ETV Bharat / bharat

Labourers Burnt Alive in Factory Fire: বরেলির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মৃত 4 শ্রমিক - ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

বুধবার রাতে বরেলির লখনউ হাইওয়ের পাশে অবস্থিত অশোকা ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । কারখানার ভেতরে তখন 50 জনের বেশি শ্রমিক ছিল ৷ চারজন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান এবং ছয়জন গুরুতর আহত হন ।

Labourers Burnt Alive in Factory Fire
Labourers Burnt Alive in Factory Fire
author img

By

Published : May 11, 2023, 1:17 PM IST

বরেলি, 11 মে: কারখানায় বিধ্বংসী আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল 4 জন শ্রমিকের ৷ বুধবার গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলিতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷

বরেলির অশোকা ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এই অগ্নিকাণ্ডে চারজন শ্রমিকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৷ আর ছয়জন শ্রমিক আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন ৷ সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে । দমকলের পাঁচটি ইঞ্জিন বহুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনে ৷ তবে কারখানায় কীভাবে আগুন লাগে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ।

বরেলির লখনউ হাইওয়ের পাশে রয়েছে অশোকা ফোম ফ্যাক্টরি । সেখানে বিছানার গদির ফোম তৈরি করা হয় । বুধবার রাতে ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । যার জেরে বিকট শব্দে বিস্ফোরণ হয় । আগুন লাগার সময় কারখানায় প্রায় 50 জন শ্রমিক ছিলেন ৷ বেশ কয়েকজন দ্রুত পালাতে সক্ষম হলেও কয়েকজন আগুনের মধ্যে কারখানার ভেতরে আটকে পড়েন ।

দমকলকে খবর দেওয়া হলে পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালায় ৷ কারখানার ভেতরে আগুনে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে । কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে চার শ্রমিকের পোড়া দেহ বের করেন দমকলকর্মীরা । এ ছাড়া আগুনে দগ্ধ আরও ছয় শ্রমিককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় । কারখানায় আগুন এতটাই ভয়াবহ আকার নিয়েছিল যে, কারখানার ছাদ পর্যন্ত গলে যায় ।

জেলাশাসক শিবকান্ত দির্বেদী এবং এসএসপি প্রভাকর চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করেন । শিবকান্ত দ্বিবেদী জানান, কারখানায় আগুন লাগার কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি । তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে । দুর্ঘটনায় চার শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন ৷ ছয়জন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন । দগ্ধ শ্রমিকদের চিকিৎসা করা হচ্ছে । কারখানায় আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: আগুন লাগা বহুতলে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে তরজা কাউন্সিলর ও মেয়রের

বরেলি, 11 মে: কারখানায় বিধ্বংসী আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল 4 জন শ্রমিকের ৷ বুধবার গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলিতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷

বরেলির অশোকা ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এই অগ্নিকাণ্ডে চারজন শ্রমিকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৷ আর ছয়জন শ্রমিক আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন ৷ সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে । দমকলের পাঁচটি ইঞ্জিন বহুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনে ৷ তবে কারখানায় কীভাবে আগুন লাগে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ।

বরেলির লখনউ হাইওয়ের পাশে রয়েছে অশোকা ফোম ফ্যাক্টরি । সেখানে বিছানার গদির ফোম তৈরি করা হয় । বুধবার রাতে ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । যার জেরে বিকট শব্দে বিস্ফোরণ হয় । আগুন লাগার সময় কারখানায় প্রায় 50 জন শ্রমিক ছিলেন ৷ বেশ কয়েকজন দ্রুত পালাতে সক্ষম হলেও কয়েকজন আগুনের মধ্যে কারখানার ভেতরে আটকে পড়েন ।

দমকলকে খবর দেওয়া হলে পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালায় ৷ কারখানার ভেতরে আগুনে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে । কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে চার শ্রমিকের পোড়া দেহ বের করেন দমকলকর্মীরা । এ ছাড়া আগুনে দগ্ধ আরও ছয় শ্রমিককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় । কারখানায় আগুন এতটাই ভয়াবহ আকার নিয়েছিল যে, কারখানার ছাদ পর্যন্ত গলে যায় ।

জেলাশাসক শিবকান্ত দির্বেদী এবং এসএসপি প্রভাকর চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করেন । শিবকান্ত দ্বিবেদী জানান, কারখানায় আগুন লাগার কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি । তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে । দুর্ঘটনায় চার শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন ৷ ছয়জন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন । দগ্ধ শ্রমিকদের চিকিৎসা করা হচ্ছে । কারখানায় আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: আগুন লাগা বহুতলে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে তরজা কাউন্সিলর ও মেয়রের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.