ETV Bharat / bharat

নাতির কান্নায় বিরক্ত হয়ে কুপিয়ে খুন করল দাদু, রক্ষা পেলেন না পুত্রবধূও - নাতির কান্নায় বিরক্ত হয়ে তাকে কুপিয়ে খুন করল দাদু

Sitapur Mother And Child Murder Case: 2 বছর বয়সি নাতির কান্নায় বিরক্ত হয়ে তাকে কুপিয়ে খুন করল দাদু ৷ শিশুকে বাঁচাতে গিয়ে খুন হলেন মাও ৷ উত্তরপ্রদেশের সীতাপুর জেলার দেওরিয়া গ্রামে ঘটছে এই ঘটনা ৷

Grandfather killed grandson and daughter in law
নাতির কান্নায় বিরক্ত হয়ে তাকে কুপিয়ে খুন করল দাদু
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 10:51 PM IST

সীতাপুর, 8 ডিসেম্বর: বাচ্চার কান্নায় বিরক্ত হয়ে তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দাদু ৷ দুই বছরের নাতির কান্নায় বিরক্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত ৷ শিশুটির মা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল ৷ তাকে আক্রমণ করে এই ব্যক্তি ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ কিছুক্ষণের মধ্যে তারও মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সীতাপুর জেলার দেওরিয়া গ্রামে ৷

ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ৷ অভিযুক্তের নাম কামতা প্রসাদ ৷ বয়স 50 বছর ৷ শুক্রবার ভোরের দিকে ঘটে এই ঘটনা ৷ কামতা প্রসাদের পুত্র অক্ষয় কুমার অন্য শহরে কাজ করেন। বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী শিখা এবং পুত্র আয়ূষ ৷ ঘটনার দিন ভোররাতে আয়ূষ একটানা কাঁদতে শুরু করে ৷ সেই কান্নায় বিরক্ত হয়ে কামতা ছুটে এসে তার নাতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ শিখা সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তাঁকে অস্ত্র দিয়ে আঘাত করে কামতা ৷

কিছুক্ষণের মধ্যেই গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে ৷ শিখাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ খবর দেওয়া হয় পুলিশেও ৷ যদিও হাসপাতালে ক্রমাগত শিখার অবস্থার অবনতি হতে থাকে ৷ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসপি চক্রেশ মিশ্র, সিও যাদবেন্দ্র যাদব। ধারালো অস্ত্র-সহ কামতা প্রসাদকে তার ঘর থেকেই গ্রেফতার করা হয় ৷ পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ব্যক্তি একজন মানসিক রোগী ৷ তবে এই ঘটনার অন্য় কোনও দিক রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তাঁরা ৷

আরও পড়ুন:

  1. আবর্জনা পরিষ্কার নিয়ে বচসা ! ছেলের লাঠির ঘায়ে মৃত্যু বাবার
  2. রোজ এসে জ্বালাতন করত, বিরক্ত হয়ে 8 বছরের নাবালিকাকে খুন প্রতিবেশী কিশোরের !
  3. টলিউডে কাজের টোপ দিয়ে একাধিকবার ঘনিষ্ঠ, পরে নির্জনে নিয়ে গিয়ে গাড়িতে গণধর্ষণ তরুণীকে !

সীতাপুর, 8 ডিসেম্বর: বাচ্চার কান্নায় বিরক্ত হয়ে তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দাদু ৷ দুই বছরের নাতির কান্নায় বিরক্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত ৷ শিশুটির মা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল ৷ তাকে আক্রমণ করে এই ব্যক্তি ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ কিছুক্ষণের মধ্যে তারও মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সীতাপুর জেলার দেওরিয়া গ্রামে ৷

ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ৷ অভিযুক্তের নাম কামতা প্রসাদ ৷ বয়স 50 বছর ৷ শুক্রবার ভোরের দিকে ঘটে এই ঘটনা ৷ কামতা প্রসাদের পুত্র অক্ষয় কুমার অন্য শহরে কাজ করেন। বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী শিখা এবং পুত্র আয়ূষ ৷ ঘটনার দিন ভোররাতে আয়ূষ একটানা কাঁদতে শুরু করে ৷ সেই কান্নায় বিরক্ত হয়ে কামতা ছুটে এসে তার নাতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ শিখা সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তাঁকে অস্ত্র দিয়ে আঘাত করে কামতা ৷

কিছুক্ষণের মধ্যেই গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে ৷ শিখাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ খবর দেওয়া হয় পুলিশেও ৷ যদিও হাসপাতালে ক্রমাগত শিখার অবস্থার অবনতি হতে থাকে ৷ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসপি চক্রেশ মিশ্র, সিও যাদবেন্দ্র যাদব। ধারালো অস্ত্র-সহ কামতা প্রসাদকে তার ঘর থেকেই গ্রেফতার করা হয় ৷ পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ব্যক্তি একজন মানসিক রোগী ৷ তবে এই ঘটনার অন্য় কোনও দিক রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তাঁরা ৷

আরও পড়ুন:

  1. আবর্জনা পরিষ্কার নিয়ে বচসা ! ছেলের লাঠির ঘায়ে মৃত্যু বাবার
  2. রোজ এসে জ্বালাতন করত, বিরক্ত হয়ে 8 বছরের নাবালিকাকে খুন প্রতিবেশী কিশোরের !
  3. টলিউডে কাজের টোপ দিয়ে একাধিকবার ঘনিষ্ঠ, পরে নির্জনে নিয়ে গিয়ে গাড়িতে গণধর্ষণ তরুণীকে !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.