ETV Bharat / bharat

BSF : 50 কিমি পর্যন্ত গ্রেফতারি, বাজেয়াপ্ত, তল্লাশির ক্ষমতা পেল বিএসএফ - ভারত

দেশের পশ্চিমবঙ্গ, অসম, পঞ্জাব, গুজরাত, রাজস্থান রাজ্যগুলির সঙ্গে পাকিস্তান, বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল রয়েছে ৷ এবার সীমান্ত রক্ষায় অপারেশন আরও উন্নত করার অধিকার পেল বিএসএফ ৷

সীমান্ত প্রহরায় বিএসএফ
সীমান্ত প্রহরায় বিএসএফ
author img

By

Published : Oct 14, 2021, 8:32 AM IST

নয়াদিল্লি, 14 অক্টোবর : বাড়ল বিএসএফ-এর (Border Security Force, BSF) ক্ষমতা ৷ এবার থেকে পঞ্জাব, পশ্চিমবঙ্গ আর অসমে আন্তর্জাতিক সীমান্তে 50 কিমি পর্যন্ত অঞ্চলে তল্লাশি (search), বাজেয়াপ্ত (seizure) আর গ্রেফতার (arrest) করতে পারবে এই সীমান্তরক্ষী বাহিনী ৷ এর আগে এই পরিসর ছিল 15 কিমি পর্যন্ত ৷ তবে গুজরাত-পাকিস্তান সীমান্তে এই পরিসর 80 কিমি থেকে কমিয়ে 50 কিমি করা হয়েছে ৷ আর রাজস্থানের ক্ষেত্রে বর্তমানে 50 কিমি আন্তর্জাতিক সীমান্তরেখা অপরিবর্তিত রয়েছে ৷

11 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রক (Union home ministry) একটি নোটিস জারি করে জানিয়েছে, 2014-র জুলাই-এর একটি আইন সংশোধন করে সীমান্ত অঞ্চলগুলিতে বিএসএফ-এর নিরাপত্তারক্ষী এবং আধিকারিকদের কার্যক্ষমতা বাড়ানো হল ৷ রাজস্থান, পঞ্জাবের সঙ্গে পাকিস্তানের এবং পশ্চিমবঙ্গ, অসমের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৷

আরও পড়ুন : Border Arrest: সীমান্তে কোটি টাকার তক্ষক সহ পাকড়াও পাচারকারী

2.65 লক্ষ নিরাপত্তারক্ষীর এই আধাসামরিক (paramilitary force guards) বাহিনী পাকিস্তান আর বাংলাদেশের সঙ্গে দেশের আন্তর্জাতিক সীমান্তে 6 হাজার 300টি অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে আছে ৷ বিএসএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, এই সংশোধন সীমান্তবর্তী অঞ্চলে অপরাধ দমন করতে সাহায্য করবে ৷ পঞ্জাব, পশ্চিমবঙ্গ, গুজরাত, রাজস্থান, অসমের সীমান্ত রক্ষা একটা "সঙ্গতি" (uniformity) আসবে ৷

একটি বিবৃতিতে বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, "ভারতের সঙ্গে গুজরাত, রাজস্থান, পঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসম সীমান্তে আন্তর্জাতিক সীমার 50 কিমি পর্যন্ত রক্ষণাবক্ষণের সীমা বৃদ্ধির ফলে সীমান্ত অঞ্চলে উন্নত মানের অপারেশন চালানো সম্ভব হবে ৷"

বিএসএফ আইনের সংশোধনের ফলে এই আইনের আওতায় কোনও অপরাধমূলক কাজকর্ম করলে, তাকে ধরতেও পারবে বিএসএফ ৷ আধাসামরিক সীমান্তরক্ষী বাহিনী মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয় এবং জম্মু-কাশ্মীর, লাদাখের মতো জায়গাগুলিতে তাদের ক্ষমতা প্রয়োগ করার অধিকার পেল ৷

নয়াদিল্লি, 14 অক্টোবর : বাড়ল বিএসএফ-এর (Border Security Force, BSF) ক্ষমতা ৷ এবার থেকে পঞ্জাব, পশ্চিমবঙ্গ আর অসমে আন্তর্জাতিক সীমান্তে 50 কিমি পর্যন্ত অঞ্চলে তল্লাশি (search), বাজেয়াপ্ত (seizure) আর গ্রেফতার (arrest) করতে পারবে এই সীমান্তরক্ষী বাহিনী ৷ এর আগে এই পরিসর ছিল 15 কিমি পর্যন্ত ৷ তবে গুজরাত-পাকিস্তান সীমান্তে এই পরিসর 80 কিমি থেকে কমিয়ে 50 কিমি করা হয়েছে ৷ আর রাজস্থানের ক্ষেত্রে বর্তমানে 50 কিমি আন্তর্জাতিক সীমান্তরেখা অপরিবর্তিত রয়েছে ৷

11 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রক (Union home ministry) একটি নোটিস জারি করে জানিয়েছে, 2014-র জুলাই-এর একটি আইন সংশোধন করে সীমান্ত অঞ্চলগুলিতে বিএসএফ-এর নিরাপত্তারক্ষী এবং আধিকারিকদের কার্যক্ষমতা বাড়ানো হল ৷ রাজস্থান, পঞ্জাবের সঙ্গে পাকিস্তানের এবং পশ্চিমবঙ্গ, অসমের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৷

আরও পড়ুন : Border Arrest: সীমান্তে কোটি টাকার তক্ষক সহ পাকড়াও পাচারকারী

2.65 লক্ষ নিরাপত্তারক্ষীর এই আধাসামরিক (paramilitary force guards) বাহিনী পাকিস্তান আর বাংলাদেশের সঙ্গে দেশের আন্তর্জাতিক সীমান্তে 6 হাজার 300টি অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে আছে ৷ বিএসএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, এই সংশোধন সীমান্তবর্তী অঞ্চলে অপরাধ দমন করতে সাহায্য করবে ৷ পঞ্জাব, পশ্চিমবঙ্গ, গুজরাত, রাজস্থান, অসমের সীমান্ত রক্ষা একটা "সঙ্গতি" (uniformity) আসবে ৷

একটি বিবৃতিতে বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, "ভারতের সঙ্গে গুজরাত, রাজস্থান, পঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসম সীমান্তে আন্তর্জাতিক সীমার 50 কিমি পর্যন্ত রক্ষণাবক্ষণের সীমা বৃদ্ধির ফলে সীমান্ত অঞ্চলে উন্নত মানের অপারেশন চালানো সম্ভব হবে ৷"

বিএসএফ আইনের সংশোধনের ফলে এই আইনের আওতায় কোনও অপরাধমূলক কাজকর্ম করলে, তাকে ধরতেও পারবে বিএসএফ ৷ আধাসামরিক সীমান্তরক্ষী বাহিনী মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয় এবং জম্মু-কাশ্মীর, লাদাখের মতো জায়গাগুলিতে তাদের ক্ষমতা প্রয়োগ করার অধিকার পেল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.