ETV Bharat / bharat

করোনা পজিটিভ গোবিন্দা, জানালেন স্ত্রী সুনীতা - করোনা

করোনায় আক্রান্ত হলেন গোবিন্দা ৷ রবিবারই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ এদিন সংবাদমাধ্যমকে একথা জানান গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা ৷

Govinda tests positive for COVID-19
করোনা পজিটিভ গোবিন্দা, জানালেন স্ত্রী সুনিতা
author img

By

Published : Apr 4, 2021, 7:15 PM IST

মুম্বই, 4 এপ্রিল : করোনায় আক্রান্ত হলেন আরও এক বলি তারকা ৷ এবার কোভিড ভাইরাস থাবা বসাল অভিনেতা গোবিন্দার শরীরে ৷ রবিবার তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন স্ত্রী সুনীতা আহুজা ৷

সুনীতা জানিয়েছেন, 57 বছরের গোবিন্দার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ চিকিৎসকদের পরামর্শ মেনে হোম কোয়াব়ানটাইনে রয়েছেন তিনি ৷

এদিন সংবাদমাধ্যমকে গোবিন্দার স্ত্রী বলেন, ‘‘আজ সকালেই গোবিন্দার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ ওঁর একবারে মৃদু উপসর্গ রয়েছে ৷ চিন্তার কোনও কারণ নেই ৷ বাড়িতেই কোয়ারানটাইনে রয়েছেন তিনি ৷ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলছেন ৷’’

প্রসঙ্গত, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিউডে ব্যস্ততা কমেছে গোবিন্দার ৷ তাঁকে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছিল 2019 সালে, ‘রঙ্গিলা রাজা’ ছবিতে ৷

আরও পড়ুন : করোনা পজিটিভ হলেন বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার

এদিকে, যখন করোনা জ্বরে জখম কাবু গোটা মহারাষ্ট্র, ঠিক তখনই একের পর এক বলি তারকা ও সেলেবদের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে ৷ কোভিড-19-এর কবলে পড়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার-সহ আরও অনেকে ৷

উল্লেখ্য, শনিবার শুধুমাত্র মুম্বই শহরেই 9 হাজার 108 জন নতুন করোনা রোগীর সন্ধান মেলে ৷ যা এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণের নিরিখে সর্বাধিক ৷

মুম্বই, 4 এপ্রিল : করোনায় আক্রান্ত হলেন আরও এক বলি তারকা ৷ এবার কোভিড ভাইরাস থাবা বসাল অভিনেতা গোবিন্দার শরীরে ৷ রবিবার তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন স্ত্রী সুনীতা আহুজা ৷

সুনীতা জানিয়েছেন, 57 বছরের গোবিন্দার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ চিকিৎসকদের পরামর্শ মেনে হোম কোয়াব়ানটাইনে রয়েছেন তিনি ৷

এদিন সংবাদমাধ্যমকে গোবিন্দার স্ত্রী বলেন, ‘‘আজ সকালেই গোবিন্দার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৷ ওঁর একবারে মৃদু উপসর্গ রয়েছে ৷ চিন্তার কোনও কারণ নেই ৷ বাড়িতেই কোয়ারানটাইনে রয়েছেন তিনি ৷ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলছেন ৷’’

প্রসঙ্গত, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিউডে ব্যস্ততা কমেছে গোবিন্দার ৷ তাঁকে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছিল 2019 সালে, ‘রঙ্গিলা রাজা’ ছবিতে ৷

আরও পড়ুন : করোনা পজিটিভ হলেন বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার

এদিকে, যখন করোনা জ্বরে জখম কাবু গোটা মহারাষ্ট্র, ঠিক তখনই একের পর এক বলি তারকা ও সেলেবদের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে ৷ কোভিড-19-এর কবলে পড়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার-সহ আরও অনেকে ৷

উল্লেখ্য, শনিবার শুধুমাত্র মুম্বই শহরেই 9 হাজার 108 জন নতুন করোনা রোগীর সন্ধান মেলে ৷ যা এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণের নিরিখে সর্বাধিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.