রাজনন্দগাঁও(ছত্তিশগড়), 15 এপ্রিল : ময়লা বয়ে নিয়ে যাওয়ার গাড়িতে করে কোভিডে মৃত তিন রোগীর দেহ নিয়ে যাওয়ার অভিযোগ ৷ ছত্তিশগড়ের রাজনন্দগাঁও-র ঘটনায় নগর পঞ্চায়েত দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজনন্দগাঁও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷
এ নিয়ে জেলার রাজনন্দগাঁও-র স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, বুধবার তিন কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয় ৷ অভিযোগ উঠেছে তাঁদের দেহগুলি কোভিডের নিয়মবিধি না মেনে ময়লা ফেলার গাড়িতে করে কোভিডের জন্য নির্ধারিত শ্মশানে নিয়ে যাওয়া হয় ৷ তিনি আরও জানান, ওই ময়লা ফেলার গাড়িগুলি বর্তমানে জন সচেতনার কাছে ব্যবহার করা হচ্ছিল ৷ এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত আধিকারিকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছে মৃতদের পরিবারের সদস্যরা ৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস প্রার্থীর, স্থগিত সামশেরগঞ্জের ভোটগ্রহণ
এ নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কোভিডে নিহতদের দেহ নির্ধারিত শ্মশানে নিয়ে যাওয়ার দায়িত্ব নগর পঞ্চায়েত দফতরের ৷ তবে, এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন ওই স্বাস্থ্য আধিকারিক ৷