ETV Bharat / bharat

Terror Suspects Arrested : কর্নালে ধৃত চার সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার বিপুল বিস্ফোরক

ধৃত এই চার ব্যক্তির (four suspected terrorists arrested from karnal) সঙ্গে পাকিস্তানের এক ব্যক্তির যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷

karnal terrorists arrested
কর্নালে ধৃত চার জঙ্গি
author img

By

Published : May 5, 2022, 6:33 PM IST

কর্নাল, 5 মে : সন্দেহভাজন চার জঙ্গিকে বিস্ফোরক-সহ আটক করল হরিয়ানা পুলিশ (four suspected terrorists arrested from karnal) ৷ বৃহস্পতিবার কর্নাল থেকে এই চার ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে তিনজন পঞ্জাবের ফিরোজপুর ও একজন লুধিয়ানার বাসিন্দা ৷ ধৃত চারজনের নাম গুরপ্রীত, অমনদীপ, পরমিন্দর ও ভূপিন্দর ৷ ধৃতদের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ ৷

আরও পড়ুন : হায়দরাবাদে অনারকিলিং, প্রকাশ্য রাস্তায় বোনের স্বামীকে নৃশংস খুন যুবকের

কর্নালের পুলিশ সুপার রাম পুনিয়া জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে 31টি আগ্নেয়াস্ত্র, প্রচুর বিস্ফোরক ও নগদ 1.3 লক্ষ টাকা উদ্ধার হয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বস্তারা টোল প্লাজার কাছ থেকে এই চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ যে গাড়ি করে এই চার ব্যক্তি এসেছিল, তার মালিকের নাম এখনও জানা যায়নি ৷ তবে গাড়িতে দিল্লির নম্বর প্লেট বসানো ছিল বলে জানা গিয়েছে ৷

কর্নালের পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের সঙ্গে পাকিস্তানের এক ব্যক্তির যোগায়োগ ছিল ৷ সেই এই চারজনকে নির্দেশ দিয়েছিল এই বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র তেলাঙ্গানার ফিরোজপুরে পৌঁছে দিতে ৷

কর্নাল, 5 মে : সন্দেহভাজন চার জঙ্গিকে বিস্ফোরক-সহ আটক করল হরিয়ানা পুলিশ (four suspected terrorists arrested from karnal) ৷ বৃহস্পতিবার কর্নাল থেকে এই চার ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে তিনজন পঞ্জাবের ফিরোজপুর ও একজন লুধিয়ানার বাসিন্দা ৷ ধৃত চারজনের নাম গুরপ্রীত, অমনদীপ, পরমিন্দর ও ভূপিন্দর ৷ ধৃতদের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ ৷

আরও পড়ুন : হায়দরাবাদে অনারকিলিং, প্রকাশ্য রাস্তায় বোনের স্বামীকে নৃশংস খুন যুবকের

কর্নালের পুলিশ সুপার রাম পুনিয়া জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে 31টি আগ্নেয়াস্ত্র, প্রচুর বিস্ফোরক ও নগদ 1.3 লক্ষ টাকা উদ্ধার হয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বস্তারা টোল প্লাজার কাছ থেকে এই চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ যে গাড়ি করে এই চার ব্যক্তি এসেছিল, তার মালিকের নাম এখনও জানা যায়নি ৷ তবে গাড়িতে দিল্লির নম্বর প্লেট বসানো ছিল বলে জানা গিয়েছে ৷

কর্নালের পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের সঙ্গে পাকিস্তানের এক ব্যক্তির যোগায়োগ ছিল ৷ সেই এই চারজনকে নির্দেশ দিয়েছিল এই বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র তেলাঙ্গানার ফিরোজপুরে পৌঁছে দিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.