ETV Bharat / bharat

Domestic Airfare Hike : ঘরোয়া উড়ানে টিকিটের দাম বাড়ল 12.5 শতাংশ, শিথিল যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণও - টিকিটের দাম বাড়ল 12.5 শতাংশ

বাড়ল ঘরোয়া উড়ানের খরচ ৷ টিকিটের দাম বাড়ানো হল 12.5 শতাংশ ৷ একইসঙ্গে বাড়ানো হল বিমানে যাত্রী তোলার পরিমাণও ৷ এবার থেকে মোট আসনের 72.5 শতাংশ যাত্রী বিমানে তোলা যাবে ৷ বৃহস্পতিবার গভীর রাতে এই সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷

Govt hikes domestic airfare by 12.5 percent
Domestic Airfare Hike : ঘরোয়া উড়ানে টিকিটের দাম বাড়ল 12.5 শতাংশ, শিথিল হল যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণের নিয়মও
author img

By

Published : Aug 13, 2021, 3:30 PM IST

নয়াদিল্লি, 13 অগস্ট : ভারতে আরও দামি হচ্ছে বিমান পরিষেবা ৷ করোনা আবহেই বাড়ছে ঘরোয়া উড়ানের ভাড়া ৷ টিকিটের দাম বাড়ছে 12.5 শতাংশ ৷ বৃহস্পতিবার গভীর রাতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ প্রসঙ্গত, 2020 সালের মে মাসে ঘরোয়া উড়ানের ভাড়া বেঁধে দেয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷ করোনার প্রথম পর্যায়ে টানা প্রায় দু’মাস পরিষেবা বন্ধ রাখার পর ফের শুরু হয় বিমান চলাচল ৷ কিন্তু যাত্রীর অভাবে উড়ানের সংখ্যায় কাটছাঁট করতে হয় ৷ পরিস্থিতি বুঝেই টিকিটের দামের উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয় সরকারের তরফে ৷ পরে অবশ্য টিকিটের দাম ধাপে ধাপে বাড়ানো হয় ৷

আরও পড়ুন : Imphal-Shillong Flight : ইম্ফল-শিলং সরাসরি বিমান পরিষেবা শুরু, সৌজন্যে কেন্দ্রের ‘উড়ান’

এত দিন পর্যন্ত ঘরোয়া উড়ানগুলিতে টিকিটের সর্বনিম্ন দাম ছিল 2 হাজার 600 টাকা থেকে 7 হাজার 800 টাকার মধ্যে ৷ আর টিকিটের সর্বোচ্চ দাম ছিল 8 হাজার 700 থেকে 24 হাজার 200 টাকা ৷ এবার সর্বনিম্ন দাম বেড়ে হল 2 হাজার 925 থেকে 8 হাজার 775 টাকা ৷ অন্যদিকে, টিকিটের সর্বোচ্চ দামও বাড়ল বেশি খানিকটা ৷ নতুন দামের নিরিখে ঘরোয়া উড়ানে একজন যাত্রীকে সর্বোচ্চ 27 হাজার 225 টাকা খরচ করতে হবে ৷

যদি কোনও যাত্রী বিমানে দিল্লি থেকে মুম্বই যেতে চান, তাহলে তাঁর টিকিটের সর্বনিম্ন দাম হবে 5 হাজার 287 টাকা 50 পয়সা ৷ যা আগে ছিল 4 হাজার 700 টাকা ৷ এই একই পথে বিমানের সর্বোচ্চ ভাড়া হবে 14 হাজার 625 টাকা ৷ যা আগে ছিল 13 হাজার টাকা ৷ এর পাশাপাশি বিমানে যাতায়াত করতে গেলে অতিরিক্ত করও মেটাতে হবে যাত্রীকে ৷

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের মে মাসেই ঘরোয়া উড়ানের সর্বনিম্ন ভাড়া 15 শতাংশ বাড়িয়ে দেয় কেন্দ্র ৷ তারও আগে ফেব্রুয়ারি মাসে বিমানের টিকিটের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম যথাক্রমে 10 শতাংশ এবং 30 শতাংশ বাড়ানো হয়েছিল ৷ এরপর গত মার্চ মাসেও ফের টিকিটের দাম 5 শতাংশ বাড়ানো হয় ৷ তবে এতদিন যেভাবে বিমানে যাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছিল, বৃহস্পতিবার তা কিছুটা শিথিল করে কেন্দ্রীয় সরকার ৷ চাহিদা বাড়ায় ঘরোয়া উড়ানগুলিতে বেশি যাত্রী তোলার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে ৷ করোনা আবহে যাতে দূরত্ববিধি লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে বিমানের মোট আসনের প্রেক্ষিতে 65 শতাংশ যাত্রী তোলার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবার সেই পরিমাণ বাড়িয়ে 72.5 শতাংশ করা হল ৷

আরও পড়ুন : দুটি ডোজ নেওয়া থাকলে বিমানে দরকার নেই আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট

গত 22 জুলাই লোকসভায় একটি লিখিত জবাব পেশ করেন অসামরিক বিমান মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভিকে সিং ৷ তিনি জানান, সরকার কখনই বিমানের টিকিটের দাম নিয়ন্ত্রণ করে না ৷ কিন্তু করোনা আবহে ঘরোয়া উড়ানের ক্ষেত্রে টিকিটের দামে কিছুটা হস্তক্ষেপ করতে হয়েছিল ৷ যা তিনবার বদলও করা হয় ৷ যাতে সংশ্লিষ্ট উড়ান সংস্থাগুলির জন্য আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় ৷ কারণ, জ্বালানির দাম বাড়ায় খরচ বাড়লেও তাদের আয় বাড়ছিল না ৷ আগামী দিনে জ্বালানির দাম আরও বাড়লে তখনও এই ধরনের পদক্ষেপ করা হতে পারে বলে ইঙ্গিত দেন জেনারেল সিং ৷

নয়াদিল্লি, 13 অগস্ট : ভারতে আরও দামি হচ্ছে বিমান পরিষেবা ৷ করোনা আবহেই বাড়ছে ঘরোয়া উড়ানের ভাড়া ৷ টিকিটের দাম বাড়ছে 12.5 শতাংশ ৷ বৃহস্পতিবার গভীর রাতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ প্রসঙ্গত, 2020 সালের মে মাসে ঘরোয়া উড়ানের ভাড়া বেঁধে দেয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷ করোনার প্রথম পর্যায়ে টানা প্রায় দু’মাস পরিষেবা বন্ধ রাখার পর ফের শুরু হয় বিমান চলাচল ৷ কিন্তু যাত্রীর অভাবে উড়ানের সংখ্যায় কাটছাঁট করতে হয় ৷ পরিস্থিতি বুঝেই টিকিটের দামের উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয় সরকারের তরফে ৷ পরে অবশ্য টিকিটের দাম ধাপে ধাপে বাড়ানো হয় ৷

আরও পড়ুন : Imphal-Shillong Flight : ইম্ফল-শিলং সরাসরি বিমান পরিষেবা শুরু, সৌজন্যে কেন্দ্রের ‘উড়ান’

এত দিন পর্যন্ত ঘরোয়া উড়ানগুলিতে টিকিটের সর্বনিম্ন দাম ছিল 2 হাজার 600 টাকা থেকে 7 হাজার 800 টাকার মধ্যে ৷ আর টিকিটের সর্বোচ্চ দাম ছিল 8 হাজার 700 থেকে 24 হাজার 200 টাকা ৷ এবার সর্বনিম্ন দাম বেড়ে হল 2 হাজার 925 থেকে 8 হাজার 775 টাকা ৷ অন্যদিকে, টিকিটের সর্বোচ্চ দামও বাড়ল বেশি খানিকটা ৷ নতুন দামের নিরিখে ঘরোয়া উড়ানে একজন যাত্রীকে সর্বোচ্চ 27 হাজার 225 টাকা খরচ করতে হবে ৷

যদি কোনও যাত্রী বিমানে দিল্লি থেকে মুম্বই যেতে চান, তাহলে তাঁর টিকিটের সর্বনিম্ন দাম হবে 5 হাজার 287 টাকা 50 পয়সা ৷ যা আগে ছিল 4 হাজার 700 টাকা ৷ এই একই পথে বিমানের সর্বোচ্চ ভাড়া হবে 14 হাজার 625 টাকা ৷ যা আগে ছিল 13 হাজার টাকা ৷ এর পাশাপাশি বিমানে যাতায়াত করতে গেলে অতিরিক্ত করও মেটাতে হবে যাত্রীকে ৷

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের মে মাসেই ঘরোয়া উড়ানের সর্বনিম্ন ভাড়া 15 শতাংশ বাড়িয়ে দেয় কেন্দ্র ৷ তারও আগে ফেব্রুয়ারি মাসে বিমানের টিকিটের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম যথাক্রমে 10 শতাংশ এবং 30 শতাংশ বাড়ানো হয়েছিল ৷ এরপর গত মার্চ মাসেও ফের টিকিটের দাম 5 শতাংশ বাড়ানো হয় ৷ তবে এতদিন যেভাবে বিমানে যাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছিল, বৃহস্পতিবার তা কিছুটা শিথিল করে কেন্দ্রীয় সরকার ৷ চাহিদা বাড়ায় ঘরোয়া উড়ানগুলিতে বেশি যাত্রী তোলার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে ৷ করোনা আবহে যাতে দূরত্ববিধি লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে বিমানের মোট আসনের প্রেক্ষিতে 65 শতাংশ যাত্রী তোলার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবার সেই পরিমাণ বাড়িয়ে 72.5 শতাংশ করা হল ৷

আরও পড়ুন : দুটি ডোজ নেওয়া থাকলে বিমানে দরকার নেই আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট

গত 22 জুলাই লোকসভায় একটি লিখিত জবাব পেশ করেন অসামরিক বিমান মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভিকে সিং ৷ তিনি জানান, সরকার কখনই বিমানের টিকিটের দাম নিয়ন্ত্রণ করে না ৷ কিন্তু করোনা আবহে ঘরোয়া উড়ানের ক্ষেত্রে টিকিটের দামে কিছুটা হস্তক্ষেপ করতে হয়েছিল ৷ যা তিনবার বদলও করা হয় ৷ যাতে সংশ্লিষ্ট উড়ান সংস্থাগুলির জন্য আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় ৷ কারণ, জ্বালানির দাম বাড়ায় খরচ বাড়লেও তাদের আয় বাড়ছিল না ৷ আগামী দিনে জ্বালানির দাম আরও বাড়লে তখনও এই ধরনের পদক্ষেপ করা হতে পারে বলে ইঙ্গিত দেন জেনারেল সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.