ETV Bharat / bharat

Goat Postmortem: পোষ্য ছাগলকে হত্যার অভিযোগে ময়নাতদন্তের দাবি মালিকের, তদন্তের নির্দেশ এসপি-র - Goat killed

Owner Demands Postmortem of Goat: মধ্যপ্রদেশের ছাতারপুরে পোষ্য ছাগলকে হত্যার অভিযোগে ময়নাতদন্তের দাবি করলেন মালিক ৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন পুলিশ সুপার ৷

Goat killed
ছাগলের ময়নাতদন্তের দাবি
author img

By

Published : Aug 2, 2023, 7:23 PM IST

ছাতারপুর (মধ্যপ্রদেশ), 2 অগস্ট: ভালোবাসার পোষ্য ছাগলের মৃত্যুতে শোকে আকুল মালিক ৷ তাঁর অভিযোগ, তাঁর ছাগলটিকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক প্রতিবেশী ৷ সেই কারণেই তাঁর মৃত ছাগলের ময়নাতদন্তের দাবিতে জেদ ধরেছেন তিনি ৷ স্থানীয় পুলিশ তাঁর এই দাবিকে আমল না দেওয়ায় তিনি সটান চলে গিয়েছেন পুলিশ সুপারের কাছে ৷ মৃত ছাগলের শোকাতুর মালিকের বায়নাক্কার জেরে অবশেষে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার ৷

মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় ঘটেছে এমনই আজব ঘটনা ৷ গৌরীহর থানা এলাকার থানেপুখারা গ্রামে বসবাসকারী সুরজপাল রাজপুত অভিযোগ করেছেন যে, তাঁর 6 মাস বয়সি ছাগলকে 31 জুলাই শ্বাসরোধ করে হত্যা করেছেন তাঁরই পাড়ার বাসিন্দা বিলে সিং রাজপুত । তাঁর ছাগল গর্ভবতী ছিল বলে দাবি করেছেন সুরজপাল ৷

আরও পড়ুন: ছাগল চুরি নিয়ে ঝামেলা, গুলি করে খুন কৃষককে

তাঁর অভিযোগ, "আমি নিজে দেখেছি যে, অভিযুক্ত বিলে সিং আমার ছাগলকে শ্বাসরোধ করে খুন করেছে ৷ কিন্তু পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ উলটে আমাকেই চড়-থাপ্পড় মেরে আমায় থানা থেকে বের করে দেওয়া হচ্ছে ৷"

ছাগলটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে ওই যুবক তাঁর ছাগলের দেহের ময়নাতদন্তের করতে চেয়েছিলেন, যাতে হত্যাকারী শাস্তি পায় ।

কিন্তু পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, "আমি স্থানীয় থানায় আমার ছাগলের ময়নাতদন্ত করাতে বলেছিলাম ৷ যাতে বোঝা যায় যে, সত্যিই তার কীভাবে মৃত্যু হয়েছে ৷ কিন্তু আমার অভিযোগ কানেই তোলেনি থানা ৷"

এরপরই সুরজপাল এসপি অফিসের দ্বারস্থ হন বলে জানিয়েছেন ৷ তাঁর কাকতি-মিনতি দেখে ছাতারপুরের পুলিশ সুপার অমিত সাংঘি এই ঘটনার তদন্তের নির্দেশ দেন ৷ শুধু তাই নয়, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে ওই ছাগলের দেহের ময়নাতদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি ৷

ছাতারপুর (মধ্যপ্রদেশ), 2 অগস্ট: ভালোবাসার পোষ্য ছাগলের মৃত্যুতে শোকে আকুল মালিক ৷ তাঁর অভিযোগ, তাঁর ছাগলটিকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক প্রতিবেশী ৷ সেই কারণেই তাঁর মৃত ছাগলের ময়নাতদন্তের দাবিতে জেদ ধরেছেন তিনি ৷ স্থানীয় পুলিশ তাঁর এই দাবিকে আমল না দেওয়ায় তিনি সটান চলে গিয়েছেন পুলিশ সুপারের কাছে ৷ মৃত ছাগলের শোকাতুর মালিকের বায়নাক্কার জেরে অবশেষে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার ৷

মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় ঘটেছে এমনই আজব ঘটনা ৷ গৌরীহর থানা এলাকার থানেপুখারা গ্রামে বসবাসকারী সুরজপাল রাজপুত অভিযোগ করেছেন যে, তাঁর 6 মাস বয়সি ছাগলকে 31 জুলাই শ্বাসরোধ করে হত্যা করেছেন তাঁরই পাড়ার বাসিন্দা বিলে সিং রাজপুত । তাঁর ছাগল গর্ভবতী ছিল বলে দাবি করেছেন সুরজপাল ৷

আরও পড়ুন: ছাগল চুরি নিয়ে ঝামেলা, গুলি করে খুন কৃষককে

তাঁর অভিযোগ, "আমি নিজে দেখেছি যে, অভিযুক্ত বিলে সিং আমার ছাগলকে শ্বাসরোধ করে খুন করেছে ৷ কিন্তু পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ উলটে আমাকেই চড়-থাপ্পড় মেরে আমায় থানা থেকে বের করে দেওয়া হচ্ছে ৷"

ছাগলটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে ওই যুবক তাঁর ছাগলের দেহের ময়নাতদন্তের করতে চেয়েছিলেন, যাতে হত্যাকারী শাস্তি পায় ।

কিন্তু পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, "আমি স্থানীয় থানায় আমার ছাগলের ময়নাতদন্ত করাতে বলেছিলাম ৷ যাতে বোঝা যায় যে, সত্যিই তার কীভাবে মৃত্যু হয়েছে ৷ কিন্তু আমার অভিযোগ কানেই তোলেনি থানা ৷"

এরপরই সুরজপাল এসপি অফিসের দ্বারস্থ হন বলে জানিয়েছেন ৷ তাঁর কাকতি-মিনতি দেখে ছাতারপুরের পুলিশ সুপার অমিত সাংঘি এই ঘটনার তদন্তের নির্দেশ দেন ৷ শুধু তাই নয়, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে ওই ছাগলের দেহের ময়নাতদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.