ETV Bharat / bharat

Google Doodle Remembers Sridevi: 60-এ শ্রীদেবী, ডুডলে প্রয়াত অভিনেত্রীর জন্মদিন পালন গুগলের - শ্রীদেবীকে গুগলের শ্রদ্ধা

Google Doodle Remembers Sridevi on her Birthday: আজ শ্রীদেবীর 60তম জন্মবার্ষিকী ৷ সেই উপলক্ষে ডুডলে প্রয়াত অভিনেত্রীকে শ্রদ্ধা জানাল সার্চ ইঞ্জিন গুগল ৷

Google Doodle Remembers Sridevi
ডুডলে শ্রদ্ধা শ্রীদেবীকে
author img

By

Published : Aug 13, 2023, 10:47 AM IST

Updated : Aug 13, 2023, 11:02 PM IST

নয়াদিল্লি, 13 অগস্ট: প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর আজ 60তম জন্মবার্ষিকী ৷ সার্চ ইঞ্জিন গুগল একটি সৃজনশীল ডুডলের মাধ্যমে জনপ্রিয় নায়িকাকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছে ৷ গুগল তার হোম পেজে শ্রীদেবীর একটি রঙিন ছবি দিয়ে তাঁকে সম্মানিত করেছে ৷ মুম্বইয়ের অতিথি শিল্পী ভূমিকা মুখোপাধ্যায় এই ডুডল তৈরি করেছে ৷

শ্রীদেবীর জনপ্রিয়তা: 1963 সালে জন্ম দক্ষিণের অভিনেত্রীর ৷ তখন নাম ছিল শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপান ৷ পরে সেই কন্যাই শ্রীদেবী নাম নিয়ে বলিউডের বিভিন্ন ফিল্মে অভিনয় করে মন জয় করে নেন দর্শকদের ৷ 'চাঁদনি', 'লমহে', 'মিস্টার ইন্ডিয়া', 'চালবাজ', 'নাগিনা', 'সদমা' ও 'ইংলিশ ভিংলিশ'-এর মতো বহু ফিল্মে অনবদ্য অভিনয়ের জন্য তিনি দর্শকদের তারিফ কুড়িয়েছেন । পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় চলচ্চিত্রে তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে চিরকালীন জায়গা করে নিয়েছেন ৷

শেষ ছবিতেও আসে পুরস্কার: তাঁর শেষ ফিল্ম ছিল 'মম', যার জন্য তিনি মরণোত্তর শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন । 2018 সালের 24 ফেব্রুয়ারি দুবাইতে শ্রীদেবীর মর্মান্তিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল ভারতবাসীকে ৷ একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী । সেখানেই শৌচলয়ের বাথটব থেকে মেলে তাঁর নিথর দেহ ৷ চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেছিলেন শ্রীদেবী ৷ তাঁর দুই কন্যা জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর ৷ বনি প্রায়ই সোশাল মিডিয়ায় তাঁর স্ত্রীর সঙ্গে পুরনো ছবি পোস্ট করেন।

আরও পড়ুন: '27 বছর পূর্ণ হল', বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্ত্রী শ্রীদেবীর স্মৃতিতে ডুব বনির

কর্মক্ষেত্রে বনি কাপুর: এ দিকে, কর্মক্ষেত্রে বনি কাপুরের সাম্প্রতিক ফিল্ম রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর এবং ডিম্পল কাপাডিয়া অভিনীত রোমান্টিক কমেডি 'তু ঝুঠি ম্যায় মক্কার' । তাঁর পরবর্তী প্রযোজনা হল অজয় দেবগনের স্পোর্টস বায়োপিক ফিল্ম 'ময়দান'৷ যেখানে অজয় কিংবদন্তি কোচ সৈয়দ আবদুল রহিমের ভূমিকায় অভিনয় করবেন, যিনি ভারতীয় ফুটবলের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। ছবিতে তিনি ছাড়াও আছেন প্রিয়মণি, গজরাজ রাও এবং বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ । ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি ৷

নয়াদিল্লি, 13 অগস্ট: প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর আজ 60তম জন্মবার্ষিকী ৷ সার্চ ইঞ্জিন গুগল একটি সৃজনশীল ডুডলের মাধ্যমে জনপ্রিয় নায়িকাকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছে ৷ গুগল তার হোম পেজে শ্রীদেবীর একটি রঙিন ছবি দিয়ে তাঁকে সম্মানিত করেছে ৷ মুম্বইয়ের অতিথি শিল্পী ভূমিকা মুখোপাধ্যায় এই ডুডল তৈরি করেছে ৷

শ্রীদেবীর জনপ্রিয়তা: 1963 সালে জন্ম দক্ষিণের অভিনেত্রীর ৷ তখন নাম ছিল শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপান ৷ পরে সেই কন্যাই শ্রীদেবী নাম নিয়ে বলিউডের বিভিন্ন ফিল্মে অভিনয় করে মন জয় করে নেন দর্শকদের ৷ 'চাঁদনি', 'লমহে', 'মিস্টার ইন্ডিয়া', 'চালবাজ', 'নাগিনা', 'সদমা' ও 'ইংলিশ ভিংলিশ'-এর মতো বহু ফিল্মে অনবদ্য অভিনয়ের জন্য তিনি দর্শকদের তারিফ কুড়িয়েছেন । পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় চলচ্চিত্রে তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে চিরকালীন জায়গা করে নিয়েছেন ৷

শেষ ছবিতেও আসে পুরস্কার: তাঁর শেষ ফিল্ম ছিল 'মম', যার জন্য তিনি মরণোত্তর শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন । 2018 সালের 24 ফেব্রুয়ারি দুবাইতে শ্রীদেবীর মর্মান্তিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল ভারতবাসীকে ৷ একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী । সেখানেই শৌচলয়ের বাথটব থেকে মেলে তাঁর নিথর দেহ ৷ চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেছিলেন শ্রীদেবী ৷ তাঁর দুই কন্যা জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর ৷ বনি প্রায়ই সোশাল মিডিয়ায় তাঁর স্ত্রীর সঙ্গে পুরনো ছবি পোস্ট করেন।

আরও পড়ুন: '27 বছর পূর্ণ হল', বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্ত্রী শ্রীদেবীর স্মৃতিতে ডুব বনির

কর্মক্ষেত্রে বনি কাপুর: এ দিকে, কর্মক্ষেত্রে বনি কাপুরের সাম্প্রতিক ফিল্ম রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর এবং ডিম্পল কাপাডিয়া অভিনীত রোমান্টিক কমেডি 'তু ঝুঠি ম্যায় মক্কার' । তাঁর পরবর্তী প্রযোজনা হল অজয় দেবগনের স্পোর্টস বায়োপিক ফিল্ম 'ময়দান'৷ যেখানে অজয় কিংবদন্তি কোচ সৈয়দ আবদুল রহিমের ভূমিকায় অভিনয় করবেন, যিনি ভারতীয় ফুটবলের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। ছবিতে তিনি ছাড়াও আছেন প্রিয়মণি, গজরাজ রাও এবং বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ । ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি ৷

Last Updated : Aug 13, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.