নয়াদিল্লি, 23 এপ্রিল : বিনামূল্যে করোনার টিকাকরণ ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর স্পষ্ট বার্তা, দেশের প্রত্য়েকটি মানুষকে বিনামূল্যে টিকা দিতে হবে ৷ কারণ, কেন্দ্রীয় সরকার যে টাকা টিকাকরণের জন্য খরচ করবে, সেটা আদতে জনগণেরই টাকা ৷
এই বিষয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেন্ট্রাল ভিস্তা নিয়েও তাঁকে খোঁচা দিতে কসুর করেননি মহুয়া ৷ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শুক্রবার নিজের টুইটার অ্য়াকাউন্টে মহুয়া লেখেন, ‘‘20 হাজার কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা তৈরির কাজ বন্ধ করুন ৷ বদলে প্রত্যেক ভারতীয়কে বিনামূল্যে টিকা দিন ৷ কারণ, এটা আমাদের টাকা প্রধানমন্ত্রীজি ৷ এই টাকা আমাদের জীবন বাঁচানোর জন্য ব্যবহার করুন ৷ আমাদের সমাধি তৈরির জন্য নয় ৷’’
-
Stop ₹20,000 cr Central Vista.
— Mahua Moitra (@MahuaMoitra) April 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Vaccinate every Indian for free.
It’s OUR money PMji. Use it for our lives not for our tombs.
">Stop ₹20,000 cr Central Vista.
— Mahua Moitra (@MahuaMoitra) April 23, 2021
Vaccinate every Indian for free.
It’s OUR money PMji. Use it for our lives not for our tombs.Stop ₹20,000 cr Central Vista.
— Mahua Moitra (@MahuaMoitra) April 23, 2021
Vaccinate every Indian for free.
It’s OUR money PMji. Use it for our lives not for our tombs.
আরও পড়ুন : কোভিড আবহেও জনসভার ভিড়ে তুষ্ট মোদি ! ক্ষমতালোভী বলে কটাক্ষ মহুয়ার
প্রসঙ্গত, নানা ইস্যুতে বরাবরই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ দেশের প্রধানমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মহুয়ার নিশানা থেকে বাদ যাননি কেউই ৷ এমনকি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইটারে ‘‘আঙ্কেলজি’’ বলেও কটাক্ষ করেছেন মহুয়া ৷