ETV Bharat / bharat

Gold Recovered in Madhya Pradesh: রাতলামে স্কুটি আরোহীদের কাছ থেকে 8 কোটি টাকার সোনা উদ্ধার - প্রায় 8 কোটি টাকার সোনা উদ্ধার

স্কুটিতে দুই ব্যক্তির কাছ থেকে প্রায় 8 কোটি টাকার সোনা উদ্ধার করেছে পুলিশ । অভিযুক্তরা মুম্বই থেকে রাতলামে সোনা নিয়ে আসছিলেন ।

Gold Recovered
সোনা উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 3:33 PM IST

রাতলাম (মধ্যপ্রদেশ), 10 সেপ্টেম্বর: স্কুটিতে থাকা ট্রলি ব্যাগ থেকে 13 কেজি সোনা উদ্ধার করল পুলিশ ৷ যার বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা ৷ পাশাপাশি উদ্ধার হয়েছে কিছু বৈদেশিক মুদ্রাও ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাতলাম জেলায় ৷ দুই স্কুটি আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে সোনাসমেত ট্রলি ব্যাগটিকে ৷ রবিবার পুলিশ সুপার রাহুল কুমার লোধা এমনটাই জানিয়েছেন । তিনি বলেছেন, "শনিবার পুলিশ একজন ইনফরমারের কাছ থেকে খবর পেয়েছিল যে দু'জন লোক মুম্বই থেকে রাতলামে সোনা নিয়ে আসছে । খবর পেয়ে পুলিশ স্টেশন রোড থানা এলাকায় তল্লাশি অভিযান চালায় । তখন সোনা-সমেত স্কুটিটি ধরা পড়ে ৷"

অভিযুক্তরা রাজস্থানের বাসিন্দা: পুলিশ সুপার জানিয়েছেন, তল্লাশির চলাকালীন পুলিশ স্কুটিতে করে যাওয়া সন্দেহভাজন দু'জনকে আটক করে ৷ এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তখন তাঁরা দু'জনেই নিজেদের রাজস্থানের সিকার জেলার বাসিন্দা বলে পরিচয় দেন ৷ একজন হলেন হরিয়ানার সুভাষ ভার্মা (32) এবং অপরজন মহেন্দ্রগড়ের বাসিন্দা প্রবীণ সাইনি (30) । তাঁদের কাছে একটি ট্রলি ব্যাগ ছিল ৷ সেই ট্রলি ব্যাগে তল্লাশি করে 100টিরও বেশি পার্সেল পাওয়া যায় । ওই পার্সেল খুললে তার থেকে 13 কেজি 245 গ্রাম সোনা উদ্ধার হয় ৷ যার বাজার মূল্য আনুমানিক আট কোটি টাকা বলে পুলিশ জানায় ।

আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে ট্রাক থেকে বাজেয়াপ্ত 3.12 কোটি টাকার সোনার বিস্কুট

অনেক পার্সেলে বিলও রয়েছে: জানা গিয়েছে, সন্দেহভাজনদের ব্যাগে একটি জিপিএস ট্র্যাকার এবং মার্কিন ডলার, দিরহাম এবং রিয়ালের মতো বিদেশী মুদ্রাও পাওয়া গিয়েছে । এরপরেই সন্দেহভাজন দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় । অনেক পার্সেলে বিলও রয়েছে । পুলিশ বিষয়টি তদন্ত করতে জিএসটি-সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছে । পার্সেলের সঙ্গে থাকা বিলটি জাল কি না, তা জানার চেষ্টা করছেন জিএসটি আধিকারিকরা ।

(সংবাদ সংস্থা-পিটিআই)

রাতলাম (মধ্যপ্রদেশ), 10 সেপ্টেম্বর: স্কুটিতে থাকা ট্রলি ব্যাগ থেকে 13 কেজি সোনা উদ্ধার করল পুলিশ ৷ যার বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা ৷ পাশাপাশি উদ্ধার হয়েছে কিছু বৈদেশিক মুদ্রাও ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাতলাম জেলায় ৷ দুই স্কুটি আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে সোনাসমেত ট্রলি ব্যাগটিকে ৷ রবিবার পুলিশ সুপার রাহুল কুমার লোধা এমনটাই জানিয়েছেন । তিনি বলেছেন, "শনিবার পুলিশ একজন ইনফরমারের কাছ থেকে খবর পেয়েছিল যে দু'জন লোক মুম্বই থেকে রাতলামে সোনা নিয়ে আসছে । খবর পেয়ে পুলিশ স্টেশন রোড থানা এলাকায় তল্লাশি অভিযান চালায় । তখন সোনা-সমেত স্কুটিটি ধরা পড়ে ৷"

অভিযুক্তরা রাজস্থানের বাসিন্দা: পুলিশ সুপার জানিয়েছেন, তল্লাশির চলাকালীন পুলিশ স্কুটিতে করে যাওয়া সন্দেহভাজন দু'জনকে আটক করে ৷ এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তখন তাঁরা দু'জনেই নিজেদের রাজস্থানের সিকার জেলার বাসিন্দা বলে পরিচয় দেন ৷ একজন হলেন হরিয়ানার সুভাষ ভার্মা (32) এবং অপরজন মহেন্দ্রগড়ের বাসিন্দা প্রবীণ সাইনি (30) । তাঁদের কাছে একটি ট্রলি ব্যাগ ছিল ৷ সেই ট্রলি ব্যাগে তল্লাশি করে 100টিরও বেশি পার্সেল পাওয়া যায় । ওই পার্সেল খুললে তার থেকে 13 কেজি 245 গ্রাম সোনা উদ্ধার হয় ৷ যার বাজার মূল্য আনুমানিক আট কোটি টাকা বলে পুলিশ জানায় ।

আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে ট্রাক থেকে বাজেয়াপ্ত 3.12 কোটি টাকার সোনার বিস্কুট

অনেক পার্সেলে বিলও রয়েছে: জানা গিয়েছে, সন্দেহভাজনদের ব্যাগে একটি জিপিএস ট্র্যাকার এবং মার্কিন ডলার, দিরহাম এবং রিয়ালের মতো বিদেশী মুদ্রাও পাওয়া গিয়েছে । এরপরেই সন্দেহভাজন দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় । অনেক পার্সেলে বিলও রয়েছে । পুলিশ বিষয়টি তদন্ত করতে জিএসটি-সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছে । পার্সেলের সঙ্গে থাকা বিলটি জাল কি না, তা জানার চেষ্টা করছেন জিএসটি আধিকারিকরা ।

(সংবাদ সংস্থা-পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.