ETV Bharat / bharat

বেআইনিভাবে কোভিড ওষুধ মজুতে দোষী সাব্যস্ত গৌতম গম্ভীর ফাউন্ডেশন - কোভিড ওষুধ

বেআইনিভাবে কোভিড ওষুধ মজুত ও সরবরাহ করার অভিযোগে দোষী সাব্যস্ত হল গৌতম গম্ভীর ফাউন্ডেশন (Gautam Gambhir foundation) ৷ তাদের বিরুদ্ধে অবিলম্নে ব্যবস্থা নেবে DCGI ৷

Gautam Gambhir foundation guilty of unauthorisedly stocking Covid medicines, DCGI says to Delhi high court
বেআইনিভাবে কোভিড ওষুধ মজুতে দোষী সাব্যস্ত গৌতম গম্ভীর ফাউন্ডেশন
author img

By

Published : Jun 3, 2021, 2:28 PM IST

নয়াদিল্লি, 3 জুন : বেআইনিভাবে কোভিড ওষুধ মজুত করার জন্য গৌতম গম্ভীর ফাউন্ডেশনকে (Gautam Gambhir foundation) দোষী সাব্যস্ত করেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)৷ দিল্লি হাইকোর্টে চলা শুনানিতে তারা জানিয়েছে, অবিলম্বে ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷

এ দিন দিল্লি হাইকোর্টে DCGI জানিয়েছে, কোভিড রোগীদের চিকিত্সার জন্য ব্যবহার ওষুধ ফ্যাবিফ্লু বেআইনিভাবে মজুত ও সরবরাহ করায় দোষী সাব্যস্ত হয়েছে গৌতম গম্ভীর ফাউন্ডেশন ৷ অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ কড়া পদক্ষেপ করা হবে ডিলারদের বিরুদ্ধেও ৷ একই অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে বিধায়র প্রবীণ কুমারকেও ৷

আরও পড়ুন: টিকাকরণের জের, রক্তশূন্য মালদা হাসপাতাল; চিন্তা বাড়ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়ে

এই নিয়ে তিনটি মামলায় তাদের পরবর্তী গতিবিধি 6 সপ্তাহের মধ্যে জানানোর জন্য ড্রাগ কন্ট্রোলারকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ মামলার পরবর্তী শুনানি হবে 29 জুলাই ৷

নয়াদিল্লি, 3 জুন : বেআইনিভাবে কোভিড ওষুধ মজুত করার জন্য গৌতম গম্ভীর ফাউন্ডেশনকে (Gautam Gambhir foundation) দোষী সাব্যস্ত করেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)৷ দিল্লি হাইকোর্টে চলা শুনানিতে তারা জানিয়েছে, অবিলম্বে ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷

এ দিন দিল্লি হাইকোর্টে DCGI জানিয়েছে, কোভিড রোগীদের চিকিত্সার জন্য ব্যবহার ওষুধ ফ্যাবিফ্লু বেআইনিভাবে মজুত ও সরবরাহ করায় দোষী সাব্যস্ত হয়েছে গৌতম গম্ভীর ফাউন্ডেশন ৷ অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ কড়া পদক্ষেপ করা হবে ডিলারদের বিরুদ্ধেও ৷ একই অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে বিধায়র প্রবীণ কুমারকেও ৷

আরও পড়ুন: টিকাকরণের জের, রক্তশূন্য মালদা হাসপাতাল; চিন্তা বাড়ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়ে

এই নিয়ে তিনটি মামলায় তাদের পরবর্তী গতিবিধি 6 সপ্তাহের মধ্যে জানানোর জন্য ড্রাগ কন্ট্রোলারকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ মামলার পরবর্তী শুনানি হবে 29 জুলাই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.