গান্ধিনগর, 31 জানুয়ারি: এক শিষ্যাকে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু (life imprisonment for Asaram Bapu) ৷ গান্ধিনগরের সেশন কোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে ৷ সোমবারই এই ঘটনায় দোষী সাব্যস্ত হন আশারাম ৷ এদিন তার সাজা ঘোষণা হল ৷ বর্তমানে অন্য একটি মামলায় জেলেই রয়েছেন স্বঘোষিত এই ধর্মগুরু ৷
-
Gandhinagar Sessions Court sentenced self-styled godman Asaram to life imprisonment in connection with a decade-old sexual assault case. pic.twitter.com/UgIdHOsuiq
— ANI (@ANI) January 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Gandhinagar Sessions Court sentenced self-styled godman Asaram to life imprisonment in connection with a decade-old sexual assault case. pic.twitter.com/UgIdHOsuiq
— ANI (@ANI) January 31, 2023Gandhinagar Sessions Court sentenced self-styled godman Asaram to life imprisonment in connection with a decade-old sexual assault case. pic.twitter.com/UgIdHOsuiq
— ANI (@ANI) January 31, 2023
উল্লেখ্য, এদিন যে মামলায় যাবজ্জীবনের সাজা পেলেন আশারাম বাপু, সেটি 2013 সালের অভিযোগ ৷ সেই সময়ে ওই মহিলা আমেদাবাদের চন্দখেড়া পুলিশ স্টেশনে স্বঘোষিত ওই ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ৷ মহিলার অভিযোগ ছিল, 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন তিনি আশারামের আশ্রমে ছিলেন তখন তাঁকে একাধিকবার ধর্ষণ করেন ওই ধর্মগুরু ৷ এই মামলাতেই দীর্ঘ প্রায় 10 বছর পর সাজা ঘোষণা হল আশারামের (Asaram Bapu convicted) ৷
আরও পড়ুন: পরিবারের অমতে প্রেম, ডাক্তারি ছাত্রীকে খুন করলেন আপনজনেরা !
বর্তমানে 81 বছরের এই ধর্মগুরু যোধপুরের একটি জেলে রয়েছেন ৷ রাজস্থানের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে ৷ সেই মামলাতেও দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন হয় আশারামের ৷ এদিন সেশন কোর্টের বিচারক ডিকে সোনি আশারাম বাপুর এই সাজা ঘোষণা করেন ৷ তবে এই ঘটনায় অভিযুক্ত অপর 6 জনকে প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছে আদালত ৷ তাঁদের মধ্যে রয়েছেন আশারামের স্ত্রীও ৷
2013 সালের এই মামলায় ভারতীয় দণ্ডবিধির 376 (2), 377 ধারায় অভিযোগ দায়ের হয় স্বঘোষিত এই ধর্মগুরুর বিরুদ্ধে ৷ ধর্ষণের পাশাপাশি বলপূর্বক আটকে রাখার অভিযোগও ছিল তার বিরুদ্ধে ৷ এর আগে ধর্ষণের অন্য একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর শীর্ষ আদালতের দ্বারস্থ হন আশারাম ৷ আবেদন করেন সাজা কমানোর ৷ তবে তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷
আরও পড়ুন: কানাডার ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরে ভারত বিরোধী গ্রাফিতি