কর্নাল (হরিয়ানা), 8 এপ্রিল: কর্নালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে । জাতীয় সড়কে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ যাতে পঞ্জাবের চার বাসিন্দার মৃত্যু হয়েছে এবং চারজন গুরুতর আহত হয়েছেন । দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ আহতদের চিকিৎসার জন্য কর্নাল সিভিল হাসপাতালে ভরতি করা হয়েছে ।
জানা গিয়েছে দুর্ঘটনার কিছুক্ষণ আগে পুলিশ সবাইকে জাতীয় সড়ক থেকে গাড়ি সরিয়ে দাঁড়াতে বলেছিল ৷ কিন্তু তারা পুলিশের পরামর্শ মানেননি । কর্নাল থানার ইনচার্জ সন্দীপ সিং জানান, শুক্রবার রাতে পুলিশ খবর পেয়েছিল যে কার্নাল জাতীয় সড়কের তারাওয়াড়ির কাছে একটি পথ দুর্ঘটনা ঘটেছে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে এতে তিন জন মারা গিয়েছে ৷ আহত পাঁচ জনকে চিকিৎসার জন্য কর্নালের সিভিল হাসপাতালে ভরতি করা হয় । যেখানে আরও দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পিজিআই রোহতে রেফার করা হয় । তাঁদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান । বর্তমানে চারজনের চিকিৎসা চলছে ।
স্টেশন ইনচার্জ আরও জানান, পঞ্জাব থেকে আট জন দুটি গাড়িতে করে দিল্লির দিকে যাচ্ছিলেন । পুলিশ রাতে জাতীয় সড়কে টহল দিচ্ছিল ৷ সেই সময় ওই দুটি গাড়িকে দেখা যায় । এর মধ্যে একটি গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল । দুটি গাড়িতেই আট জন ছিলেন । সূত্রের খবর, চার ব্যক্তির মধ্যে একজন সিএ ছিলেন, যিনি তাঁর একটি সেমিনারে যোগ দিতে পঞ্জাবের অমৃতসর থেকে দিল্লি যাচ্ছিলেন ৷ বাকি সঙ্গীরা তাঁর সঙ্গে যাচ্ছিলেন ।
জানা গিয়েছে, যখন তিনি পাংচার টায়ার পরিবর্তন করছিলেন তখন পুলিশ তাঁকে জাতীয় সড়ক থেকে গাড়িটি সরিয়ে লিঙ্ক রোডে পার্ক করার কথা বলে ৷ যাতে কোনও দুর্ঘটনা না-ঘটে। পুলিশের পরামর্শ উপেক্ষা করেন তিনি ৷ যার ফলে এই দুর্ঘটনা ঘটে । আট জনের মধ্যে তিনজন গাড়ি থেকে নেমে গাড়ির টায়ার পরিবর্তন করছিলেন এবং বাকিরা গাড়ির ভেতরে বসেছিলেন । সেইসময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সবাইকে পিষে দেয় । দুর্ঘটনার পর পুলিশ গাড়ি দুটিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে গিয়েছে । ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । বর্তমানে ট্রাকটিকে আটক করা হলেও চালক পলাতক।
আরও পড়ুন: বহুতল থেকে পড়ে গিয়ে বিদেশি ছাত্রের মৃত্য়ু