নয়াদিল্লি, 8 নভেম্বর: দেশের দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ হিমাচল প্রদেশে 12 নভেম্বর এবং গুজরাতে দু'দফায় 1 ও 5 ডিসেম্বর ভোট ৷ নির্বাচনের আগে সোমবার ইলেক্টোরাল বন্ড বিক্রিতে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার (23rd tranche of electoral bonds sale from Nov 9) ৷
রাজনৈতিক দলগুলিকে দেওয়া অনুদানে স্বচ্ছতা আনতে এই বন্ড বিক্রি করা হয় ৷ নগদ টাকার পরিবর্তে এই বন্ড কিনে দলগুলির ফান্ডে দেওয়া যেতে পারে ৷ সোমবার অর্থমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, 9-15 নভেম্বর পর্যন্ত এই বন্ড বিক্রি করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই (State Bank of India, SBI) ৷ রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কটি 23 দফায় ইলেক্টোরাল বন্ড বিক্রির জন্য অনুমোদন পেয়েছে এবং একমাত্র এসবিআই বন্ডটি ইস্যু করতে পারে ৷ এসবিআইয়ের 29টি অনুমোদিত শাখা থেকে ইলেক্টোরাল বন্ডগুলি কেনা যাবে ৷
আরও পড়ুন: 'আমি এই গুজরাত তৈরি করেছি' ! ভোটের আগে নতুন স্লোগান মোদির
সাধারণত, সংশ্লিষ্ট মাসের 1-10 তারিখ পর্যন্ত ইলেক্টোরাল বন্ড (Electoral bonds) বিক্রি করা হয় ৷ 22 দফার বন্ড বিক্রি হয়েছিল 1-10 অক্টোবর, 2022 ৷ 21 দফায় 1-10 জুলাই, 2022 ৷ প্রথম বার ইলেক্টোরাল বন্ড বিক্রি হয়েছিল 2018 সালের 1-10 মার্চ ৷
লখনৌ, শিমলা, দেরাদুন, কলকাতা, গুয়াহাটি, চেন্নাই, পটনা, নয়াদিল্লি, চণ্ডীগড়, শ্রীনগর, গান্ধিনগর, ভোপাল, রায়পুর এবং মুম্বইয়ের অনুমোদিত এসবিআই শাখা থেকে মিলবে বন্ড ৷ বন্ড ইস্যু হওয়ার দিন থেকে 15 দিন পর্যন্ত সেটি বৈধ থাকবে ৷ অর্থমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, বন্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর কোনও রাজনৈতিক দলকে বন্ড ডিপোজিট করলে, সেই টাকা পাবে না দলটি ৷ ভারতীয় নাগরিক অথবা দেশে প্রতিষ্ঠিত কোনও সংস্থা (Entities Incorporated) এই বন্ড কিনতে পারবে ৷ ইলেক্টোরাল বন্ড পেতে গেলে, রাজনৈতিক দলটির বৈধ নথিভুক্তিকরণ থাকতে হবে ৷ এছাড়া বিগত লোকসভা নির্বাচনে 1 শতাংশের বেশি ভোট পেয়েছে, এমন দল ইলেক্টোরাল বন্ড পাওয়ার যোগ্য ৷