ETV Bharat / bharat

Girl Dies By Suicide: ধর্ষণের চেষ্টা ও স্নানের ভিডিয়ো ভাইরাল করার হুমকি প্রতিবেশীর, আত্মঘাতী তরুণী - আত্মহত্যা

ধর্ষণের চেষ্টা করেছিল প্রতিবেশী দুই যুবক ৷ লুকিয়ে তরুণীর স্নানের দৃশ্য ভিডিয়ো করেছিল ৷ তারপর তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিত ৷ তাতেই আত্মঘাতী ওই তরুণী ৷ উত্তরপ্রদেশের ঘটনা ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 12:38 PM IST

আগ্রা, 16 অক্টোবর: প্রতিবেশী দুই যুবক ধর্ষণের চেষ্টা করেছিল ৷ শুধু তাই নয়, তরুণীর স্নান করার ভিডিয়ো করে তা ভাইরাল করার হুমকিও দিয়েছিল ৷ তার জেরেই আত্মহত্যা করল 19 বছরের তরুণী ৷ উত্তরপ্রদেশের আগ্রার খেরাগড় থানার অন্তর্গত এলাকার ঘটনা ৷ এই ঘটনায় মেয়েটির বাবার অভিযোগ, ওই যুবকরা গোপনে মেয়েটির স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করে ৷ তারপর তা সোশাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার নাম করে ওকে হুমকি দিচ্ছিল ৷ তিনি আরও জানান, দুই অভিযুক্ত যুবক দু'দিন আগে বাড়িতে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ৷ তার প্রতিবাদ করলে তাকে মারধর করে অভিযুক্তরা ৷ এমনকি গলায় ছুরি চালানোরও চেষ্টা করে ৷

এই ঘটনায় খেরাগড় মহেশ কুমার জানান, শনিবার নিজের বাড়িতেই তরুণীর দেহ উদ্ধার হয় ৷ রবিবার মেয়েটির বাবা খেরাগড় থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে একই গ্রামের দুই যুবকের বিরুদ্ধে 323, 354, 452, 306 ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত দু'জনই পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

নিহতের বাবা পুলিশকে জানিয়েছেন, প্রতিবেশী যুবক অভিষেক ও বিষ্ণু দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে হেনস্থা করে ৷ এমনকি মেয়ে স্নান করার সময় তারা লুকিয়ে একটি ভিডিয়ো করে ৷ সেটা নিয়েই হুমকি দিচ্ছিল তারা ৷ এর মধ্যে 13 অক্টোবর শুক্রবার অভিষেক ও বিষ্ণু বাড়িতে ঢোকে ৷ মেয়ে তখন প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় ৷ খবর পেয়ে রবিবার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ এই ঘটনার পর ওই ঘর থেকে পাওয়া মেয়েটির বাবা একটি সুইসাইড নোটও থানায় দিয়ে গিয়েছেন ৷

তবে আত্মহত্যা কোনও সমস্যারই সমাধান নয় ৷ আপনি যদি আত্মহত্যার চিন্তাভাবনা করেন বা এটা নিয়ে আপনার বন্ধুর জন্য চিন্তিত হন, অথবা আপনার মানসিক সমর্থনের প্রয়োজন হয় তার জন্যও বিকল্প রয়েছে ৷ ফোন করতে পারেন স্নেহা ফাউন্ডেশনে কল করুন 04424640050 (24x7 উপলব্ধ) ৷ অথবা iCall, টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন 9152987821 নম্বরে ফোন করতে পারেন ৷ সোম থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত পাওয়া যায় ৷

আরও পড়ুন : বিয়ে ভাঙতে চাওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যা যুবকের

আগ্রা, 16 অক্টোবর: প্রতিবেশী দুই যুবক ধর্ষণের চেষ্টা করেছিল ৷ শুধু তাই নয়, তরুণীর স্নান করার ভিডিয়ো করে তা ভাইরাল করার হুমকিও দিয়েছিল ৷ তার জেরেই আত্মহত্যা করল 19 বছরের তরুণী ৷ উত্তরপ্রদেশের আগ্রার খেরাগড় থানার অন্তর্গত এলাকার ঘটনা ৷ এই ঘটনায় মেয়েটির বাবার অভিযোগ, ওই যুবকরা গোপনে মেয়েটির স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করে ৷ তারপর তা সোশাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার নাম করে ওকে হুমকি দিচ্ছিল ৷ তিনি আরও জানান, দুই অভিযুক্ত যুবক দু'দিন আগে বাড়িতে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ৷ তার প্রতিবাদ করলে তাকে মারধর করে অভিযুক্তরা ৷ এমনকি গলায় ছুরি চালানোরও চেষ্টা করে ৷

এই ঘটনায় খেরাগড় মহেশ কুমার জানান, শনিবার নিজের বাড়িতেই তরুণীর দেহ উদ্ধার হয় ৷ রবিবার মেয়েটির বাবা খেরাগড় থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে একই গ্রামের দুই যুবকের বিরুদ্ধে 323, 354, 452, 306 ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত দু'জনই পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

নিহতের বাবা পুলিশকে জানিয়েছেন, প্রতিবেশী যুবক অভিষেক ও বিষ্ণু দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে হেনস্থা করে ৷ এমনকি মেয়ে স্নান করার সময় তারা লুকিয়ে একটি ভিডিয়ো করে ৷ সেটা নিয়েই হুমকি দিচ্ছিল তারা ৷ এর মধ্যে 13 অক্টোবর শুক্রবার অভিষেক ও বিষ্ণু বাড়িতে ঢোকে ৷ মেয়ে তখন প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় ৷ খবর পেয়ে রবিবার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ এই ঘটনার পর ওই ঘর থেকে পাওয়া মেয়েটির বাবা একটি সুইসাইড নোটও থানায় দিয়ে গিয়েছেন ৷

তবে আত্মহত্যা কোনও সমস্যারই সমাধান নয় ৷ আপনি যদি আত্মহত্যার চিন্তাভাবনা করেন বা এটা নিয়ে আপনার বন্ধুর জন্য চিন্তিত হন, অথবা আপনার মানসিক সমর্থনের প্রয়োজন হয় তার জন্যও বিকল্প রয়েছে ৷ ফোন করতে পারেন স্নেহা ফাউন্ডেশনে কল করুন 04424640050 (24x7 উপলব্ধ) ৷ অথবা iCall, টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন 9152987821 নম্বরে ফোন করতে পারেন ৷ সোম থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত পাওয়া যায় ৷

আরও পড়ুন : বিয়ে ভাঙতে চাওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যা যুবকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.