ETV Bharat / bharat

Govt to appoint next CDS : জেনারেল বিপিন রাওয়াতের পদ পূরণের দৌড়ে এগিয়ে সেনাপ্রধান এম এম নারাভানে - পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ

আজ দেশের প্রথম সিডিএস-এর শেষকৃত্য ৷ আর এর সঙ্গে প্রশ্ন কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক ? কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই পরবর্তী সিডিএস নিয়োগ করবে বলে জানা গিয়েছে (Govt to appoint next CDS) ৷ আর এই পদপ্রার্থীদের তালিকায় প্রথমেই রয়েছেন এম এম নারাভানে (Manoj Mukund Naravane) ৷

Manoj Mukund Naravane
সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে
author img

By

Published : Dec 10, 2021, 1:18 PM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর : দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যুতে তাঁর উত্তরসূরি নিয়ে প্রশ্ন উঠছে দেশজুড়ে ৷ সরকারি সূত্রেও জানা গিয়েছে, খুব শীঘ্রই পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Staff, CDS) নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার (Govt to appoint next CDS) ৷

বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) শূন্য পদ পূরণে সম্ভাব্য নামের তালিকায় এগিয়ে রয়েছেন বর্তমান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (Manoj Mukund Naravane) ৷ অনেক অবসরপ্রাপ্ত সামরিক কম্যান্ডার এবং আধিকারিক এমনটাই মনে করছেন ৷ আগামী বছরের এপ্রিল মাসে অবসর নেওয়ার কথা এম এম নারাভানের ৷

বৃহস্পতিবার এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সিডিএস নিয়োগ বিষয়ে কেন্দ্রীয় সরকার স্থল, নৌ আর বায়ুসেনার অভিজ্ঞ কম্যান্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে ৷ আর এই কমিটি তৈরির প্রক্রিয়ায় অংশ নেবেন সরকারের উচ্চআধিকারিকেরা ৷

আরও পড়ুন : What is tri service enquiry: রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় তিন বাহিনীর তদন্ত, বিষয়টা ঠিক কী ?

সিডিএস দেশের 3টি সেনা বাহিনীর প্রধান ৷ দেশের তিনটি সেনা বাহিনীর প্রধানদের যে ভাবে নিয়োগ করা হয়, এই পদে নিয়োগের ক্ষেত্রেও সরকার সেই প্রোটোকল মেনে চলবে ৷

স্থল (Army), নৌ (Naval) এবং বায়ু সেনার (Air Force) প্রধানদের নিয়ে গঠিত হয় 'চিফস অফ স্টাফ কমিটি' বা সিওএসসি (Chiefs of Staff Committee, COSC) ৷ আর এই কমিটির নেতৃত্ব দেন সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Staff) ৷

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এযাবৎ জেনারেল নারাভানের কর্মদক্ষতা এবং পূর্ব লাদাখের (Eastern Ladhak) বিতর্কিত পরিস্থিতি তিনি যে ভাবে সামলেছেন, তাতে তিনিই সম্ভাব্য সিডিএস হিসেবে সবার উপরে রয়েছেন (Army Chief MM Nravane front-runners) ৷

জেনারেল নারাভানে 3টি সেনাবাহিনীর প্রধানদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ৷ ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী (Air Chief Marshal V R Chaudhary) এবং নৌবাহিনীর প্রধান চিফ অফ নোভাল স্টাফ (Chief of Naval Staff) অ্যাডমিরাল আর হরি কুমার (Admiral R Hari Kumar), দু'জনে যথাক্রমে 30 সেপ্টেম্বর ও 30 নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেছেন ৷

আরও পড়ুন : India-China : সীমান্ত চুক্তি না হওয়া পর্যন্ত চিনের সঙ্গে সংঘাত চলবে, মত সেনাপ্রধানের

1999 সালে কার্গিল যুদ্ধের (Kargil war) সময় দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে একটি উচ্চকমিটি গঠিত হয় ৷ সেই সময় সিডিএস পদে কাউকে নিয়োগ করার প্রস্তাব উত্থাপিত হয় ৷ 2020-র 1 জানুয়ারি জেনারেল বিপিন রাওয়াত সিডিএস পদে নিযুক্ত হন এবং স্থল, নৌ আর বায়ু সেনাকে একছাদের তলায় এনে একে অন্যের মধ্যে সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ করেন তিনি ৷

সিডিএস হিসেবে 2023-এর মার্চ পর্যন্ত মেয়াদ ছিল জেনারেল বিপিন রাওয়াতের ৷ কারণ এই পদে থাকার সময়সীমা 65 বছর বয়স পর্যন্ত ৷ অন্যদিকে, দেশের যে কোনও সেনাবাহিনীর প্রধানের মেয়াদ তাঁর 62 বছর বয়স অথবা প্রধান পদে 3 বছরের কার্যকাল ৷

শুধুমাত্র 3টি বাহিনীর প্রধান নয়, একজন সিডিএস আরও দু'টি গুরুত্বপূণ পদে থাকেন ৷ প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) অধীনে 'ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স'-এর (Department of Military Affairs) সচিব (Secretary) এবং ওই মন্ত্রকের প্রধান উপদেষ্টার (Principal Adviser) দায়িত্বভারও থাকে সিডিএস-এর কাঁধে ৷

আরও পড়ুন : Brar Square Delhi Cantonment : বাড়ি ফিরল সস্ত্রীক বিপিন রাওয়াতের দেহ, ব্রিগেডিয়ার লিডারকে শেষশ্রদ্ধা রাজনাথের

এক প্রাক্তন কম্যান্ডারের কথায়, "জেনারেল নারাভানের পরবর্তী সিডিএস হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেটা হলে খুবই যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷" তবে এর পাশাপাশি এটাও ভাববার যে, জেনারেল নারাভানে যদি পরবর্তী সিডিএস পদে নিযুক্ত হন, তাহলে তাঁর পদটিও ফাঁকা হয়ে যাবে ৷ তখন আবার সেই পদ পূরণের ব্যবস্থা করতে হবে ৷

নয়াদিল্লি, 10 ডিসেম্বর : দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যুতে তাঁর উত্তরসূরি নিয়ে প্রশ্ন উঠছে দেশজুড়ে ৷ সরকারি সূত্রেও জানা গিয়েছে, খুব শীঘ্রই পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Staff, CDS) নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার (Govt to appoint next CDS) ৷

বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) শূন্য পদ পূরণে সম্ভাব্য নামের তালিকায় এগিয়ে রয়েছেন বর্তমান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (Manoj Mukund Naravane) ৷ অনেক অবসরপ্রাপ্ত সামরিক কম্যান্ডার এবং আধিকারিক এমনটাই মনে করছেন ৷ আগামী বছরের এপ্রিল মাসে অবসর নেওয়ার কথা এম এম নারাভানের ৷

বৃহস্পতিবার এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সিডিএস নিয়োগ বিষয়ে কেন্দ্রীয় সরকার স্থল, নৌ আর বায়ুসেনার অভিজ্ঞ কম্যান্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে ৷ আর এই কমিটি তৈরির প্রক্রিয়ায় অংশ নেবেন সরকারের উচ্চআধিকারিকেরা ৷

আরও পড়ুন : What is tri service enquiry: রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় তিন বাহিনীর তদন্ত, বিষয়টা ঠিক কী ?

সিডিএস দেশের 3টি সেনা বাহিনীর প্রধান ৷ দেশের তিনটি সেনা বাহিনীর প্রধানদের যে ভাবে নিয়োগ করা হয়, এই পদে নিয়োগের ক্ষেত্রেও সরকার সেই প্রোটোকল মেনে চলবে ৷

স্থল (Army), নৌ (Naval) এবং বায়ু সেনার (Air Force) প্রধানদের নিয়ে গঠিত হয় 'চিফস অফ স্টাফ কমিটি' বা সিওএসসি (Chiefs of Staff Committee, COSC) ৷ আর এই কমিটির নেতৃত্ব দেন সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ (Chief of Defence Staff) ৷

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এযাবৎ জেনারেল নারাভানের কর্মদক্ষতা এবং পূর্ব লাদাখের (Eastern Ladhak) বিতর্কিত পরিস্থিতি তিনি যে ভাবে সামলেছেন, তাতে তিনিই সম্ভাব্য সিডিএস হিসেবে সবার উপরে রয়েছেন (Army Chief MM Nravane front-runners) ৷

জেনারেল নারাভানে 3টি সেনাবাহিনীর প্রধানদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ৷ ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী (Air Chief Marshal V R Chaudhary) এবং নৌবাহিনীর প্রধান চিফ অফ নোভাল স্টাফ (Chief of Naval Staff) অ্যাডমিরাল আর হরি কুমার (Admiral R Hari Kumar), দু'জনে যথাক্রমে 30 সেপ্টেম্বর ও 30 নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেছেন ৷

আরও পড়ুন : India-China : সীমান্ত চুক্তি না হওয়া পর্যন্ত চিনের সঙ্গে সংঘাত চলবে, মত সেনাপ্রধানের

1999 সালে কার্গিল যুদ্ধের (Kargil war) সময় দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে একটি উচ্চকমিটি গঠিত হয় ৷ সেই সময় সিডিএস পদে কাউকে নিয়োগ করার প্রস্তাব উত্থাপিত হয় ৷ 2020-র 1 জানুয়ারি জেনারেল বিপিন রাওয়াত সিডিএস পদে নিযুক্ত হন এবং স্থল, নৌ আর বায়ু সেনাকে একছাদের তলায় এনে একে অন্যের মধ্যে সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ করেন তিনি ৷

সিডিএস হিসেবে 2023-এর মার্চ পর্যন্ত মেয়াদ ছিল জেনারেল বিপিন রাওয়াতের ৷ কারণ এই পদে থাকার সময়সীমা 65 বছর বয়স পর্যন্ত ৷ অন্যদিকে, দেশের যে কোনও সেনাবাহিনীর প্রধানের মেয়াদ তাঁর 62 বছর বয়স অথবা প্রধান পদে 3 বছরের কার্যকাল ৷

শুধুমাত্র 3টি বাহিনীর প্রধান নয়, একজন সিডিএস আরও দু'টি গুরুত্বপূণ পদে থাকেন ৷ প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) অধীনে 'ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স'-এর (Department of Military Affairs) সচিব (Secretary) এবং ওই মন্ত্রকের প্রধান উপদেষ্টার (Principal Adviser) দায়িত্বভারও থাকে সিডিএস-এর কাঁধে ৷

আরও পড়ুন : Brar Square Delhi Cantonment : বাড়ি ফিরল সস্ত্রীক বিপিন রাওয়াতের দেহ, ব্রিগেডিয়ার লিডারকে শেষশ্রদ্ধা রাজনাথের

এক প্রাক্তন কম্যান্ডারের কথায়, "জেনারেল নারাভানের পরবর্তী সিডিএস হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেটা হলে খুবই যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷" তবে এর পাশাপাশি এটাও ভাববার যে, জেনারেল নারাভানে যদি পরবর্তী সিডিএস পদে নিযুক্ত হন, তাহলে তাঁর পদটিও ফাঁকা হয়ে যাবে ৷ তখন আবার সেই পদ পূরণের ব্যবস্থা করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.