন্ত এই সব দোকানগুলি খোলা রাখার অনুমতি দেওয়া ছিল ৷ কিন্তু নতুন নিয়মে সকালে মাত্র চার ঘণ্টাই খোলা রাখা যাবে কেনাকাটির জন্য ৷
স্থানীয় প্রশাসনের অনুমতি থাকলে সকাল 7 টা থেকে রাত 8 টা পর্যন্ত খাবারের হোম ডেলিভারি ব্যবস্থা চালু রাখা যাবে ৷ উল্লেখ্য গতকালই মহারাষ্ট্র সরকার বৈঠকে বসেছিল রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ৷ সারাদিন ধরে মুদিখানার দোকানগুলিতে এবং বাজারগুলিতে কেনাকাটির জন্য ভিড় হচ্ছিল বিগত বেশ কিছুদিন ধরে ৷ যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছিল প্রশাসন ৷ এরপরই আজ এই কড়া সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার ৷
আরও পড়ুন : 23% টিকা নষ্ট ! কাঠগড়ায় শীর্ষে তামিলনাড়ু, ভালো পারফরম্যান্স বঙ্গের
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সবথেকে বেশি লেগেছে মহারাষ্ট্রে ৷ যে দশটি রাজ্য থেকে দেশের দৈনিক করোনা আক্রান্তের 78 শতাংশের হদিশ পাওয়া যাচ্ছে, তার মধ্যে উপরের দিকেই রয়েছে মহারাষ্ট্র ৷ রবিবার মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ছিল 68 হাজার 631 ৷ 14 এপ্রিল থেকে 15 দিনের করোনা কার্ফু চলছে সেখানে ৷ এরই মধ্যে করোনাকে বাগে আনতে আবার নতুন করে নির্দেশিকা জারি করল মহারাষ্ট্র সরকার ৷