ETV Bharat / bharat

Cyclone Biparjoy: বিকেলেই আছড়ে পড়বে বিপর্যয়, সরানো হল 74 হাজারেরও বেশি মানুষকে - Indian Navy readies ships Biparjoy News

নৌবাহিনী, সেনা, এনডিআরএফ, রাজ্য ও কেন্দ্রীয় সরকার সব দিক দিয়ে প্রস্তুতি নিয়েছে ৷ বিকেল নাগাদ বিপর্যয় বয়ে যাবে গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলের উপর দিয়ে ৷ আর প্রতিবেশী পাকিস্তানের করাচি উপকূলেও এর প্রভাব পড়বে ৷ 74 হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

ETV Bharat
বিপর্যয়
author img

By

Published : Jun 15, 2023, 8:04 AM IST

Updated : Jun 15, 2023, 9:04 AM IST

আমেদাবাদ, 15 জুন: আছড়ে পড়বে বিপর্যয় ৷ আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল 4টে থেকে রাত 8টার মধ্যে গুজরাত উপকূলে আঘাত হানতে চলেছে এই অতি প্রবল ঘূর্ণিঝড়টি ৷ বৃহস্পতিবার ভোরে মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, 'বিপর্যয়' বুধবার রাত আড়াইটে নাগাদ উত্তর-পূর্ব আরব সাগরে অবস্থান করছিল ৷ এটি গুজরাতের জাখাউ বন্দর থেকে 200 কিমি দূরত্বে পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থিত ৷

15 জুন সৌরাষ্ট্র ও কচ্ছের উপর দিয়ে বয়ে যাবে ৷ এর সংলগ্ন পাকিস্তানের উপকূল মান্ডবি এবং করাচির কাছ দিয়েও যাবে 'বিপর্যয়' ৷ এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়েই মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন ৷ প্রতিদিনই মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আটটি উপকূলীয় জেলা থেকে রাজ্য সরকার 74 হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

ইতিমধ্যে কচ্ছের জাখাউ বন্দরে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ সৌরাষ্ট্র-কচ্ছ উপকূলে ঝোড়ো হাওয়া বইছে ৷ আবহাওয়া দফতর গুজরাত, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া, দমন দিউ, লাক্ষাদ্বীপে সতর্কতা জারি করেছে ৷ বিপর্যয়ের মুখোমুখি হতে তৈরি সেনা, নৌবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ৷

  • VSCS Biparjoy over Northeast Arabian Sea at 0230 hours IST of 15th June, 2023 about 200 km west-southwest of Jakhau Port (Gujarat). To cross Saurashtra & Kutch and adjoining Pakistan coasts between Mandvi and Karachi near Jakhau Port by evening of 15th June as a VSVS. pic.twitter.com/2mnj4zC4sy

    — India Meteorological Department (@Indiametdept) June 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সাইক্লোন বিপর্যয়ের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে সরানো হল 73 অন্তঃসত্ত্বাকে

বুধবারই ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা বিপর্যয় মোকাবিলায় অত্যাধুনিক এইচএডিআর প্রযুক্তিসম্পন্ন চারটি জাহাজের ব্যবস্থা করেছে ৷ যে কোনও মুহূর্তে নোটিশ পাওয়া মাত্র জাহাজগুলিকে সমুদ্রে নামানো হতে পারে ৷ পোরবন্দর এবং ওখায় 5টি উদ্ধারকারী দলকে রাখা হয়েছে ৷ এছাড়া গোয়ায় আইএনএস হংস এবং মুম্বইয়ে আইএনএস শিকরা হেলিকপ্টার রয়েছে ৷ নির্দেশ পাওয়া মাত্রই দু'টি হেলিকপ্টার গুজরাতের উদ্দেশ্যে রওনা দেবে ৷

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে বিপর্যয় ৷ সেই সময় তার গতিবেগ 135-145 কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে ৷ তাই গুজরাত সরকার উপকূল এলাকা থেকে মানুষজনকে সরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ৷ কচ্ছ এলাকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে ৷এই উপকূলের 10 কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের অস্থায়ী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ আজ বন্ধ থাকছে দেবভূমি দ্বারকায় দ্বারকাদীশ মন্দির ৷ এদিকে বৃহস্পতিবার সোমনাথ মন্দির কর্তৃপক্ষ মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ তবে তারা ভক্ত-দর্শনার্থীদের মন্দিরে না-আসার আর্জি জানিয়েছে ৷

আরও পড়ুন: আজ বিকেলেই অতি শক্তিশালী 'বিপর্যয়'এর ল্যান্ডফল, কোথায়?

আমেদাবাদ, 15 জুন: আছড়ে পড়বে বিপর্যয় ৷ আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল 4টে থেকে রাত 8টার মধ্যে গুজরাত উপকূলে আঘাত হানতে চলেছে এই অতি প্রবল ঘূর্ণিঝড়টি ৷ বৃহস্পতিবার ভোরে মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, 'বিপর্যয়' বুধবার রাত আড়াইটে নাগাদ উত্তর-পূর্ব আরব সাগরে অবস্থান করছিল ৷ এটি গুজরাতের জাখাউ বন্দর থেকে 200 কিমি দূরত্বে পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থিত ৷

15 জুন সৌরাষ্ট্র ও কচ্ছের উপর দিয়ে বয়ে যাবে ৷ এর সংলগ্ন পাকিস্তানের উপকূল মান্ডবি এবং করাচির কাছ দিয়েও যাবে 'বিপর্যয়' ৷ এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়েই মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন ৷ প্রতিদিনই মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আটটি উপকূলীয় জেলা থেকে রাজ্য সরকার 74 হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

ইতিমধ্যে কচ্ছের জাখাউ বন্দরে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ সৌরাষ্ট্র-কচ্ছ উপকূলে ঝোড়ো হাওয়া বইছে ৷ আবহাওয়া দফতর গুজরাত, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া, দমন দিউ, লাক্ষাদ্বীপে সতর্কতা জারি করেছে ৷ বিপর্যয়ের মুখোমুখি হতে তৈরি সেনা, নৌবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ৷

  • VSCS Biparjoy over Northeast Arabian Sea at 0230 hours IST of 15th June, 2023 about 200 km west-southwest of Jakhau Port (Gujarat). To cross Saurashtra & Kutch and adjoining Pakistan coasts between Mandvi and Karachi near Jakhau Port by evening of 15th June as a VSVS. pic.twitter.com/2mnj4zC4sy

    — India Meteorological Department (@Indiametdept) June 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সাইক্লোন বিপর্যয়ের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে সরানো হল 73 অন্তঃসত্ত্বাকে

বুধবারই ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা বিপর্যয় মোকাবিলায় অত্যাধুনিক এইচএডিআর প্রযুক্তিসম্পন্ন চারটি জাহাজের ব্যবস্থা করেছে ৷ যে কোনও মুহূর্তে নোটিশ পাওয়া মাত্র জাহাজগুলিকে সমুদ্রে নামানো হতে পারে ৷ পোরবন্দর এবং ওখায় 5টি উদ্ধারকারী দলকে রাখা হয়েছে ৷ এছাড়া গোয়ায় আইএনএস হংস এবং মুম্বইয়ে আইএনএস শিকরা হেলিকপ্টার রয়েছে ৷ নির্দেশ পাওয়া মাত্রই দু'টি হেলিকপ্টার গুজরাতের উদ্দেশ্যে রওনা দেবে ৷

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে বিপর্যয় ৷ সেই সময় তার গতিবেগ 135-145 কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে ৷ তাই গুজরাত সরকার উপকূল এলাকা থেকে মানুষজনকে সরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ৷ কচ্ছ এলাকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে ৷এই উপকূলের 10 কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের অস্থায়ী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ আজ বন্ধ থাকছে দেবভূমি দ্বারকায় দ্বারকাদীশ মন্দির ৷ এদিকে বৃহস্পতিবার সোমনাথ মন্দির কর্তৃপক্ষ মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ তবে তারা ভক্ত-দর্শনার্থীদের মন্দিরে না-আসার আর্জি জানিয়েছে ৷

আরও পড়ুন: আজ বিকেলেই অতি শক্তিশালী 'বিপর্যয়'এর ল্যান্ডফল, কোথায়?

Last Updated : Jun 15, 2023, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.