ETV Bharat / bharat

Mamata in Goa: দিল্লির অঙ্গুলিহেলনে নয়, গোয়া চালাবে সেখানকার মানুষ : মমতা - Leander Paes tmc

দিল্লির অঙ্গুলিহেলনে চলবে না গোয়া (Goa) ৷ গোয়া চালাবেন সেখানকার মানুষ ৷ গোয়ায় এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

goanese-to-rule-goa-mamata-banerjee-attacks-bjp-in-goa
দিল্লির অঙ্গুলিহেলনে নয়, গোয়া চালাবেন সেখানকার মানুষ: মমতা
author img

By

Published : Oct 29, 2021, 5:05 PM IST

কলকাতা, 29 অক্টোবর: "গোয়া (Goa) কেন দিল্লির অঙ্গুলিহেলনে চলবে ? গোয়া শাসন করবে গোয়ার মানুষেরাই । আমি এখানে গোয়া শাসন করতে আসব না । বরং আপনারা যা ঠিক করবেন সে ভাবেই চলবে গোয়া ।" ভূমিপুত্রের আবেগ উস্কে দিয়ে গোয়ায় ভোটের দামামা বাজিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । একইসঙ্গে তিনি গোয়ার মানুষের কাছে আবেদন করেন, "কংগ্রেস, বিজেপি আপনারা সবাইকেই সুযোগ দিয়েছেন । একবার তৃণমূলকে সুযোগ দিন আপনাদের সেবা করার ।"

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় তাঁর দলের লক্ষ্য কী তা তুলে ধরেন । মমতা বলেন, "আমরা কোনওদিন জাতপাতের রাজনীতি করি না । হিন্দু-মুসলিম-শিখ-ইসাই ভাগাভাগি করি না । হিংসার রাজনীতি করি না । গোয়ার প্রথম আকর্ষণ হল পর্যটন । তাই সেটাকে আরও বেশি ভাল করে সাজাতে চাই । পরের বার আসব তখন গোয়ার গ্রামগুলোতে ঘুরব । এখানে আমি মুখ্যমন্ত্রী হতে আসিনি, আমার লক্ষ্য গোয়ায় উন্নয়ন করা ।"

আরও পড়ুন: leander Paes joins TMC : লিয়েন্ডারকে দলে টেনে গোয়া সফরে বড় চমক মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের দ্বিতীয় দিনে সকালে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি ও পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু । এরপরই কিছুক্ষণের ব্যবধানে তৃণমূলে যোগ দেন তারকা টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেজ (Leander Paes)। মমতা বন্দ্যোপাধ্যায়ই লিয়েন্ডারের হাতে দলের পতাকা তুলে দেন । এরপর তিনি বলেন, "দেশের গর্ব লিয়েন্ডার পেজ । আজ তিনিও আমাদের দলে যোগ দিলেন । গোয়াকে বাংলার মতোই উন্নয়নের প্রতীক হিসেবে গড়ে তুলতে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন ।"

আরও পড়ুন: Mamata Banerjee : গোয়ায় নতুন ভোর আনার প্রতিশ্রুতি মমতার

এ দিন সাংবাদিক সম্মেলনে গতকাল পানাজি বিমানবন্দরে কালো পতাকা দেখানোর প্রসঙ্গ তোলেন মমতা । বলেন, "আমি আসার সময় আমাকে কালো পতাকা দেখিয়েছে । গো ব্যাক বলেছে । আমি সকলকে নমস্তে করেছি । গোয়ায় মানুষই এদের কালো হাত গুঁড়িয়ে দেবে । মনে রাখতে হবে, দিল্লির দাদাগিরি এখানে চলবে না ।" তিনি আরও বলেন, একটা সর্বভারতীয় দল চাইলে যে কোনও রাজ্যে যেতে পারে, সংগঠন করতে পারে । কিন্তু আমরা গেলেই কালো পতাকা দেখাচ্ছে, পুলিশ সভার অনুমতি দিচ্ছে না ।

আরও পড়ুন : Mamata Banerjee : আমি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছে : মমতা

কলকাতা, 29 অক্টোবর: "গোয়া (Goa) কেন দিল্লির অঙ্গুলিহেলনে চলবে ? গোয়া শাসন করবে গোয়ার মানুষেরাই । আমি এখানে গোয়া শাসন করতে আসব না । বরং আপনারা যা ঠিক করবেন সে ভাবেই চলবে গোয়া ।" ভূমিপুত্রের আবেগ উস্কে দিয়ে গোয়ায় ভোটের দামামা বাজিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । একইসঙ্গে তিনি গোয়ার মানুষের কাছে আবেদন করেন, "কংগ্রেস, বিজেপি আপনারা সবাইকেই সুযোগ দিয়েছেন । একবার তৃণমূলকে সুযোগ দিন আপনাদের সেবা করার ।"

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় তাঁর দলের লক্ষ্য কী তা তুলে ধরেন । মমতা বলেন, "আমরা কোনওদিন জাতপাতের রাজনীতি করি না । হিন্দু-মুসলিম-শিখ-ইসাই ভাগাভাগি করি না । হিংসার রাজনীতি করি না । গোয়ার প্রথম আকর্ষণ হল পর্যটন । তাই সেটাকে আরও বেশি ভাল করে সাজাতে চাই । পরের বার আসব তখন গোয়ার গ্রামগুলোতে ঘুরব । এখানে আমি মুখ্যমন্ত্রী হতে আসিনি, আমার লক্ষ্য গোয়ায় উন্নয়ন করা ।"

আরও পড়ুন: leander Paes joins TMC : লিয়েন্ডারকে দলে টেনে গোয়া সফরে বড় চমক মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের দ্বিতীয় দিনে সকালে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি ও পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু । এরপরই কিছুক্ষণের ব্যবধানে তৃণমূলে যোগ দেন তারকা টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেজ (Leander Paes)। মমতা বন্দ্যোপাধ্যায়ই লিয়েন্ডারের হাতে দলের পতাকা তুলে দেন । এরপর তিনি বলেন, "দেশের গর্ব লিয়েন্ডার পেজ । আজ তিনিও আমাদের দলে যোগ দিলেন । গোয়াকে বাংলার মতোই উন্নয়নের প্রতীক হিসেবে গড়ে তুলতে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন ।"

আরও পড়ুন: Mamata Banerjee : গোয়ায় নতুন ভোর আনার প্রতিশ্রুতি মমতার

এ দিন সাংবাদিক সম্মেলনে গতকাল পানাজি বিমানবন্দরে কালো পতাকা দেখানোর প্রসঙ্গ তোলেন মমতা । বলেন, "আমি আসার সময় আমাকে কালো পতাকা দেখিয়েছে । গো ব্যাক বলেছে । আমি সকলকে নমস্তে করেছি । গোয়ায় মানুষই এদের কালো হাত গুঁড়িয়ে দেবে । মনে রাখতে হবে, দিল্লির দাদাগিরি এখানে চলবে না ।" তিনি আরও বলেন, একটা সর্বভারতীয় দল চাইলে যে কোনও রাজ্যে যেতে পারে, সংগঠন করতে পারে । কিন্তু আমরা গেলেই কালো পতাকা দেখাচ্ছে, পুলিশ সভার অনুমতি দিচ্ছে না ।

আরও পড়ুন : Mamata Banerjee : আমি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছে : মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.