দিল্লি, 6 জানুয়ারি : রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ এবং কেরালায় পাখিদের মৃত্যুর কারণ বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। বুধবার সরকারিভাবে এই কথা নিশ্চিত করল কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রক। মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ - ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজ়িজ় মৃত পাখিদের শরীরের নমুনা পরীক্ষা করে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাস পেয়েছে।
সরকারি ওই ঘোষণায় বলা হয়েছে, রাজস্থানের বারান, কোটা, ফ্লাওয়ার জেলায় কাকের শরীরে বার্ড ফ্লু ধরা পড়েছে । একই পরিস্থিতি মধ্যপ্রদেশের মান্দসাউর, ইন্দোর এবং মালওয়া জেলায়। কেরালায় কোট্টায়াম ও আল্লাপুজা জেলায় পোলট্রিতে বার্ড ফ্লু'র কারণে হাঁসের মৃত্যু হয়েছে। হিমাচলপ্রদেশে পরিযায়ী পাখিদের মধ্যে বার্ড ফ্লু দেখা দিয়েছে।
ইতিমধ্যে রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকারকে 1 জানুয়ারি সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দুই রাজ্যই কেন্দ্রের নির্দেশমতো ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার দিল্লিতে একটি কন্ট্রোল রুম চালু করেছে। সেখান থেকেই সব রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে চলছে কেন্দ্রীয় সরকার।