ETV Bharat / bharat

আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটে নয়া সমস্যা !

Fresh tremors in INDIA bloc over seat-sharing: সঞ্জয় রাউত জোর দিয়ে জানান, তাদের দল মহারাষ্ট্রে বৃহত্তম ৷ আসন ভাগাভাগি নিয়ে আলোচনার বিষয়ে কোনও আপস না করারও ইঙ্গিত দেন তিনি। মিলিন্দ দেওরা জানিয়েছেন, কংগ্রেসই মহারাষ্ট্রে বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছে ৷ রাজ্যের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়া কোনও জোটই এগোতে পারে না বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 7:39 PM IST

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: ইন্ডিয়া জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনও আপস না করার জন্য শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের ইঙ্গিত নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস ৷ মিলিন্দ দেওরা শুক্রবার জানিয়েছেন, কংগ্রেসই নেতৃত্ব দিচ্ছে মহারাষ্ট্রে বিরোধী দলের ৷ রাজ্যের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়া কোনও জোটই এগোতে পারে না বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা ।

এক্স হ্য়ান্ডেলে একটি পোস্টে মিলিন্দ দেওরা লিখেছেন, "সঞ্জয় রাউতজির মতে, তাঁরা 40 জন বিধায়ককে হারানোর পরেও এখনও বৃহত্তম দল রয়ে গিয়েছেন । তিনি পরামর্শ দিয়েছেন, কংগ্রেসকে শূন্য আসন দিয়ে আলোচনা শুরু করা উচিত । যে দলটি মহারাষ্ট্র বিধানসভার বৃহত্তম বিরোধী দল এবং বিরোধীদের নেতৃত্ব দিচ্ছে তাদের উদ্দেশে তিনি এ কথা বলছেন । আমি সঞ্জয় রাউতকে বলতে চাই, মহারাষ্ট্রের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়া কোনও জোটই এগোতে পারে না । এই বিষয়টি এআইসিসি দ্বারাও সমর্থিত।"

সঞ্জয় রাউত জোর দিয়ে জানান, তাদের দল মহারাষ্ট্রে বৃহত্তম ৷ আসন ভাগাভাগি নিয়ে আলোচনার বিষয়ে কোনও আপস না করারও স্পষ্ট ইঙ্গিত দেন তিনি । রাউত বলেন, "এটি মহারাষ্ট্র, এবং শিবসেনা এখানে সবচেয়ে বড় দল । কংগ্রেস একটি জাতীয় দল । রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, মল্লিকার্জুন খাড়গে এবং কেসি বেনুগোপাল-সহ কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণকারী নেতাদের সঙ্গে উদ্ধব ঠাকরে ইতিবাচক আলোচনা করছেন । আমরা সবসময় বলেছি, শিবসেনা লোকসভা নির্বাচনে 23টি আসনে লড়াই করছে এবং এটি দৃঢ় থাকবে ৷”

শিবসেনা (ইউবিটি)-র আগে, বৃহস্পতিবার উত্তর 24 পরগনায় একটি সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের লোকসভা নির্বাচনে বাংলায় একা লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন । মমতা বলেছিলেন, "ইন্ডিয়া জোট সারা দেশে থাকবে । বাংলায় তৃণমূল লড়াই করবে এবং বিজেপিকে পরাজিত করবে । মনে রাখবেন, বাংলায় শুধুমাত্র তৃণমূলই বিজেপিকে পাঠ শেখাতে পারে, অন্য কোনও দল নয় ৷" তবে, তৃণমূল সুপ্রিমো বলেছেন যে, ইন্ডিয়া জোট সারা দেশে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ।

এদিকে কংগ্রেস জানিয়েছে, সমস্ত দলের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা 'খোলা মন' নিয়ে অনুষ্ঠিত হবে । সোমবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "আমরা খোলা মনে আসন ভাগাভাগি আলোচনা এগিয়ে নিয়ে চলব ।" কংগ্রেস নেতা আরও বলেন যে, বিভিন্ন রাজ্য আসন ভাগাভাগি আলোচনার অগ্রগতির বিষয়ে বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করবে এবং তাই সমস্ত দিক বিবেচনা করে আলোচনা হবে । রমেশ বলেন, "আসন ভাগাভাগির আলোচনা চলছে এবং চলবে । যা করা দরকার আমরা তা করব । বিভিন্ন রাজ্যে বিভিন্ন শর্ত এবং চ্যালেঞ্জ রয়েছে । সেখানে বিভিন্ন (রাজনৈতিক) বাস্তবতার কথা মাথায় রেখে আমরা আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করব ।" (এএনআই)

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: ইন্ডিয়া জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনও আপস না করার জন্য শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের ইঙ্গিত নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস ৷ মিলিন্দ দেওরা শুক্রবার জানিয়েছেন, কংগ্রেসই নেতৃত্ব দিচ্ছে মহারাষ্ট্রে বিরোধী দলের ৷ রাজ্যের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়া কোনও জোটই এগোতে পারে না বলেও জানিয়েছেন কংগ্রেস নেতা ।

এক্স হ্য়ান্ডেলে একটি পোস্টে মিলিন্দ দেওরা লিখেছেন, "সঞ্জয় রাউতজির মতে, তাঁরা 40 জন বিধায়ককে হারানোর পরেও এখনও বৃহত্তম দল রয়ে গিয়েছেন । তিনি পরামর্শ দিয়েছেন, কংগ্রেসকে শূন্য আসন দিয়ে আলোচনা শুরু করা উচিত । যে দলটি মহারাষ্ট্র বিধানসভার বৃহত্তম বিরোধী দল এবং বিরোধীদের নেতৃত্ব দিচ্ছে তাদের উদ্দেশে তিনি এ কথা বলছেন । আমি সঞ্জয় রাউতকে বলতে চাই, মহারাষ্ট্রের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়া কোনও জোটই এগোতে পারে না । এই বিষয়টি এআইসিসি দ্বারাও সমর্থিত।"

সঞ্জয় রাউত জোর দিয়ে জানান, তাদের দল মহারাষ্ট্রে বৃহত্তম ৷ আসন ভাগাভাগি নিয়ে আলোচনার বিষয়ে কোনও আপস না করারও স্পষ্ট ইঙ্গিত দেন তিনি । রাউত বলেন, "এটি মহারাষ্ট্র, এবং শিবসেনা এখানে সবচেয়ে বড় দল । কংগ্রেস একটি জাতীয় দল । রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, মল্লিকার্জুন খাড়গে এবং কেসি বেনুগোপাল-সহ কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণকারী নেতাদের সঙ্গে উদ্ধব ঠাকরে ইতিবাচক আলোচনা করছেন । আমরা সবসময় বলেছি, শিবসেনা লোকসভা নির্বাচনে 23টি আসনে লড়াই করছে এবং এটি দৃঢ় থাকবে ৷”

শিবসেনা (ইউবিটি)-র আগে, বৃহস্পতিবার উত্তর 24 পরগনায় একটি সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের লোকসভা নির্বাচনে বাংলায় একা লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন । মমতা বলেছিলেন, "ইন্ডিয়া জোট সারা দেশে থাকবে । বাংলায় তৃণমূল লড়াই করবে এবং বিজেপিকে পরাজিত করবে । মনে রাখবেন, বাংলায় শুধুমাত্র তৃণমূলই বিজেপিকে পাঠ শেখাতে পারে, অন্য কোনও দল নয় ৷" তবে, তৃণমূল সুপ্রিমো বলেছেন যে, ইন্ডিয়া জোট সারা দেশে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ।

এদিকে কংগ্রেস জানিয়েছে, সমস্ত দলের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা 'খোলা মন' নিয়ে অনুষ্ঠিত হবে । সোমবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "আমরা খোলা মনে আসন ভাগাভাগি আলোচনা এগিয়ে নিয়ে চলব ।" কংগ্রেস নেতা আরও বলেন যে, বিভিন্ন রাজ্য আসন ভাগাভাগি আলোচনার অগ্রগতির বিষয়ে বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করবে এবং তাই সমস্ত দিক বিবেচনা করে আলোচনা হবে । রমেশ বলেন, "আসন ভাগাভাগির আলোচনা চলছে এবং চলবে । যা করা দরকার আমরা তা করব । বিভিন্ন রাজ্যে বিভিন্ন শর্ত এবং চ্যালেঞ্জ রয়েছে । সেখানে বিভিন্ন (রাজনৈতিক) বাস্তবতার কথা মাথায় রেখে আমরা আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করব ।" (এএনআই)

আরও পড়ুন

রামলালার অভিষেকে যোগদান নিয়ে সিদ্ধান্ত নেননি সোনিয়া, দাবি কংগ্রেস সূত্রের

মন্দিরে প্রতিষ্ঠার জন্য রামলালার মূর্তি বাছাইয়ে আজ অযোধ্যায় ভোটগ্রহণ

গীতার শ্লোকের ভুল ব্যাখ্যা করায় ক্ষমা চাইলেন হিমন্ত বিশ্ব শর্মা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.