ETV Bharat / bharat

Govt R-Day Plan: রাজপথে 1 লক্ষ মানুষ ! আগামী বছর সাধারণতন্ত্র দিবসে বিশেষ ব্যবস্থা কেন্দ্রের - Bleachers or tier stands

রাজপথে সাধারণতন্ত্র দিবসের প্যারেড দেখতে ভিড় জমে প্রতি বছর ৷ 2023-এর এই দিনে নতুন চমক ৷ বিপুল সংখ্যক মানুষ সামনে থেকেই দেখতে পারবেন এদিনের অনুষ্ঠান (Govt R-Day Plan) ৷

Republic Day Arrangement
সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান
author img

By

Published : Jul 20, 2022, 9:26 AM IST

নয়াদিল্লি, 20 জুলাই: এক লক্ষ জনতার বসার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার ৷ এই বিশাল সংখ্যক মানুষ নবনির্মিত রাজপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে পারবেন ৷ তাই সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা সিপিডব্লিউডি-র পক্ষ থেকে স্টেডিয়ামের মতো 31 হাজার 'ব্লিচার' বা 'টায়ার স্ট্যান্ডস' ভাড়া নিতে 112 কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে (Govt plans to make arrangements for 1 lakh visitors on Republic Day Parade) ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, ধাপে ধাপে বসার ব্যবস্থা থাকলে দর্শকেরা আরও ভালোভাবে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখতে পাবেন ৷ একটি সারি ও দ্বিতীয় সারির মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা থাকবে, যাতে প্যারেডটি ভাবে দেখা যায় ৷ জানা গিয়েছে, বর্তমান ব্যবস্থাপনা 1996 বা তার আগে থেকে চলছে ৷ এক কি দু'মাস ধরে বসার বন্দোবস্ত করতে হয় ৷ আর তাতে ঘাসের ক্ষতি হয় ৷ তাই 2022-এর সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে 33 হাজার 200 টি ব্লিচার (Bleachers or tier stands) কেনা হয়েছে ৷

আরও পড়ুন: ছবিতে সাধারণতন্ত্র দিবস উদযাপনের কিছু ঝলক

টেন্ডারে জানানো হয়েছে, বিটিং রিট্রিট সেরিমনির শুরু হলেই ব্লিচারগুলি ঠিকঠাক করে স্থাপন করা হবে ৷ তবে শুধু বসার ব্যবস্থাই নয়, পাশাপাশি অনুমোদন নেই এমন ব্যক্তি যাতে ফোটো বা ভিডিয়ো তুলতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে ঠিকাদার সংস্থাকে ৷

নয়াদিল্লি, 20 জুলাই: এক লক্ষ জনতার বসার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার ৷ এই বিশাল সংখ্যক মানুষ নবনির্মিত রাজপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে পারবেন ৷ তাই সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা সিপিডব্লিউডি-র পক্ষ থেকে স্টেডিয়ামের মতো 31 হাজার 'ব্লিচার' বা 'টায়ার স্ট্যান্ডস' ভাড়া নিতে 112 কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে (Govt plans to make arrangements for 1 lakh visitors on Republic Day Parade) ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, ধাপে ধাপে বসার ব্যবস্থা থাকলে দর্শকেরা আরও ভালোভাবে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখতে পাবেন ৷ একটি সারি ও দ্বিতীয় সারির মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা থাকবে, যাতে প্যারেডটি ভাবে দেখা যায় ৷ জানা গিয়েছে, বর্তমান ব্যবস্থাপনা 1996 বা তার আগে থেকে চলছে ৷ এক কি দু'মাস ধরে বসার বন্দোবস্ত করতে হয় ৷ আর তাতে ঘাসের ক্ষতি হয় ৷ তাই 2022-এর সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে 33 হাজার 200 টি ব্লিচার (Bleachers or tier stands) কেনা হয়েছে ৷

আরও পড়ুন: ছবিতে সাধারণতন্ত্র দিবস উদযাপনের কিছু ঝলক

টেন্ডারে জানানো হয়েছে, বিটিং রিট্রিট সেরিমনির শুরু হলেই ব্লিচারগুলি ঠিকঠাক করে স্থাপন করা হবে ৷ তবে শুধু বসার ব্যবস্থাই নয়, পাশাপাশি অনুমোদন নেই এমন ব্যক্তি যাতে ফোটো বা ভিডিয়ো তুলতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে ঠিকাদার সংস্থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.