নয়াদিল্লি, 15 অগস্ট: দু'শো বছরের পরাধীনতার গ্লানি দূরে সরিয়ে ভারত ব্রিটিশদের শাসনমুক্ত হয়েছিল 1947-এর 15 অগস্ট ৷ মধ্যরাতের সেই স্বাধীনতার ঘোষণার 75 বছর পূর্তি এবার (75 Years Of Independence) ৷ দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব' ৷ দেশের বৃহত্তম গণতান্ত্রিক দেশের স্বাধীনতার হীরকজয়ন্তী উদযাপনে সামিল হল বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল ৷
কোনও বিশেষ দিন বা উল্লেখযোগ্য ঘটনা স্মরণে প্রধানত ডুডল ব্যবহার করে থাকে গুগল ৷ এদিন সেই ডুডলেই ভারতের 76তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতেছে সার্চ ইঞ্জিনটি (Google marks 75th anniversary of Independence with animated doodle) ৷ টেকনলোজি জায়ান্টের অ্যানিমেটেড সেই ডুডলে উদযাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে ঘুড়ি ওড়ানো-কে ৷ কেরলের শিল্পী নীতি-র তাঁর নিপুণ শিল্পকর্মে ফুটিয়ে তুলেছেন প্রাণবন্ত এই ডুডল ৷
ভারতে স্বাধীনতার হীরক জয়ন্তীতে 'ইন্ডিয়া কি উড়ান' নামে সম্প্রতি একটি প্রজেক্ট চালুর ঘোষণা করে গুগল আর্টস এবং কালচার বিভাগ ৷ যা 15 অগস্টই প্রকাশ পেল ৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশের অন্যতম বিনোদনমূলক খেলা ঘুড়ি ওড়ানোকে স্বাধীনতা দিবসের ডুডলে স্থান দিয়েছে গুগল ৷ যেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে ঘুড়ি তৈরি করতে ৷ গ্র্যাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাটে তৈরি সেই ডুডলে বাকিদের দেখা যাচ্ছে 75 সংখ্যা লেখা সেই ঘুড়ি আকাশে ওড়াতে ৷
আরও পড়ুন: স্বাধীনতার শতবর্ষে উন্নত দেশ হবে ভারত, পাঁচ সংকল্প প্রধানমন্ত্রীর
গুগলের অফিসিয়াল পেজে তাঁর বানানো ডুডল নিয়ে বলতে গিয়ে কেরলের নীতি বলেন, "ভারতের স্বাধীনতার 75 বর্ষপূর্তি স্মরণ করেই আমি জাতীয় পতাকায় ব্য়বহৃত বিভিন্ন রং'য়ের ঘুড়ি এঁকেছি ৷ সেই ঘুড়ি আকাশসমান অট্টালিকা, পাখি এমনকী আমার বিশ্বাস সূর্যের মতোই সমান উঁচুতে উড়তে সক্ষম ৷"