ETV Bharat / bharat

Lalu Funny Jibe at Rahul: 'এখনও সময় যায়নি, এবার কথা শুনুন, বিয়েটা করে নিন'; রাহুলকে পরামর্শ লালুর - লালু প্রসাদ যাদব

রাহুল গান্ধিকে এ বার বিয়ে করার পরামর্শ দিলেন লালু প্রসাদ যাদব ৷ বিরোধী দলগুলির বৈঠকে তাঁর এই কথায় হেসে গড়িয়ে পড়েন সবাই ৷ দেখে নিন কী বলেছেন লালু ৷

Lalu Funny Jibe at Rahul
Lalu Funny Jibe at Rahul
author img

By

Published : Jun 23, 2023, 7:02 PM IST

Updated : Jun 23, 2023, 11:07 PM IST

রাহুলকে বিয়ে করার পরামর্শ লালুর

পটনা, 23 জুন: একটা সময় ছিল, যখন দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলরদের তালিকায় খেলা ও বিনোদন জগতের তারকাদের টেক্কা দিয়ে উপরের দিকে জায়গা করে নিতেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ রাজনীতির আঙিনায় অভিষেক ঘটার পরপরই হ্যান্ডসাম হাংক রাগা মহিলা মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন ৷ তাঁকে দেখার জন্য, ছোঁয়ার জন্য মেয়েদের মধ্যে উন্মাদনার ছবিও নতুন কিছু নয় ৷ সেই রাহুল আজ 53 পেরিয়েও অবিবাহিত ৷ এ বার অন্তত তিনি যাতে বিয়ের পিঁড়িতে ওঠেন, তাঁকে সেই পরামর্শ দিলেন আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব ৷ তাঁর কথায়, "এখনও সময় চলে যায়নি ৷ এ বার কথা শুনুন ৷ বিয়েটা করে নিন ৷"

যে কোনও গুরুগম্ভীর পরিবেশে লালু প্রসাদ যাদবের উপস্থিত থাকার অর্থই হল সেখানে কিছু হাসির উদ্রেক ঘটবেই ৷ রেলমন্ত্রী থাকাকালীন ভরা সংসদে রেল বাজেট বক্তৃতার কঠিন হিসেব নিকেশও জলের মতো সহজ হয়ে যেত লালুর টিপ্পনিতে ৷ রসিকতার ছলে তাঁর মন্তব্য, কখনও বা কবিতা পাঠ - এগুলিই ছিল লালুর সিগনেচার অ্যাটিটিউড ৷

সে সব অতীত ৷ বহু বছর পেরিয়ে আরজেডি সভাপতি এখন 75-এর কোঠায় ৷ তবে তিনি ফের বুঝিয়ে দিলেন, লালু আছেন লালুতেই ৷ শুক্রবার পটনায় বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকে যখন বিজেপিকে আগামী লোকসভা নির্বাচনে পর্যুদস্ত করার রণকৌশল তৈরি হচ্ছে, তারই মাঝে লালু স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় একেবারে বদলে দিলেন বৈঠকের গুরুগম্ভীর পরিবেশ ৷ সাংবাদিক সম্মেলনে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে বিয়ে করার পরামর্শ দিলেন ৷

আরও পড়ুন: একজোট হতে গেলে বিরোধীদের নমনীয় হতে হবে, বৈঠক শেষে বার্তা রাহুলের

এ দিন লালু রাহুলের উদ্দেশে বলেন, "আপনি তো আমাদের কথা শোনেননি ৷ বিয়ে করে নেওয়া উচিত ছিল ৷ সময় এখনও চলে যায়নি ৷ বিয়ে করুন ৷ আমরা বরযাত্রী যাব ৷" লালুর দাবি, তাঁকে রাহুলের মা সোনিয়া গান্ধি একসময়ে বলেছিলেন, রাহুলকে বিয়ের জন্য বোঝাতে ৷ এ ব্যাপারে রাগা মায়ের কথাও শোনেন না বলে নাকি লালুকে জানিয়েছিলেন সোনিয়া ৷ লালুর এই কথায় হেসে গড়িয়ে পড়েন বৈঠকে উপস্থিত সবাই ৷ লাজুক হাসি দেখা যায় রাহুল গান্ধির মুখেও ৷ এ দিন রাহুলের হাফ হাতা জামারও তারিফ করেন লালু প্রসাদ যাদব ৷ তাঁর মতে, সেটি যেন একেবারে 'মোদি কুর্তা'র পারফেক্ট ফয়েল ৷

তবে রসিকতার পাশাপাশি এ দিন রাহুলের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সোনিয়া-পুত্রের ভারত জোড়ো যাত্রা কর্মসূচি ও সংসদে 2,000 টাকার নোট প্রত্যাহার নিয়ে মোদি সরকারকে ঝাঁঝালো আক্রমণের জন্য রাহুলকে কুর্নিশ জানান লালু প্রসাদ যাদব ৷

রাহুলকে বিয়ে করার পরামর্শ লালুর

পটনা, 23 জুন: একটা সময় ছিল, যখন দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলরদের তালিকায় খেলা ও বিনোদন জগতের তারকাদের টেক্কা দিয়ে উপরের দিকে জায়গা করে নিতেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ রাজনীতির আঙিনায় অভিষেক ঘটার পরপরই হ্যান্ডসাম হাংক রাগা মহিলা মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন ৷ তাঁকে দেখার জন্য, ছোঁয়ার জন্য মেয়েদের মধ্যে উন্মাদনার ছবিও নতুন কিছু নয় ৷ সেই রাহুল আজ 53 পেরিয়েও অবিবাহিত ৷ এ বার অন্তত তিনি যাতে বিয়ের পিঁড়িতে ওঠেন, তাঁকে সেই পরামর্শ দিলেন আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব ৷ তাঁর কথায়, "এখনও সময় চলে যায়নি ৷ এ বার কথা শুনুন ৷ বিয়েটা করে নিন ৷"

যে কোনও গুরুগম্ভীর পরিবেশে লালু প্রসাদ যাদবের উপস্থিত থাকার অর্থই হল সেখানে কিছু হাসির উদ্রেক ঘটবেই ৷ রেলমন্ত্রী থাকাকালীন ভরা সংসদে রেল বাজেট বক্তৃতার কঠিন হিসেব নিকেশও জলের মতো সহজ হয়ে যেত লালুর টিপ্পনিতে ৷ রসিকতার ছলে তাঁর মন্তব্য, কখনও বা কবিতা পাঠ - এগুলিই ছিল লালুর সিগনেচার অ্যাটিটিউড ৷

সে সব অতীত ৷ বহু বছর পেরিয়ে আরজেডি সভাপতি এখন 75-এর কোঠায় ৷ তবে তিনি ফের বুঝিয়ে দিলেন, লালু আছেন লালুতেই ৷ শুক্রবার পটনায় বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকে যখন বিজেপিকে আগামী লোকসভা নির্বাচনে পর্যুদস্ত করার রণকৌশল তৈরি হচ্ছে, তারই মাঝে লালু স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় একেবারে বদলে দিলেন বৈঠকের গুরুগম্ভীর পরিবেশ ৷ সাংবাদিক সম্মেলনে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে বিয়ে করার পরামর্শ দিলেন ৷

আরও পড়ুন: একজোট হতে গেলে বিরোধীদের নমনীয় হতে হবে, বৈঠক শেষে বার্তা রাহুলের

এ দিন লালু রাহুলের উদ্দেশে বলেন, "আপনি তো আমাদের কথা শোনেননি ৷ বিয়ে করে নেওয়া উচিত ছিল ৷ সময় এখনও চলে যায়নি ৷ বিয়ে করুন ৷ আমরা বরযাত্রী যাব ৷" লালুর দাবি, তাঁকে রাহুলের মা সোনিয়া গান্ধি একসময়ে বলেছিলেন, রাহুলকে বিয়ের জন্য বোঝাতে ৷ এ ব্যাপারে রাগা মায়ের কথাও শোনেন না বলে নাকি লালুকে জানিয়েছিলেন সোনিয়া ৷ লালুর এই কথায় হেসে গড়িয়ে পড়েন বৈঠকে উপস্থিত সবাই ৷ লাজুক হাসি দেখা যায় রাহুল গান্ধির মুখেও ৷ এ দিন রাহুলের হাফ হাতা জামারও তারিফ করেন লালু প্রসাদ যাদব ৷ তাঁর মতে, সেটি যেন একেবারে 'মোদি কুর্তা'র পারফেক্ট ফয়েল ৷

তবে রসিকতার পাশাপাশি এ দিন রাহুলের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সোনিয়া-পুত্রের ভারত জোড়ো যাত্রা কর্মসূচি ও সংসদে 2,000 টাকার নোট প্রত্যাহার নিয়ে মোদি সরকারকে ঝাঁঝালো আক্রমণের জন্য রাহুলকে কুর্নিশ জানান লালু প্রসাদ যাদব ৷

Last Updated : Jun 23, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.