দিল্লি, 4 নভেম্বর : ভারত ও নেপালের সুদৃঢ় সম্পর্কের আরও একটি ইঙ্গিত হিসেবে শুক্রবার কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠক করবেন ভারতের সেনা প্রধান জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে । এদিকে ওই একই সময়ে পূর্ব লাদাখের চুশুলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) ভারতের দিকে নিষ্ক্রিয়তা নিয়ে ভারত ও চিনের সেনা কমান্ডার স্তরের বৈঠক হতে চলেছে ।
মে মাসে জেনেরাল নারাভানের একটি মন্তব্য ভারত-নেপাল সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলেছিল । উত্তরাখণ্ডে লিপুলেখ পাসের কাছে রাস্তা নির্মাণে নেপালের আপত্তির কারণ হিসেবে ভারতের সেনা প্রধান বলেছিলেন, নেপাল "অন্য কারও নির্দেশে" কাজ করছে ।
বৃহস্পতিবার নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি যখন ভারতীয় সেনাপ্রধানকে নেপালের সেনাবাহিনীর জেনেরাল পদে ভূষিত করবেন, তখনই কেটে যাবে সব সংশয় । রচিত হবে ইতিহাস । ঐতিহ্য অনুযায়ী এবং ভারত- নেপালের সুসম্পর্কের ইঙ্গিত দিয়ে, উভয় দেশের সেনা প্রধানদের একে-অপরের "সম্মানিত জেনেরাল" মনোনীত করা হয়েছে ।
গতকাল সন্ধ্যায় জেনেরাল নারাভানে এক বিবৃতিতে বলেন, "আমি নিশ্চিত যে এই সফর দু'দেশের সেনাবাহিনীর সম্পর্ককে আরও মজবুত করবে । একইসঙ্গে নেপালের প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর সুযোগ পেয়েও কৃতজ্ঞ । নেপালের রাষ্ট্রপতি কর্তৃক নেপালি সেনাবাহিনীর জেনেরাল পদকে ভূষিত হওয়া আমার কাছে একটি বড় সম্মানের বিষয় হতে চলেছে । আমি এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ।"
একমাস আগে তিনি এবং বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা মায়ানমার সফর করেছিলেন ।