নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: দিনকয়েক আগেই ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স জানিয়েছিল, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ৷ এবার সেই তালিকায় একধাপ এগোলেন আদানি গ্রুপের চেয়ারম্যান । ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, গৌতম আদানি এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি (Gautam Adani Becomes Worlds Second Richest Man)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত এই বিজনেস টাইকুন সম্পত্তির হিসেবে ছাড়িয়ে গিয়েছেন অ্যামাজন বস জেফ বেজোস এবং লুই ভিটনের বার্নার্ড আর্নল্টকে ।
শুক্রবার প্রকাশিত ফোর্বস ওয়ার্ল্ড বিলিয়নেয়ার্স লিস্ট (Forbes Worlds Billionaires List) অনুযায়ী, আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এই মুহূর্তে 2 নম্বরে রয়েছেন ৷ তাঁর পরিবারের সম্পত্তির পরিমাণ 154.7 বিলিয়ন মার্কিন ডলার (1 লক্ষ 54 হাজার 700 কোটি মার্কিন ডলার) ৷ আদানি গ্রুপের এনার্জি, বন্দর, লজিস্টিকস, খনি, গ্যাস, প্রতিরক্ষা, এরোস্পেস এবং বিমানবন্দরের ব্যবসা রয়েছে ৷ রিল্যায়ান্স ইনডাস্ট্রিজ এবং টাটা গ্রুপের পর ভারতে তৃতীয় বৃহত্তম শিল্প সংস্থা আদানি গ্রুপ ৷
আদানি গ্রুপের (Adani group companies) আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন ৷ বিগত 5 বছরেরও বেশি সময় ধরে আদানি এন্টারপ্রাইজ বিমানবন্দর, সিমেন্ট, কপার শোধন, ডাটা সেন্টার, গ্রিন হাইড্রোজেন, পেট্রেকেমিক্যাল শোধন, রাস্তা এবং সোলার সেল প্রস্তুতিতে বিনিয়োগ করেছে ৷
আরও পড়ুন : বাংলায় 25 হাজার কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি আদানির
করোনাকালে সারা বিশ্ব যখন মন্দা দেখেছে, তখনও উল্লেখযোগ্য হারে বেড়েছে আদানির সম্পত্তির পরিমাণ । গত এক বছরে প্রতি সপ্তাহে প্রায় 6 হাজার কোটি ডলার করে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ ৷ সব মিলিয়ে এক বছরে 49 বিলিয়ন ডলার অর্থাৎ 4 হাজার 900 কোটি ডলার বৃদ্ধি পেয়েছে । অন্যদিকে, মোট 92 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে তালিকায় অষ্টম স্থানে রয়েছেন রিলায়্যান্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানি ।