ETV Bharat / bharat

Gaganyaan: শনিতে গগনযান উড়ানের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ, কখন দেখা যাবে সরাসরি ? জানাল ইসরো

ISRO to Launch Gaganyaan Test-Vehicle: গগনযান উড়ানের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে ইসরো ৷ 21 অক্টোবর অর্থাৎ শনিবার সকাল আটটায় শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে এই উৎক্ষেপণ হবে ৷ আর এই প্রক্রিয়া সকাল 7.30টা থেকেই সরাসরি দেখা যাবে বলে জানিয়েছে ইসরো ।

Gaganyaan
গগনযান
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 2:59 PM IST

শ্রীহরিকোটা, 20 অক্টোবর: ইসরোর মানব মহাকাশ উড়ান প্রকল্প গগনযানের প্রথম ক্রু মডিউলের পরীক্ষা আগামিকাল ৷ শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে ৷ একক-পর্যায়ের তরল রকেট, টিভি-ডি1-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ শনিবার সকাল 7.30টা থেকে সরাসরি দেখা যাবে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷

এই অভিযানে মহাকাশ সংস্থার লক্ষ্য, তিন দিনের জন্য মানুষকে 400 কিলোমিটারের লো আর্থ অরবিট বা পৃথিবীর নিম্নের কক্ষপথে মহাকাশে পাঠানো এবং তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসা নিশ্চিত করা । শনিবার সকাল আটটায় শ্রীহরিকোটার প্রথম লঞ্চ প্যাড থেকে পরীক্ষামূলক যান (টিভি-ডি1) ছাড়বে । ক্রু মডিউল সিস্টেম একটি মানুষের বাসযোগ্য স্থান, যা ক্রুদের নিরাপত্তা এবং মহাকাশে বেঁচে থাকার জন্য পৃথিবীর মতো পরিবেশ দিয়ে তৈরি করা হয়েছে ।

এই ক্রু মডিউলের সঙ্গে টেস্ট ভেহিক্যাল মিশন সামগ্রিক গগনযান প্রোগ্রামের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক ৷ কারণ এটি একটি প্রায় সম্পূর্ণ সিস্টেম যা ফ্লাইট পরীক্ষার জন্য প্রস্তুত । ইসরো বলেছে, "ক্রু মডিউল (সিএম) হল যেখানে মহাকাশচারীরা গগনযান মিশনের সময় চাপযুক্ত পৃথিবীর ন্যায় বায়ুমণ্ডলীয় অবস্থায় থাকে ৷"

আরও পড়ুন: গগনযানের উড়ানের পরীক্ষামূলক উৎক্ষেপণ, দিনক্ষণ জানালো ইসরো

চাপহীন ক্রু মডিউল সংস্করণে প্রকৃত গগনযান সিএম-এর সামগ্রিক আকার এবং ভর রয়েছে । ইসরো জানিয়েছে, "এটিতে ক্ষয় এবং পুনরুদ্ধারের জন্য সমস্ত সিস্টেম রয়েছে । প্যারাসুটের সম্পূর্ণ সেটের সঙ্গে, পুনরুদ্ধারে সহায়তা করে অ্যাকচুয়েশন সিস্টেম এবং পাইরোস । সিএম-এর অ্যাভিওনিক্স সিস্টেমগুলি নেভিগেশন, সিকোয়েন্সিং, টেলিমেট্রি, ইন্সট্রুমেন্টেশন এবং পাওয়ারের জন্য ডুয়াল রিডানডেন্ট মোড কনফিগারেশনে রয়েছে ৷"

এই মিশনে সিএম বিভিন্ন মিশন সিস্টেমের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য ফ্লাইট ডেটা ক্যাপচার করার উপকরণ হিসাবে কাজ করে । ক্রু মডিউলটি বঙ্গোপসাগরে স্পর্শ করবে, ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ এবং ডাইভিং দল ব্যবহার করে সেখান থেকে এটি উদ্ধার করা হবে ৷ টিভি-ডি1 হল গগনযান মিশনের অধীনে প্রথম ডেভেলপমেন্ট ফ্লাইট টেস্ট ভেহিকেল ৷

পরীক্ষামূলক উড়ানের সাফল্য পরবর্তী যোগ্যতা পরীক্ষা এবং মনুষ্যবিহীন মিশনের জন্য পর্যায় নির্ধারণ করতে সাহায্য করবে, যা অবশেষে ভারতীয় মহাকাশচারীদের সঙ্গে প্রথম গগনযান প্রোগ্রামে নেতৃত্ব দেবে । টেস্ট ভেহিক্যাল অ্যাবর্ট মিশনটি 17 কিলোমিটার উচ্চতায় ক্রু এস্কেপ সিস্টেম চালু করবে, যা শ্রীহরিকোটার পূর্ব উপকূল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সমুদ্রে নিরাপদে স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে ।

শ্রীহরিকোটা, 20 অক্টোবর: ইসরোর মানব মহাকাশ উড়ান প্রকল্প গগনযানের প্রথম ক্রু মডিউলের পরীক্ষা আগামিকাল ৷ শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে ৷ একক-পর্যায়ের তরল রকেট, টিভি-ডি1-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ শনিবার সকাল 7.30টা থেকে সরাসরি দেখা যাবে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷

এই অভিযানে মহাকাশ সংস্থার লক্ষ্য, তিন দিনের জন্য মানুষকে 400 কিলোমিটারের লো আর্থ অরবিট বা পৃথিবীর নিম্নের কক্ষপথে মহাকাশে পাঠানো এবং তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসা নিশ্চিত করা । শনিবার সকাল আটটায় শ্রীহরিকোটার প্রথম লঞ্চ প্যাড থেকে পরীক্ষামূলক যান (টিভি-ডি1) ছাড়বে । ক্রু মডিউল সিস্টেম একটি মানুষের বাসযোগ্য স্থান, যা ক্রুদের নিরাপত্তা এবং মহাকাশে বেঁচে থাকার জন্য পৃথিবীর মতো পরিবেশ দিয়ে তৈরি করা হয়েছে ।

এই ক্রু মডিউলের সঙ্গে টেস্ট ভেহিক্যাল মিশন সামগ্রিক গগনযান প্রোগ্রামের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক ৷ কারণ এটি একটি প্রায় সম্পূর্ণ সিস্টেম যা ফ্লাইট পরীক্ষার জন্য প্রস্তুত । ইসরো বলেছে, "ক্রু মডিউল (সিএম) হল যেখানে মহাকাশচারীরা গগনযান মিশনের সময় চাপযুক্ত পৃথিবীর ন্যায় বায়ুমণ্ডলীয় অবস্থায় থাকে ৷"

আরও পড়ুন: গগনযানের উড়ানের পরীক্ষামূলক উৎক্ষেপণ, দিনক্ষণ জানালো ইসরো

চাপহীন ক্রু মডিউল সংস্করণে প্রকৃত গগনযান সিএম-এর সামগ্রিক আকার এবং ভর রয়েছে । ইসরো জানিয়েছে, "এটিতে ক্ষয় এবং পুনরুদ্ধারের জন্য সমস্ত সিস্টেম রয়েছে । প্যারাসুটের সম্পূর্ণ সেটের সঙ্গে, পুনরুদ্ধারে সহায়তা করে অ্যাকচুয়েশন সিস্টেম এবং পাইরোস । সিএম-এর অ্যাভিওনিক্স সিস্টেমগুলি নেভিগেশন, সিকোয়েন্সিং, টেলিমেট্রি, ইন্সট্রুমেন্টেশন এবং পাওয়ারের জন্য ডুয়াল রিডানডেন্ট মোড কনফিগারেশনে রয়েছে ৷"

এই মিশনে সিএম বিভিন্ন মিশন সিস্টেমের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য ফ্লাইট ডেটা ক্যাপচার করার উপকরণ হিসাবে কাজ করে । ক্রু মডিউলটি বঙ্গোপসাগরে স্পর্শ করবে, ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ এবং ডাইভিং দল ব্যবহার করে সেখান থেকে এটি উদ্ধার করা হবে ৷ টিভি-ডি1 হল গগনযান মিশনের অধীনে প্রথম ডেভেলপমেন্ট ফ্লাইট টেস্ট ভেহিকেল ৷

পরীক্ষামূলক উড়ানের সাফল্য পরবর্তী যোগ্যতা পরীক্ষা এবং মনুষ্যবিহীন মিশনের জন্য পর্যায় নির্ধারণ করতে সাহায্য করবে, যা অবশেষে ভারতীয় মহাকাশচারীদের সঙ্গে প্রথম গগনযান প্রোগ্রামে নেতৃত্ব দেবে । টেস্ট ভেহিক্যাল অ্যাবর্ট মিশনটি 17 কিলোমিটার উচ্চতায় ক্রু এস্কেপ সিস্টেম চালু করবে, যা শ্রীহরিকোটার পূর্ব উপকূল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সমুদ্রে নিরাপদে স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.