ETV Bharat / bharat

Awantipora Accident: অবন্তিপোরায় বাস দুর্ঘটনায় চারজনের মৃত্যু - জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীরের অবন্তিপোরায় বাস দুর্ঘটনা (Awantipora Bus Accident) ৷ বাস উলটে মৃত চার ৷ মৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা ৷ বেশ কয়েকজন আহত হয়েছেন ৷

Awantipora Accident
Awantipora Accident
author img

By

Published : Mar 18, 2023, 5:15 PM IST

অবন্তিপোরা (জম্মু ও কাশ্মীর), 18 মার্চ: দুর্ঘটনায় মৃত্য়ু হল চারজনের (Four Died in Awantipora Accident) ৷ শনিবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ৷ স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতরা কেউই স্থানীয় বাসিন্দা নন ৷ তাঁরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা ৷ তাঁরা জম্মু ও কাশ্মীরে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন ৷

জানা গিয়েছে যে শনিবার সকালে শ্রীনগর ও জম্মু জাতীয় সড়কের উপর একটি বাস উলটে যায় (Accident in Srinagar Jammu National Highway) ৷ দুর্ঘটনাস্থল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরা ৷ দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন ৷ তাঁদের কারও কারও আঘাত গুরুতর ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে যাত্রীদের অনেকের চিকিৎসা করানো হয়েছে ৷ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷ আবার কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর দেওয়া হয়েছে ৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ৷ আর একজন স্থানীয় পামপোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷ পুলিশ জানিয়েছে যে মৃতদের নাম - নাসিরুদ্দিন আনসারি, রাজ করণ দাস, সেলিম আলি ও কাইসার আলম ৷ নাসিরুদ্দিন বিহারের পশ্চিম চম্পারণের বাসিন্দা ৷ রাজ করণের বাড়ি বিহারের খাটিয়া পিচ্চিয়ায় ৷ সেলিমের বাড়ি বিহারের কাটিহারে ৷ ওই কাইসারও ওই এলাকারই বাসিন্দা ৷

কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দ্রুতগতিতে যাওয়ার কারণেই বাসটি উলটে যায় ৷ তবে দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে এই দুর্ঘটনার জেরে শ্রীনগর ও জম্মু জাতীয় সড়কে যানজট তৈরি হয় ৷ সার দিয়ে আটকে পড়ে গাড়ি ৷ ফলে অনেককেই দুর্ভোগের মুখে পড়তে হয় ৷ তবে পুলিশের তরফে দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা হয় ৷ কয়েক ঘণ্টার মধ্যেই যান চলাচল শুরু হয় ৷

আরও পড়ুন: করৌলি দেবী দর্শনের পথে চম্বল নদীতে ভেসে গেলেন দর্শনার্থীরা

অবন্তিপোরা (জম্মু ও কাশ্মীর), 18 মার্চ: দুর্ঘটনায় মৃত্য়ু হল চারজনের (Four Died in Awantipora Accident) ৷ শনিবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ৷ স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতরা কেউই স্থানীয় বাসিন্দা নন ৷ তাঁরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা ৷ তাঁরা জম্মু ও কাশ্মীরে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন ৷

জানা গিয়েছে যে শনিবার সকালে শ্রীনগর ও জম্মু জাতীয় সড়কের উপর একটি বাস উলটে যায় (Accident in Srinagar Jammu National Highway) ৷ দুর্ঘটনাস্থল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরা ৷ দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন ৷ তাঁদের কারও কারও আঘাত গুরুতর ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে যাত্রীদের অনেকের চিকিৎসা করানো হয়েছে ৷ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ৷ আবার কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর দেওয়া হয়েছে ৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ৷ আর একজন স্থানীয় পামপোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷ পুলিশ জানিয়েছে যে মৃতদের নাম - নাসিরুদ্দিন আনসারি, রাজ করণ দাস, সেলিম আলি ও কাইসার আলম ৷ নাসিরুদ্দিন বিহারের পশ্চিম চম্পারণের বাসিন্দা ৷ রাজ করণের বাড়ি বিহারের খাটিয়া পিচ্চিয়ায় ৷ সেলিমের বাড়ি বিহারের কাটিহারে ৷ ওই কাইসারও ওই এলাকারই বাসিন্দা ৷

কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দ্রুতগতিতে যাওয়ার কারণেই বাসটি উলটে যায় ৷ তবে দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে এই দুর্ঘটনার জেরে শ্রীনগর ও জম্মু জাতীয় সড়কে যানজট তৈরি হয় ৷ সার দিয়ে আটকে পড়ে গাড়ি ৷ ফলে অনেককেই দুর্ভোগের মুখে পড়তে হয় ৷ তবে পুলিশের তরফে দ্রুত পরিস্থিতির মোকাবিলা করা হয় ৷ কয়েক ঘণ্টার মধ্যেই যান চলাচল শুরু হয় ৷

আরও পড়ুন: করৌলি দেবী দর্শনের পথে চম্বল নদীতে ভেসে গেলেন দর্শনার্থীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.