ETV Bharat / bharat

Road Accident in Telangana: তেলাঙ্গানায় গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত 4 - পথ দুর্ঘটনা

প্রি-ওয়েডিং ফটোশুটে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ তেলাঙ্গানার কোঠাগুড়েম জেলার ঘটনায় (Road Accident in Telangana) আরও 1 জনের অবস্থা আশঙ্কাজনক ৷

Road Accident in Telangana ETV BHARAT
Road Accident in Telangana
author img

By

Published : Jan 21, 2023, 11:22 AM IST

কোঠাগুড়েম (তেলাঙ্গানা), 21 জানুয়ারি: তেলাঙ্গানার কোঠাগুড়েম জেলার ইয়েলান্দু মন্ডলের কোটিলিঙ্গালা মোড়ে পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে (Four People kill in Road Accident while Going to Pre-Wedding Shoot) ৷ দুর্ঘটনায় আরও 1 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি ৷ শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, গাড়িতে সওয়ার 5 জন ভদ্রাদ্রি জেলার বুরগামপাড়ু মন্ডলের মোথ গ্রামে প্রি-ওয়েডিং ফটোশুটে যাচ্ছিলেন ৷ সেই সময় উলটো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির ৷ ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, রাম (33), কল্যাণ (34), শিবা (33) এবং অরবিন্দ (20) । পুলিশ জানিয়েছে, এরা সকলে তেলাঙ্গানার ওয়াড়াঙ্গাল জেলার বাসিন্দা ৷ প্রথম তিনজন ঘটনাস্থেলই প্রাণ হারান । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 20’র তরুণ অরবিন্দর ৷ তিনি হনুমাকোন্ডা জেলার কমলপুরের বাসিন্দা ৷ ওয়াড়াঙ্গাল জেলার বাসিন্দা রণধীর গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, লরির সঙ্গে সংঘর্ষের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় রামু, কল্যাণ এবং শিবার ৷ অরবিন্দ এবং রণধীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অরবিন্দের ৷ এই 5 জনই গাড়িতে করে ভদ্রাদ্রি জেলায় প্রি-ওয়েডিং ফটোশুটে যাচ্ছিলেন ৷ রণধীরকে পরে খাম্মাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ পুলিশের তরফে ঘাতক লরিটিকে আটক করা হয়েছে ৷ কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, কনৌজে প্রাণ গেল 3 জনের

উল্লেখ্য, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের নাসিকে একটি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে 10 জনের মৃত্যু হয় ৷ বহু যাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয় ৷ পাথারের কাছে নাসিক জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনায় মৃত এবং আহতেরা সকলেই সিরডি যাচ্ছিলেন ৷ জাতীয় সড়কের একটি দিক সেই সময় বন্ধ ছিল ৷ একটি লেন দিয়েই গাড়ি চালানো হচ্ছিল ৷ সেই সময় অতিরিক্ত গতির কারণে, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে লরিটি ৷ এর পাশাপাশি শনিবারই পৃথক পথদুর্ঘটনায় আরও 5 জনের প্রাণ গিয়েছে ।

কোঠাগুড়েম (তেলাঙ্গানা), 21 জানুয়ারি: তেলাঙ্গানার কোঠাগুড়েম জেলার ইয়েলান্দু মন্ডলের কোটিলিঙ্গালা মোড়ে পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে (Four People kill in Road Accident while Going to Pre-Wedding Shoot) ৷ দুর্ঘটনায় আরও 1 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি ৷ শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, গাড়িতে সওয়ার 5 জন ভদ্রাদ্রি জেলার বুরগামপাড়ু মন্ডলের মোথ গ্রামে প্রি-ওয়েডিং ফটোশুটে যাচ্ছিলেন ৷ সেই সময় উলটো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির ৷ ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের পরিচয় জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, রাম (33), কল্যাণ (34), শিবা (33) এবং অরবিন্দ (20) । পুলিশ জানিয়েছে, এরা সকলে তেলাঙ্গানার ওয়াড়াঙ্গাল জেলার বাসিন্দা ৷ প্রথম তিনজন ঘটনাস্থেলই প্রাণ হারান । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 20’র তরুণ অরবিন্দর ৷ তিনি হনুমাকোন্ডা জেলার কমলপুরের বাসিন্দা ৷ ওয়াড়াঙ্গাল জেলার বাসিন্দা রণধীর গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, লরির সঙ্গে সংঘর্ষের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় রামু, কল্যাণ এবং শিবার ৷ অরবিন্দ এবং রণধীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অরবিন্দের ৷ এই 5 জনই গাড়িতে করে ভদ্রাদ্রি জেলায় প্রি-ওয়েডিং ফটোশুটে যাচ্ছিলেন ৷ রণধীরকে পরে খাম্মাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ পুলিশের তরফে ঘাতক লরিটিকে আটক করা হয়েছে ৷ কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, কনৌজে প্রাণ গেল 3 জনের

উল্লেখ্য, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের নাসিকে একটি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে 10 জনের মৃত্যু হয় ৷ বহু যাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয় ৷ পাথারের কাছে নাসিক জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনায় মৃত এবং আহতেরা সকলেই সিরডি যাচ্ছিলেন ৷ জাতীয় সড়কের একটি দিক সেই সময় বন্ধ ছিল ৷ একটি লেন দিয়েই গাড়ি চালানো হচ্ছিল ৷ সেই সময় অতিরিক্ত গতির কারণে, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে লরিটি ৷ এর পাশাপাশি শনিবারই পৃথক পথদুর্ঘটনায় আরও 5 জনের প্রাণ গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.