গাজিপুর, 29 এপ্রিল: রাহুল গান্ধির পর এবার উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টির এক সাংসদ পদ খোয়াতে চলেছেন ৷ গ্যাংস্টার মামলায় গাজিপুর থেকে বহুজন সমাজ পার্টি (বিএসপি) সাংসদ আফজাল আনসারিকে শনিবার দোষী সাব্যস্ত করেছে এমপি-এমএলএ বিশেষ আদালত ৷ বিএসপি সাংসদ আফজাল আনসারি ও তার ভাই মুখতার আনসারিকে গ্যাংস্টার আইনে যথাক্রমে চার বছর এবং 10 বছরের কারাদণ্ডেরও নির্দেশ দেয়েছে আদালত । যার জেরে এবার সাংসদ পদ খারিজ হচ্ছে বিএসপি সাংসদের ৷
এদিন গাজিপুরের সাংসদ-বিধায়ক বিশেষ আদালত বিএসপি সাংসদ এবং তার ভাইকে রাজ্যের গ্যাংস্টার এবং অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিস (প্রতিরোধ) আইনে দায়ের করা একটি মামলায় চার বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে ৷ 2007 সালে গাজিপুর জেলার মহম্মদবাদ থানার মামলায় জামিনে ছিলেন আফজাল আনসারি। এর আগে, একই আদালত আফজালের ছোট ভাই অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার একটি মামলায় 10 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। এই মুহূর্তে মুখতার বান্দা জেলা কারাগারে বন্দি ।
সরকারি আইনজীবী নীরজ শ্রীবাস্তব জানান, মামলায় মোট সাতজন সাক্ষী ছিলেন। তিনি বলেন, “আদালত রাজ্য গ্যাংস্টার আইনের মামলায় আফজাল আনসারিকে দোষী সাব্যস্ত করেছে ৷ এরপরই তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। আদালত আফজাল আনসারিকে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে ৷”
এর আগে অবশ্য মুখতার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির দিয়েছিলেন। সরকারি আইনজীবী জানান, আদালত এই একই মামলায় মুখতারকেও দোষী সাব্যস্ত করেছে ৷ তাঁকে 10 বছরের কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে ৷ সেই সঙ্গে, সরকারি আইনজীবী জানিয়েছেন, মুখতারের মামলায় 10 জন সাক্ষী ছিলেন ৷ আদালত সূত্রে খবর, এই মামলা নিয়ে মোট চারটি মামলায় দোষী সাব্যস্ত হল পাঁচবারের বিধায়ক মুখতার। অন্যদিকে আফজাল আনসারি এবং মুখতার আনসারির মামলায় এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তাদের আইনজীবী লিয়াকত আলি ৷
উল্লেখ্য, 2007 সালের নভেম্বরে মুখতার এবং আফজাল আনসারির বিরুদ্ধে গ্যাংস্টার এবং অসামাজিক কার্যকলাপ (প্রতিরোধ) আইনের মামলা দায়ের করে গাজিপুর পুলিশ। পুলিশ সূত্রে খবর, 2005 সালের নভেম্বরে গাজিপুর জেলার ভাওয়ারকোল এলাকায় বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাই এবং অন্য ছয়জনকে হত্যার ঘটনায় যুক্ত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যদিও পরে তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের কাছে যায় ৷ 2019 সালে দিল্লির বিশেষ সিবিআই আদালত অবশ্য কৃষ্ণানন্দ রাই হত্যা মামলায় আফজাল, মুখতার-সহ সকলকেই খালাস করে দিয়েছিল ৷ এবার পের সেই মামলায় দোষী সাব্যস্ত হলেন দুজনেই ৷