ETV Bharat / bharat

Gautam Adani on FPO Withdrawn: বাজার অস্থির, তাই এফপিও প্রত্যাহারের সিদ্ধান্ত ! ভিডিয়ো বার্তায় দাবি আদানির

author img

By

Published : Feb 2, 2023, 1:42 PM IST

Updated : Feb 2, 2023, 3:55 PM IST

আদানি গোষ্ঠীর প্রধান সংস্থার সমস্ত সাবস্ক্রাইব করা শেয়ার বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ কেন এই পদক্ষেপ করা হল ? এই প্রসঙ্গে কী বার্তা দিলেন গৌতম আদানি (Gautam Adani on FPO Withdrawn) ?

Gautam Adani claims FPO Withdrawn related decision has been taken due to market volatility
গৌতম আদানির বার্তা
ভিডিয়ো বার্তা আদানির

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: বাজারে তৈরি হওয়া টালমাটাল পরিস্থিতির জন্যই আদানি গোষ্ঠীর প্রধান সংস্থার সমস্ত সাবস্ক্রাইব করা শেয়ার বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে ৷ এমনটাই দাবি করেছেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি (Gautam Adani on FPO Withdrawn) ৷

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ সামনে এনেছেন মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research Report Controversy) ৷ তার জেরে আদানি গোষ্ঠীর এখনও পর্যন্ত 9 হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ৷ আদানি গোষ্ঠীর অধীনস্ত বিভিন্ন সংস্থার শেয়ারের দাম লাগাতার পড়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: হিন্ডেনবার্গের ধাক্কা, গৌতমকে হটিয়ে ফের বিশ্বের ধনীতম ভারতীয় মুকেশ

বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর পক্ষ থেকে মুখ খোলেন গৌতম আদানি স্বয়ং ৷ সংবাদমাধ্যমে ইতিমধ্য়েই তাঁর একটি ভিডিয়ো বার্তা সামনে এসেছে ৷ তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমরা গতকালই সম্পূর্ণ সাবস্ক্রাইবযুক্ত এফপিও প্রত্য়াহারের সিদ্ধান্ত নিয়েছি ৷ আমাদের এই সিদ্ধান্ত হয়তো অনেককেই অবাক করেছে ৷ কিন্তু, গতকাল বাজারে যে অস্থিরতা দেখা গিয়েছিল, তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমাদের বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এফপিও নিয়ে আমাদের সেই সিদ্ধান্তই নেওয়া উচিত, যা নৈতিকভাবে সঠিক হবে ৷"

গৌতম আদানির দাবি, তাঁদের এই পদক্ষেপের ফলে সংস্থার বর্তমান পরিস্থিতি কোনওভাবেই প্রভাবিত হবে না ৷ তিনি বলেন, "সংশ্লিষ্ট সমস্ত প্রকল্পগুলি যাতে সময় মতো শেষ করা যায় এবং সঠিকভাবে রূপায়িত করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করে যাব ৷"

একইসঙ্গে তাঁর আরও দাবি, "আমাদের ব্যালান্স শিট যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এবং আমাদের হাতে অনেক সম্পদ রয়েছে ৷ আমাদের নগদ লেনদেন অব্যাহত রয়েছে এবং ঋণ শোধ করার ক্ষেত্রে আমাদের অতীত যথেষ্ট ইতিবাচক ৷ দীর্ঘমেয়াদি সম্পদ তৈরি এবং অভ্যন্তরীণ সঞ্চয়ে মনোনিবেশ করে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য ৷ ইএসজির প্রতি আমাদের সর্বদা নজর রয়েছে ৷ আমাদের হাতে যতগুলি ব্যবসা রয়েছে, সেগুলি থেকে যাতে সম্পদ তৈরি করা যায়, দায়িত্ব নিয়ে আমরা সেই কাজ করে যাব ৷ বিশ্বব্যাপী বহু অংশীদারের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে ৷ তাদের কাছ থেকেই আমরা আমাদের পরিচালনা নীতির শক্তিশালী বৈধতা অর্জন করেছি ৷"

ভিডিয়ো বার্তা আদানির

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: বাজারে তৈরি হওয়া টালমাটাল পরিস্থিতির জন্যই আদানি গোষ্ঠীর প্রধান সংস্থার সমস্ত সাবস্ক্রাইব করা শেয়ার বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে ৷ এমনটাই দাবি করেছেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি (Gautam Adani on FPO Withdrawn) ৷

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ সামনে এনেছেন মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research Report Controversy) ৷ তার জেরে আদানি গোষ্ঠীর এখনও পর্যন্ত 9 হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ৷ আদানি গোষ্ঠীর অধীনস্ত বিভিন্ন সংস্থার শেয়ারের দাম লাগাতার পড়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: হিন্ডেনবার্গের ধাক্কা, গৌতমকে হটিয়ে ফের বিশ্বের ধনীতম ভারতীয় মুকেশ

বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর পক্ষ থেকে মুখ খোলেন গৌতম আদানি স্বয়ং ৷ সংবাদমাধ্যমে ইতিমধ্য়েই তাঁর একটি ভিডিয়ো বার্তা সামনে এসেছে ৷ তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমরা গতকালই সম্পূর্ণ সাবস্ক্রাইবযুক্ত এফপিও প্রত্য়াহারের সিদ্ধান্ত নিয়েছি ৷ আমাদের এই সিদ্ধান্ত হয়তো অনেককেই অবাক করেছে ৷ কিন্তু, গতকাল বাজারে যে অস্থিরতা দেখা গিয়েছিল, তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আমাদের বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এফপিও নিয়ে আমাদের সেই সিদ্ধান্তই নেওয়া উচিত, যা নৈতিকভাবে সঠিক হবে ৷"

গৌতম আদানির দাবি, তাঁদের এই পদক্ষেপের ফলে সংস্থার বর্তমান পরিস্থিতি কোনওভাবেই প্রভাবিত হবে না ৷ তিনি বলেন, "সংশ্লিষ্ট সমস্ত প্রকল্পগুলি যাতে সময় মতো শেষ করা যায় এবং সঠিকভাবে রূপায়িত করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করে যাব ৷"

একইসঙ্গে তাঁর আরও দাবি, "আমাদের ব্যালান্স শিট যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এবং আমাদের হাতে অনেক সম্পদ রয়েছে ৷ আমাদের নগদ লেনদেন অব্যাহত রয়েছে এবং ঋণ শোধ করার ক্ষেত্রে আমাদের অতীত যথেষ্ট ইতিবাচক ৷ দীর্ঘমেয়াদি সম্পদ তৈরি এবং অভ্যন্তরীণ সঞ্চয়ে মনোনিবেশ করে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য ৷ ইএসজির প্রতি আমাদের সর্বদা নজর রয়েছে ৷ আমাদের হাতে যতগুলি ব্যবসা রয়েছে, সেগুলি থেকে যাতে সম্পদ তৈরি করা যায়, দায়িত্ব নিয়ে আমরা সেই কাজ করে যাব ৷ বিশ্বব্যাপী বহু অংশীদারের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে ৷ তাদের কাছ থেকেই আমরা আমাদের পরিচালনা নীতির শক্তিশালী বৈধতা অর্জন করেছি ৷"

Last Updated : Feb 2, 2023, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.