ETV Bharat / bharat

Four killed in Jharkhand: ঝাড়খণ্ডে বাস উল্টে মৃত্যু চারজনের - হাজারিবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

ঝাড়খণ্ডে উল্টে গেল বাস ৷ মৃত্যু হয়েছে চারজনের (Four killed in Jharkhand) ৷ আহত হয়েছে কমপক্ষে 25 জন ৷ বাসটির মধ্যে বেশিরভাগ ছিলেন তীর্থযাত্রীরা ৷

Four killed as bus turns turtle in Jharkhand
Four killed as bus turns turtle in Jharkhand
author img

By

Published : Oct 2, 2022, 1:02 PM IST

হাজারিবাগ(ঝাড়খণ্ড), 2 অক্টোবর: ঝাড়খণ্ডের হাজারিবাগে উল্টে গেল বাস ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের (Four killed) ৷ আহত হয়েছে কমপক্ষে 25 জন (25 people injured) ৷ এমনটাই জানিয়েছেন একজন উচ্চপদস্থ পুলিশ কর্তা ।

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ রাঁচি থেকে প্রায় 110 কিলোমিটার দূরে বহুমারের কাছে বাস চালক বাঁক দিয়ে গাড়ি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ পুলিশ সুপার মনোজ রতন চোথে (Superintendent of Police Manoj Ratan Chothe) বলেন, "বাসটির মধ্যে বেশিরভাগ ছিলেন তীর্থযাত্রীরা ৷ তাঁদের নিয়ে গয়া থেকে হাজারিবাগ হয়ে ওড়িশার দিকে যাচ্ছিল বাসটি ।"

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল ট্র্যাক্টর-ট্রলি, কানপুরে মৃত কমপক্ষে 25 পুণ্যার্থী

জানা গিয়েছে, আহতদের হাজারিবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Hazaribag Medical College and Hospital) ভর্তি করা হয়েছে ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর ।

হাজারিবাগ(ঝাড়খণ্ড), 2 অক্টোবর: ঝাড়খণ্ডের হাজারিবাগে উল্টে গেল বাস ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের (Four killed) ৷ আহত হয়েছে কমপক্ষে 25 জন (25 people injured) ৷ এমনটাই জানিয়েছেন একজন উচ্চপদস্থ পুলিশ কর্তা ।

শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ রাঁচি থেকে প্রায় 110 কিলোমিটার দূরে বহুমারের কাছে বাস চালক বাঁক দিয়ে গাড়ি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ পুলিশ সুপার মনোজ রতন চোথে (Superintendent of Police Manoj Ratan Chothe) বলেন, "বাসটির মধ্যে বেশিরভাগ ছিলেন তীর্থযাত্রীরা ৷ তাঁদের নিয়ে গয়া থেকে হাজারিবাগ হয়ে ওড়িশার দিকে যাচ্ছিল বাসটি ।"

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল ট্র্যাক্টর-ট্রলি, কানপুরে মৃত কমপক্ষে 25 পুণ্যার্থী

জানা গিয়েছে, আহতদের হাজারিবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Hazaribag Medical College and Hospital) ভর্তি করা হয়েছে ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.