ETV Bharat / bharat

Gold Seized at Mumbai International Airport: মুম্বই বিমানবন্দরে অন্তর্বাস থেকে উদ্ধার কোটি কোটি টাকার সোনা, গ্রেফতার 2 - Mumbai International Airport

মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে (Mumbai International Airport) অন্তর্বাসের মধ্যে দিয়ে উদ্ধার সোনা ৷ প্রায় 8 কেজি সোনা বাজেয়াপ্ত (Gold Seized) হয়েছে বলে খবর ৷ উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা ।

Gold seized
কোটি টাকার সোনা
author img

By

Published : Jan 18, 2023, 10:48 AM IST

Updated : Jan 18, 2023, 11:28 AM IST

মুম্বই, 18 জানুয়ারি: মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai International Airport) থেকে উদ্ধার 8 কেজি পেস্ট সোনা ৷ গ্রেফতার দুই ব্যক্তি ৷ অন্তর্বাসে লুকিয়ে সোনা পাচার করা হচ্ছিল (Gold Seized) ৷ উদ্ধার হওয়া সোনার মুল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) মঙ্গলবার সোনাগুলি বাজেয়াপ্ত করে ৷ তাদের কাছে আগে থেকে খবর ছিল দুবাই থেকে মুম্বই (Dubai to Mumbai) আসা যাত্রীদের মাধ্যমে পেস্ট আকারে সোনা ভারতে পাচার করা হচ্ছে (gold smuggling) ।

যাত্রীদের কাছ থেকে কোটি টাকার সোনা উদ্ধার: জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডিআরআই (Directorate of Revenue Intelligence) আধিকারিকদের একটি দল মুম্বই ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport) নজরদারি চালায় ৷ দুবাই থেকে আগত সন্দেহভাজন যাত্রীদের শনাক্ত করে বিমানবন্দরেই আটকে দেয় ডিআরআই ৷ এরপর তাদের তল্লাশি চালানো হয় ৷ তল্লাশির পরই তাদের কাছ থেকে পেস্ট আকারে 8 কেজি 230 গ্রাম সোনা পাওয়া গিয়েছে ৷ যার মূল্য 4.54 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ সোনার পেস্টগুলি বাজেয়াপ্ত করেন ডিআরআই আধিকারিকরা (DRI officials) ।

অন্তর্বাসে লুকিয়ে রাখা হয়েছিল সোনার পোস্টগুলি: সূত্রের খবর, বাজেয়াপ্ত সোনার অধিকাংশই যাত্রীদের অন্তর্বাসে লুকিয়ে রাখা হয়েছিল ৷ যা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে ডিআরআই আধিকারিকদের কাছে । দেশের বিভিন্ন সোনা পাচারের সিন্ডিকেটের সঙ্গে নিয়মিত ডিআরআই কর্মকর্তাদের মোকাবিলা করতে হয় । এর ফলে তাঁরা সহজেই সোনা লুকিয়ে পাচারের কৌশলরে ধরে ফেলে বলে জানা গিয়েছে । এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে (Two people arrested) । দেশে অবৈধ সোনা পাচারের কারবারের (illegal gold smuggling) সঙ্গে জড়িত ব্যক্তিদের পুরো চেইনকে খুঁজে বার করতে মামলার তদন্ত চলছে ।

আরও পড়ুন: পাচারের আগেই নদিয়ায় উদ্ধার 3 কোটি টাকার সোনা, গ্রেফতার 2

মুম্বই, 18 জানুয়ারি: মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai International Airport) থেকে উদ্ধার 8 কেজি পেস্ট সোনা ৷ গ্রেফতার দুই ব্যক্তি ৷ অন্তর্বাসে লুকিয়ে সোনা পাচার করা হচ্ছিল (Gold Seized) ৷ উদ্ধার হওয়া সোনার মুল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) মঙ্গলবার সোনাগুলি বাজেয়াপ্ত করে ৷ তাদের কাছে আগে থেকে খবর ছিল দুবাই থেকে মুম্বই (Dubai to Mumbai) আসা যাত্রীদের মাধ্যমে পেস্ট আকারে সোনা ভারতে পাচার করা হচ্ছে (gold smuggling) ।

যাত্রীদের কাছ থেকে কোটি টাকার সোনা উদ্ধার: জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডিআরআই (Directorate of Revenue Intelligence) আধিকারিকদের একটি দল মুম্বই ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport) নজরদারি চালায় ৷ দুবাই থেকে আগত সন্দেহভাজন যাত্রীদের শনাক্ত করে বিমানবন্দরেই আটকে দেয় ডিআরআই ৷ এরপর তাদের তল্লাশি চালানো হয় ৷ তল্লাশির পরই তাদের কাছ থেকে পেস্ট আকারে 8 কেজি 230 গ্রাম সোনা পাওয়া গিয়েছে ৷ যার মূল্য 4.54 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ সোনার পেস্টগুলি বাজেয়াপ্ত করেন ডিআরআই আধিকারিকরা (DRI officials) ।

অন্তর্বাসে লুকিয়ে রাখা হয়েছিল সোনার পোস্টগুলি: সূত্রের খবর, বাজেয়াপ্ত সোনার অধিকাংশই যাত্রীদের অন্তর্বাসে লুকিয়ে রাখা হয়েছিল ৷ যা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে ডিআরআই আধিকারিকদের কাছে । দেশের বিভিন্ন সোনা পাচারের সিন্ডিকেটের সঙ্গে নিয়মিত ডিআরআই কর্মকর্তাদের মোকাবিলা করতে হয় । এর ফলে তাঁরা সহজেই সোনা লুকিয়ে পাচারের কৌশলরে ধরে ফেলে বলে জানা গিয়েছে । এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে (Two people arrested) । দেশে অবৈধ সোনা পাচারের কারবারের (illegal gold smuggling) সঙ্গে জড়িত ব্যক্তিদের পুরো চেইনকে খুঁজে বার করতে মামলার তদন্ত চলছে ।

আরও পড়ুন: পাচারের আগেই নদিয়ায় উদ্ধার 3 কোটি টাকার সোনা, গ্রেফতার 2

Last Updated : Jan 18, 2023, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.