ETV Bharat / bharat

Google Commemorates Republic Day: সাধারণতন্ত্র দিবসের উদযাপনে গুগল, ডুডলে ভারতীয় শিল্পীর সৃষ্টি - Google Doodle on Republic Day

দেশের সাধারণতন্ত্র দিবসের (Google Doodle on Republic Day) উদযাপনে মাতল গুগল (Google Commemorates Republic Day)৷ তাদের ডুডলে ভারতীয় শিল্পীর সৃষ্টিকে জায়গা দেওয়া হল ৷

Google Commemorates Republic Day ETV Bharat
গুগল ডুডলে সাধারণতন্ত্র দিবস উদযাপন
author img

By

Published : Jan 26, 2023, 11:50 AM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: ভারতের 74তম সাধারণতন্ত্র দিবস (Google Doodle on Republic Day) উদযাপনে সামিল সার্চ জায়ান্ট গুগল (Google Commemorates Republic Day)৷ ডুডলে একটি শিল্পকর্মের মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালন করছে তারা ৷ একটি কাগজে আঁকা রয়েছে রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, নর্থ ব্লক এবং সাউথ ব্লকের মতো দেশের আইকনিক ল্যান্ডমার্ক ৷ এ ছাড়াও মোটরসাইকেলে রয়েছে 'ডেয়ারডেভিলস'।

ডুডলটি (Google commemorates 74th Republic Day) ছোট হাতের কালো হরফে 'g', 'o', 'g', 'l' এবং 'e' অক্ষরগুলিকে চিত্রিত করেছে ৷ রাষ্ট্রপতি ভবনের গম্বুজের উপরে একটি বৃত্তের মাধ্যমে প্রতীকীভাবে 'Google'-এ দ্বিতীয় 'o'-কে বোঝানো হয়েছে । একটি ময়ূর এবং ফুলের সজ্জা একরঙা শিল্পকর্মের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে ৷

সফ্টওয়্যার জায়ান্টটি তার ওয়েবসাইটে ডুডল শেয়ার করা একটি নোটে বলেছে, "আজ ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপনের ডুডলটি গুজরাতের আহমেদাবাদের অতিথি-শিল্পী পার্থ কোথেকার দ্বারা চিত্রিত হয়েছে ৷" এতে ডুডল তৈরির একটি ভিডিয়োও রয়েছে । শিল্পী সেখানে বলেছেন, "আমার অনুপ্রেরণা ছিল ভারতের একটি প্রতিকৃতি তৈরি করা ৷"

নোটটিতে বলা হয়েছে, "আজকের ডুডল শিল্পকর্মটি জটিলভাবে হাতে কাটা কাগজ থেকে তৈরি করা হয়েছে ৷ রাষ্ট্রপতি ভবন (যেখানে রাষ্ট্রপতি থাকেন), ইন্ডিয়া গেট, সিআরএফপি মার্চিং কন্টিনজেন্ট এবং মোটরসাইকেল আরোহী-সহ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের নানা উপাদান শিল্পকর্মে উপস্থাপন করা হয়েছে । শুভ সাধারণতন্ত্র দিবস, ভারত !"

আরও পড়ুন: ভারতের জন্য 26 জানুয়ারির গুরুত্ব ও ইতিহাস একনজরে

1950 সালের এই দিনে ভারত সংবিধান গ্রহণের মাধ্যমে নিজেকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করে । নোটে বলা হয়েছে, "ভারত 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে তার স্বাধীনতা লাভ করে এবং এর পরেই তার সংবিধানের খসড়া তৈরি করা শুরু করে । ভারতীয় গণপরিষদ গভর্নিং ডকুমেন্ট নিয়ে আলোচনা, সংশোধন এবং অনুমোদন করতে দু বছর সময় নেয় এবং গৃহীত হলে, ভারত দীর্ঘতম সংবিধানের দেশ হয়ে ওঠে । এই নথির গ্রহণ গণতন্ত্রের পথ প্রশস্ত করেছে এবং ভারতীয় নাগরিকদের তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা দিয়েছে ৷ জাতীয় ছুটি উদযাপনের জন্য, সারা দেশে বিভিন্ন কুচকাওয়াজ হয়, যার মধ্যে সবচেয়ে বড়টি হয় রাজপথে (বর্তমানে কর্তব্য পথ) ৷"

নয়াদিল্লি, 26 জানুয়ারি: ভারতের 74তম সাধারণতন্ত্র দিবস (Google Doodle on Republic Day) উদযাপনে সামিল সার্চ জায়ান্ট গুগল (Google Commemorates Republic Day)৷ ডুডলে একটি শিল্পকর্মের মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালন করছে তারা ৷ একটি কাগজে আঁকা রয়েছে রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, নর্থ ব্লক এবং সাউথ ব্লকের মতো দেশের আইকনিক ল্যান্ডমার্ক ৷ এ ছাড়াও মোটরসাইকেলে রয়েছে 'ডেয়ারডেভিলস'।

ডুডলটি (Google commemorates 74th Republic Day) ছোট হাতের কালো হরফে 'g', 'o', 'g', 'l' এবং 'e' অক্ষরগুলিকে চিত্রিত করেছে ৷ রাষ্ট্রপতি ভবনের গম্বুজের উপরে একটি বৃত্তের মাধ্যমে প্রতীকীভাবে 'Google'-এ দ্বিতীয় 'o'-কে বোঝানো হয়েছে । একটি ময়ূর এবং ফুলের সজ্জা একরঙা শিল্পকর্মের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে ৷

সফ্টওয়্যার জায়ান্টটি তার ওয়েবসাইটে ডুডল শেয়ার করা একটি নোটে বলেছে, "আজ ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপনের ডুডলটি গুজরাতের আহমেদাবাদের অতিথি-শিল্পী পার্থ কোথেকার দ্বারা চিত্রিত হয়েছে ৷" এতে ডুডল তৈরির একটি ভিডিয়োও রয়েছে । শিল্পী সেখানে বলেছেন, "আমার অনুপ্রেরণা ছিল ভারতের একটি প্রতিকৃতি তৈরি করা ৷"

নোটটিতে বলা হয়েছে, "আজকের ডুডল শিল্পকর্মটি জটিলভাবে হাতে কাটা কাগজ থেকে তৈরি করা হয়েছে ৷ রাষ্ট্রপতি ভবন (যেখানে রাষ্ট্রপতি থাকেন), ইন্ডিয়া গেট, সিআরএফপি মার্চিং কন্টিনজেন্ট এবং মোটরসাইকেল আরোহী-সহ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের নানা উপাদান শিল্পকর্মে উপস্থাপন করা হয়েছে । শুভ সাধারণতন্ত্র দিবস, ভারত !"

আরও পড়ুন: ভারতের জন্য 26 জানুয়ারির গুরুত্ব ও ইতিহাস একনজরে

1950 সালের এই দিনে ভারত সংবিধান গ্রহণের মাধ্যমে নিজেকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করে । নোটে বলা হয়েছে, "ভারত 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে তার স্বাধীনতা লাভ করে এবং এর পরেই তার সংবিধানের খসড়া তৈরি করা শুরু করে । ভারতীয় গণপরিষদ গভর্নিং ডকুমেন্ট নিয়ে আলোচনা, সংশোধন এবং অনুমোদন করতে দু বছর সময় নেয় এবং গৃহীত হলে, ভারত দীর্ঘতম সংবিধানের দেশ হয়ে ওঠে । এই নথির গ্রহণ গণতন্ত্রের পথ প্রশস্ত করেছে এবং ভারতীয় নাগরিকদের তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা দিয়েছে ৷ জাতীয় ছুটি উদযাপনের জন্য, সারা দেশে বিভিন্ন কুচকাওয়াজ হয়, যার মধ্যে সবচেয়ে বড়টি হয় রাজপথে (বর্তমানে কর্তব্য পথ) ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.