ETV Bharat / bharat

Ramoji Film City : খুলে গেল রামোজি ফিল্ম সিটি, প্রথমদিনেই হাজারো মানুষের ভিড় - তেলাঙ্গানা ট্যুরিজম

কোভিড পরিস্থিতির কারণে কিছুদিন বন্ধ থাকার পর ফের পর্যটকদের জন্য খুলে গেল রামোজি ফিল্ম সিটি ৷ শুক্রবার ওপেনিংয়ের প্রথমদিন ছিল হাজারো পর্যটকের ভিড় ৷ কোভিড ব্যবস্থা মেনে পর্যটকদের ফিল্ম সিটি ঘুরিয়ে দেখানো হচ্ছে ৷ এতে ফিল্ম সিটি ঘুরতে আসা মানুষরাও ভীষণ খুশি ৷

Ramoji Film City
Ramoji Film City
author img

By

Published : Oct 9, 2021, 9:38 AM IST

Updated : Oct 9, 2021, 3:21 PM IST

হায়দরাবাদ, 9 অক্টোবর : খুলে গেল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটির দরজা ৷ কোভিড পরিস্থিতির কারণে কিছুদিন বন্ধ থাকার পর ফের পর্যটকদের জন্য খুলে গেল রামোজি ফিল্ম সিটি ৷ 8 অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে দর্শকদের সীমাহীন বিনোদন দেওয়ার অঙ্গীকার নিয়ে খুলে গিয়েছে রামোজি ফিল্ম সিটি ৷ প্রথম দিন ঘুরতে আসা পর্যটকদের জন্য ছিল গ্র্যান্ড ওয়েলকামের ব্যবস্থা ৷ ফিল্ম সিটি ঘুরিয়ে দেখানোর সময় কড়া কোভিড প্রটোকল মেনে চলা হচ্ছে ৷

কয়েক মাসের কড়া লকডাউন এবং পর্যটনের উপর বিধিনিষেধ থাকার পর পর্যটকরা ফের ফিল্ম সিটির মুভি সেট, দারুণ সব লোকেশন এবং আরও অনেক বিনোদনমূলক ব্যবস্থা উপভোগ করতে পারবেন ৷ পুনরায় রামোজি ফিল্ম সিটি খোলার প্রথমদিন হাজার হাজার দর্শকের ভিড় ছিল ৷ এতে ফিল্ম সিটির প্রতি তাঁদের উৎসাহ ধরা পড়েছে ৷

করোনা প্যানডেমিকের আতঙ্ক ধীরে ধীরে কমছে ৷ তা সত্ত্বেও ট্যুরিস্টদের নিরাপত্তার কথা মাথায় রেখে জন্য সবকটি এন্টারটেইনমেন্ট জোনে সবরকম কোভিড বিধি মেনে চলা হচ্ছে ৷ শারীরিক দূরত্ব মেনে চলা এবং ফিল্ম সিটির প্রতিটি জায়গা নিয়মিত জীবাণুমুক্ত করার কাজ জারি রয়েছে ৷ কর্মী ও গাইডদের যথাযথ করোনাবিধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ পর্যটকদের কোনওরকম সহায়তার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ৷

আরও পড়ুন : Gauri Khan: কঠিন সময়ে জন্মদিন, গৌরী খানকে শুভেচ্ছায় শক্ত থাকার বার্তা ফারহা-সুজানদের

কোভিড অতিমারী ঠেকাতে কয়েক মাস বন্ধ থাকার পর ফিল্ম সিটির শিল্পীরা আবার পারফর্ম করছেন । লাইভ নৃত্য, ওয়াইল্ড ওয়েস্ট স্টান্ট শো, এবং প্রধান আকর্ষণ ব্ল্যাকলাইট শো- অ্যানিমেশন এবং অন স্টেজ পারফরম্যান্সের সংমিশ্রণ- সবই আবার ফিরে এসেছে । শিশুদের জন্য এক্সক্লুসিভ প্লে জোন সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রস্তুত করা হয়েছে । বড় বোর্ডে সাপ এবং মই, বিদেশি এভিয়ান প্রজাতির পাখির পার্ক, প্রজাপতি পার্ক সবই দর্শকদের স্বাগত জানাতে খোলা হয়েছে ৷

খুলে গেল রামোজি ফিল্ম সিটি, প্রথমদিনেই হাজারো মানুষের ভিড়

আরও পড়ুন : Sohini Sujoy: সোহিনী-সুজয়ের আগমনীতে মানবতার আরাধনার ডাক

ফিল্ম সিটির ভিনটেজ বাসগুলি ফিল্ম সিটির অসাধারণ জায়গাগুলি এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলির অনুরূপ কাঠামোগুলিকে পর্যটকদের ঘুরিয়ে দেখাচ্ছে ৷ রামোজি ফিল্ম সিটি ঘুরতে আসা পর্যটকদের জন্য অক্ষত রাখা হয়েছে বাহুবলী সিনেমার সেট ৷ যা দেখে উচ্ছ্বসিত দর্শকরা ৷

হায়দরাবাদ শহরের অন্যতম জনপ্রিয় পর্যটস্থল হল রামোজি ফিল্ম সিটি ৷ যাঁরা এই শহরে আসেন তাঁদের জন্য অবশ্যই দর্শনীয় স্থান এটি ৷

আরও পড়ুন : Rituparna Sengupta: সঙ্গীত জীবনের হাফ সেঞ্চুরিতে বাপ্পি লাহিড়ীর ‘আবিষ্কার’ গায়িকা ঋতুপর্ণা

হায়দরাবাদ, 9 অক্টোবর : খুলে গেল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটির দরজা ৷ কোভিড পরিস্থিতির কারণে কিছুদিন বন্ধ থাকার পর ফের পর্যটকদের জন্য খুলে গেল রামোজি ফিল্ম সিটি ৷ 8 অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে দর্শকদের সীমাহীন বিনোদন দেওয়ার অঙ্গীকার নিয়ে খুলে গিয়েছে রামোজি ফিল্ম সিটি ৷ প্রথম দিন ঘুরতে আসা পর্যটকদের জন্য ছিল গ্র্যান্ড ওয়েলকামের ব্যবস্থা ৷ ফিল্ম সিটি ঘুরিয়ে দেখানোর সময় কড়া কোভিড প্রটোকল মেনে চলা হচ্ছে ৷

কয়েক মাসের কড়া লকডাউন এবং পর্যটনের উপর বিধিনিষেধ থাকার পর পর্যটকরা ফের ফিল্ম সিটির মুভি সেট, দারুণ সব লোকেশন এবং আরও অনেক বিনোদনমূলক ব্যবস্থা উপভোগ করতে পারবেন ৷ পুনরায় রামোজি ফিল্ম সিটি খোলার প্রথমদিন হাজার হাজার দর্শকের ভিড় ছিল ৷ এতে ফিল্ম সিটির প্রতি তাঁদের উৎসাহ ধরা পড়েছে ৷

করোনা প্যানডেমিকের আতঙ্ক ধীরে ধীরে কমছে ৷ তা সত্ত্বেও ট্যুরিস্টদের নিরাপত্তার কথা মাথায় রেখে জন্য সবকটি এন্টারটেইনমেন্ট জোনে সবরকম কোভিড বিধি মেনে চলা হচ্ছে ৷ শারীরিক দূরত্ব মেনে চলা এবং ফিল্ম সিটির প্রতিটি জায়গা নিয়মিত জীবাণুমুক্ত করার কাজ জারি রয়েছে ৷ কর্মী ও গাইডদের যথাযথ করোনাবিধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ পর্যটকদের কোনওরকম সহায়তার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ৷

আরও পড়ুন : Gauri Khan: কঠিন সময়ে জন্মদিন, গৌরী খানকে শুভেচ্ছায় শক্ত থাকার বার্তা ফারহা-সুজানদের

কোভিড অতিমারী ঠেকাতে কয়েক মাস বন্ধ থাকার পর ফিল্ম সিটির শিল্পীরা আবার পারফর্ম করছেন । লাইভ নৃত্য, ওয়াইল্ড ওয়েস্ট স্টান্ট শো, এবং প্রধান আকর্ষণ ব্ল্যাকলাইট শো- অ্যানিমেশন এবং অন স্টেজ পারফরম্যান্সের সংমিশ্রণ- সবই আবার ফিরে এসেছে । শিশুদের জন্য এক্সক্লুসিভ প্লে জোন সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রস্তুত করা হয়েছে । বড় বোর্ডে সাপ এবং মই, বিদেশি এভিয়ান প্রজাতির পাখির পার্ক, প্রজাপতি পার্ক সবই দর্শকদের স্বাগত জানাতে খোলা হয়েছে ৷

খুলে গেল রামোজি ফিল্ম সিটি, প্রথমদিনেই হাজারো মানুষের ভিড়

আরও পড়ুন : Sohini Sujoy: সোহিনী-সুজয়ের আগমনীতে মানবতার আরাধনার ডাক

ফিল্ম সিটির ভিনটেজ বাসগুলি ফিল্ম সিটির অসাধারণ জায়গাগুলি এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলির অনুরূপ কাঠামোগুলিকে পর্যটকদের ঘুরিয়ে দেখাচ্ছে ৷ রামোজি ফিল্ম সিটি ঘুরতে আসা পর্যটকদের জন্য অক্ষত রাখা হয়েছে বাহুবলী সিনেমার সেট ৷ যা দেখে উচ্ছ্বসিত দর্শকরা ৷

হায়দরাবাদ শহরের অন্যতম জনপ্রিয় পর্যটস্থল হল রামোজি ফিল্ম সিটি ৷ যাঁরা এই শহরে আসেন তাঁদের জন্য অবশ্যই দর্শনীয় স্থান এটি ৷

আরও পড়ুন : Rituparna Sengupta: সঙ্গীত জীবনের হাফ সেঞ্চুরিতে বাপ্পি লাহিড়ীর ‘আবিষ্কার’ গায়িকা ঋতুপর্ণা

Last Updated : Oct 9, 2021, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.