ETV Bharat / bharat

দেশবাসীর টাকাতেই দেশবাসীর জীবন বাঁচান, ‘পিএমজি’কে পরামর্শ মহুয়ার

দেশের মানুষের টাকায় 20 হাজার কোটির সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরি না করে প্রত্য়েক ভারতীয়কে বিনামূল্যে করোনার টিকা দিক কেন্দ্রীয় সরকার ৷ সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে টুইট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ৷

Give free vaccines to people instead of making Central Vista, Mahua Moitra target Prime Minister Narendra Modi
সেন্ট্রাল ভিস্তা তৈরি না করে দেশবাসীকে বিনামূল্যে টিকা দিন, প্রধানমন্ত্রীকে খোঁচা মহুয়ার
author img

By

Published : Apr 23, 2021, 1:48 PM IST

Updated : Apr 23, 2021, 5:42 PM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল : বিনামূল্যে করোনার টিকাকরণ ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর স্পষ্ট বার্তা, দেশের প্রত্য়েকটি মানুষকে বিনামূল্যে টিকা দিতে হবে ৷ কারণ, কেন্দ্রীয় সরকার যে টাকা টিকাকরণের জন্য খরচ করবে, সেটা আদতে জনগণেরই টাকা ৷

এই বিষয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেন্ট্রাল ভিস্তা নিয়েও তাঁকে খোঁচা দিতে কসুর করেননি মহুয়া ৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শুক্রবার নিজের টুইটার অ্য়াকাউন্টে মহুয়া লেখেন, ‘‘20 হাজার কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা তৈরির কাজ বন্ধ করুন ৷ বদলে প্রত্যেক ভারতীয়কে বিনামূল্যে টিকা দিন ৷ কারণ, এটা আমাদের টাকা প্রধানমন্ত্রীজি ৷ এই টাকা আমাদের জীবন বাঁচানোর জন্য ব্যবহার করুন ৷ আমাদের সমাধি তৈরির জন্য নয় ৷’’

  • Stop ₹20,000 cr Central Vista.
    Vaccinate every Indian for free.

    It’s OUR money PMji. Use it for our lives not for our tombs.

    — Mahua Moitra (@MahuaMoitra) April 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কোভিড আবহেও জনসভার ভিড়ে তুষ্ট মোদি ! ক্ষমতালোভী বলে কটাক্ষ মহুয়ার

প্রসঙ্গত, নানা ইস্যুতে বরাবরই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ দেশের প্রধানমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মহুয়ার নিশানা থেকে বাদ যাননি কেউই ৷ এমনকি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইটারে ‘‘আঙ্কেলজি’’ বলেও কটাক্ষ করেছেন মহুয়া ৷

নয়াদিল্লি, 23 এপ্রিল : বিনামূল্যে করোনার টিকাকরণ ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর স্পষ্ট বার্তা, দেশের প্রত্য়েকটি মানুষকে বিনামূল্যে টিকা দিতে হবে ৷ কারণ, কেন্দ্রীয় সরকার যে টাকা টিকাকরণের জন্য খরচ করবে, সেটা আদতে জনগণেরই টাকা ৷

এই বিষয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেন্ট্রাল ভিস্তা নিয়েও তাঁকে খোঁচা দিতে কসুর করেননি মহুয়া ৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শুক্রবার নিজের টুইটার অ্য়াকাউন্টে মহুয়া লেখেন, ‘‘20 হাজার কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা তৈরির কাজ বন্ধ করুন ৷ বদলে প্রত্যেক ভারতীয়কে বিনামূল্যে টিকা দিন ৷ কারণ, এটা আমাদের টাকা প্রধানমন্ত্রীজি ৷ এই টাকা আমাদের জীবন বাঁচানোর জন্য ব্যবহার করুন ৷ আমাদের সমাধি তৈরির জন্য নয় ৷’’

  • Stop ₹20,000 cr Central Vista.
    Vaccinate every Indian for free.

    It’s OUR money PMji. Use it for our lives not for our tombs.

    — Mahua Moitra (@MahuaMoitra) April 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : কোভিড আবহেও জনসভার ভিড়ে তুষ্ট মোদি ! ক্ষমতালোভী বলে কটাক্ষ মহুয়ার

প্রসঙ্গত, নানা ইস্যুতে বরাবরই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ দেশের প্রধানমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মহুয়ার নিশানা থেকে বাদ যাননি কেউই ৷ এমনকি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইটারে ‘‘আঙ্কেলজি’’ বলেও কটাক্ষ করেছেন মহুয়া ৷

Last Updated : Apr 23, 2021, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.