ETV Bharat / bharat

Mamata Banerjee : যে কেউ আসতে পারেন, কোনও প্রভাব পড়বে না; মমতাকে চ্যালেঞ্জ গোয়ার মুখ্যমন্ত্রীর - GOA CM pramod sawant

গোয়ার মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর নেতৃত্বের উপর গোয়ার মানুষের ভরসা আছে ৷

Mamata Banerjee
'যে কেউ আসতে পারেন, কোনও প্রভাব পড়বে না', মমতাকে চ্যালেঞ্জ গোয়ার মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Oct 28, 2021, 3:26 PM IST

Updated : Oct 28, 2021, 4:13 PM IST

পানাজি, 28 অক্টোবর : "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমার নেতৃত্বের উপর গোয়ার মানুষের ভরসা আছে ৷ যে কেউ এখানে আসতে পারেন ৷ কিন্তু তাতে কোনও প্রভাব পড়বে না ৷" তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের গোয়া সফর নিয়ে তাঁকে এভাবেই চ্যালেঞ্জ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত ৷

বৃহস্পতিবার গোয়ার মুখ্যমন্ত্রী বলেন, "যাঁর যেখান থেকে ইচ্ছা তিনি সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ৷ গোয়ায় আমরা গত 10 বছর ধরে সরকার চালাচ্ছি ৷ আমি আড়াই বছর ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আছি ৷ মানুষের আমাদের উপর ভরসা আছে ৷" কয়েকদিন আগেই তৃণমূলের পক্ষ থেকে গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছিল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের আগে সেখানকার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের এই বার্তাকে তাই তাৎপর্যপূর্ণ বলে ধরা হচ্ছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : উত্তরবঙ্গ সফরের শেষ দিনে শিশুদের সঙ্গে আড্ডা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর সেরেই গোয়া যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ৷ গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে সেখানে নিজেদের সংগঠন তৈরি করতে তৎপরতা শুরু করেছে তৃণমূল শিবিরে ৷ বাবুল সুপ্রিয়, ডেরেক ও'ব্রায়েন, প্রসূন বন্দ্য়োপাধ্যায়-সহ তৃণমূল নেতা, সাংসদরা ইতিমধ্যেই দফায়-দফায় সেখানে পৌঁছেছেন ৷ কয়েকদিন আগে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরিও-সহ গোয়ার কয়েকজন নেতা ৷ মনে করা হচ্ছে তৃণমূল নেত্রীর এই সফরের সময় গোয়ার বিভিন্ন রাজনৈতিক দলের আরও কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিতে পারেন ৷

পানাজি, 28 অক্টোবর : "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমার নেতৃত্বের উপর গোয়ার মানুষের ভরসা আছে ৷ যে কেউ এখানে আসতে পারেন ৷ কিন্তু তাতে কোনও প্রভাব পড়বে না ৷" তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের গোয়া সফর নিয়ে তাঁকে এভাবেই চ্যালেঞ্জ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত ৷

বৃহস্পতিবার গোয়ার মুখ্যমন্ত্রী বলেন, "যাঁর যেখান থেকে ইচ্ছা তিনি সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ৷ গোয়ায় আমরা গত 10 বছর ধরে সরকার চালাচ্ছি ৷ আমি আড়াই বছর ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আছি ৷ মানুষের আমাদের উপর ভরসা আছে ৷" কয়েকদিন আগেই তৃণমূলের পক্ষ থেকে গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছিল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের আগে সেখানকার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের এই বার্তাকে তাই তাৎপর্যপূর্ণ বলে ধরা হচ্ছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : উত্তরবঙ্গ সফরের শেষ দিনে শিশুদের সঙ্গে আড্ডা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর সেরেই গোয়া যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ৷ গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে সেখানে নিজেদের সংগঠন তৈরি করতে তৎপরতা শুরু করেছে তৃণমূল শিবিরে ৷ বাবুল সুপ্রিয়, ডেরেক ও'ব্রায়েন, প্রসূন বন্দ্য়োপাধ্যায়-সহ তৃণমূল নেতা, সাংসদরা ইতিমধ্যেই দফায়-দফায় সেখানে পৌঁছেছেন ৷ কয়েকদিন আগে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরিও-সহ গোয়ার কয়েকজন নেতা ৷ মনে করা হচ্ছে তৃণমূল নেত্রীর এই সফরের সময় গোয়ার বিভিন্ন রাজনৈতিক দলের আরও কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিতে পারেন ৷

Last Updated : Oct 28, 2021, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.