ETV Bharat / bharat

Amritpal Singh Wife Detained: লন্ডনে যাওয়ার পথে অমৃতসর বিমানবন্দরে আটক অমৃতপালের স্ত্রী

লন্ডনে যাওয়ার পথে অমৃতসর বিমানবন্দরে আটক হলেন পলাতক মৌলবাদী প্রচারক অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌর ৷

Amritpal Singh Wife Detained ETv bharat
অমৃতপালের স্ত্রী
author img

By

Published : Apr 20, 2023, 2:01 PM IST

চণ্ডীগড়/অমৃতসর, 20 এপ্রিল: পলাতক মৌলবাদী প্রচারক অমৃতপাল সিংয়ের স্ত্রীকে অমৃতসর বিমানবন্দর থেকে আটক করল পঞ্জাব পুলিশ । সূত্র থেকে জানা গিয়েছে, অমৃতপাল সিংয়ের স্ত্রী লন্ডনে যাচ্ছিলেন ৷ সেই সময়ই তাঁর পথ আটকান অভিবাসন দফতরের আধিকারিকরা ৷ পুলিশের এই পদক্ষেপের পর শীঘ্রই অমৃতপাল সিং-কেও হেফাজতে নেওয়া সম্ভব হবে বলে জল্পনা শুরু হয়েছে ৷

অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌরকে অমৃতসর বিমানবন্দর থেকে আজ আটক করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র ৷ লন্ডনের বিমানে ওঠার আগেই তাঁকে আটকান অভিবাসন কর্মীরা ৷ জানা গিয়েছে, অভিবাসন কর্তৃপক্ষ অমৃতপাল সিংয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ৷

Amritpal Singh Wife Detained
অমৃতসর বিমানবন্দরে আটক অমৃতপাল সিংয়ের স্ত্রী

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ব্রিটেনের কিরণদীপ কৌরের সঙ্গে বিয়ে হয় অমৃতপাল সিংয়ের ৷ তিনি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে পুলিশের তল্লাশি অভিযান শুরুর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও এই কট্টরপন্থী প্রচারক অধরা রয়ে গিয়েছেন ৷ তাঁকে গ্রেফতার করার জন্য অভিযান এখনও অব্যাহত রেখেছে পঞ্জাব পুলিশ ৷

পুলিশ 18 মার্চ অমৃতপাল সিং এবং তাঁর সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে'-এর সদস্যদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করে । অমৃতপাল এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে ৷ বিভিন্ন শ্রেণির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশ কর্মীদের উপর হামলা এবং সরকারি কর্মচারীদের দ্বারা আইনানুগ দায়িত্ব পালনে বাধা সৃষ্টির সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি ফৌজদারি মামলা চলছে অমৃতপাল সিং ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ৷

এর আগে জানা গিয়েছিল যে, অমৃতপালের মতোই পুলিশের চোখে ধুলো দিয়ে বেপাত্তা হয়ে গিয়েছে তাঁর পরিবারও ৷ একটি সূত্র দাবি করেছিল যে, গত 29 মার্চ থেকে খোঁজ মিলছিল না অমৃতপালের স্ত্রী ও বাবা-মায়ের ৷ নিজেদের বাড়িতে তাঁদের পাওয়া যায়নি ৷ পুলিশের কড়া নিরাপত্তা সত্ত্বেও অমৃতপালের পরিবার কীভাবে বেপাত্তা হল তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ এ বার এই মৌলবাদী প্রচারকের স্ত্রীকে আটক করল পুলিশ ৷

আরও পড়ুন: অমৃতপালের সহযোগী পাপলপ্রীতকে গ্রেফতার করল পুলিশ

চণ্ডীগড়/অমৃতসর, 20 এপ্রিল: পলাতক মৌলবাদী প্রচারক অমৃতপাল সিংয়ের স্ত্রীকে অমৃতসর বিমানবন্দর থেকে আটক করল পঞ্জাব পুলিশ । সূত্র থেকে জানা গিয়েছে, অমৃতপাল সিংয়ের স্ত্রী লন্ডনে যাচ্ছিলেন ৷ সেই সময়ই তাঁর পথ আটকান অভিবাসন দফতরের আধিকারিকরা ৷ পুলিশের এই পদক্ষেপের পর শীঘ্রই অমৃতপাল সিং-কেও হেফাজতে নেওয়া সম্ভব হবে বলে জল্পনা শুরু হয়েছে ৷

অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌরকে অমৃতসর বিমানবন্দর থেকে আজ আটক করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র ৷ লন্ডনের বিমানে ওঠার আগেই তাঁকে আটকান অভিবাসন কর্মীরা ৷ জানা গিয়েছে, অভিবাসন কর্তৃপক্ষ অমৃতপাল সিংয়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ৷

Amritpal Singh Wife Detained
অমৃতসর বিমানবন্দরে আটক অমৃতপাল সিংয়ের স্ত্রী

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ব্রিটেনের কিরণদীপ কৌরের সঙ্গে বিয়ে হয় অমৃতপাল সিংয়ের ৷ তিনি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে পুলিশের তল্লাশি অভিযান শুরুর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও এই কট্টরপন্থী প্রচারক অধরা রয়ে গিয়েছেন ৷ তাঁকে গ্রেফতার করার জন্য অভিযান এখনও অব্যাহত রেখেছে পঞ্জাব পুলিশ ৷

পুলিশ 18 মার্চ অমৃতপাল সিং এবং তাঁর সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে'-এর সদস্যদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করে । অমৃতপাল এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে ৷ বিভিন্ন শ্রেণির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশ কর্মীদের উপর হামলা এবং সরকারি কর্মচারীদের দ্বারা আইনানুগ দায়িত্ব পালনে বাধা সৃষ্টির সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি ফৌজদারি মামলা চলছে অমৃতপাল সিং ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ৷

এর আগে জানা গিয়েছিল যে, অমৃতপালের মতোই পুলিশের চোখে ধুলো দিয়ে বেপাত্তা হয়ে গিয়েছে তাঁর পরিবারও ৷ একটি সূত্র দাবি করেছিল যে, গত 29 মার্চ থেকে খোঁজ মিলছিল না অমৃতপালের স্ত্রী ও বাবা-মায়ের ৷ নিজেদের বাড়িতে তাঁদের পাওয়া যায়নি ৷ পুলিশের কড়া নিরাপত্তা সত্ত্বেও অমৃতপালের পরিবার কীভাবে বেপাত্তা হল তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ এ বার এই মৌলবাদী প্রচারকের স্ত্রীকে আটক করল পুলিশ ৷

আরও পড়ুন: অমৃতপালের সহযোগী পাপলপ্রীতকে গ্রেফতার করল পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.