ETV Bharat / bharat

Jalandhar Incident: ধর্ষণে অভিযুক্ত চার মহিলা, কিছুই জানা নেই দাবি পুলিশের - has no clue about the incident

এক ব্যক্তিকে ধর্ষণের অভিযোগ উঠল চার মহিলার বিরুদ্ধে । এই ঘটনায় জলন্ধরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে পুলিশের কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই (Four girls allegedly raped a man in Jalandhar ) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 25, 2022, 7:54 AM IST

Updated : Nov 25, 2022, 8:03 AM IST

জলন্ধর, 25 নভেম্বর: এক ব্যক্তিকে ধর্ষণের অভিযোগ উঠল চার মহিলার বিরুদ্ধে । এই ঘটনায় জলন্ধরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে পুলিশের কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই । এই বিষয়ে খোঁজ নিতে জলন্ধরের ডিসিপি জগমোহন সিংয়ের সঙ্গে কথা বলেছিল ইটিভি ভারত । তিনি জানান, এমন কোনও খবর তাঁর জানা নেই (DCP of Jalandhar said he has no clue about the incident) ।

ধর্ষণের অভিযোগটি প্রকাশ্যে আসে একটি ভিডিয়োর মাধ্যমে । সেখানে এক ব্যক্তি দাবি করেন, তিনি কাপুরথালার একটি বাণিজ্যিক কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ছিলেন । সে সময় একটি গাড়ি সেখানে এসে থামে । ভেতরে থাকা চার মহিলা ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় । তাঁর আরও দাবি, পরে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ করা হয় । শেষমেশ ওই চার মহিলা রাস্তার ধারে তাঁকে ফেলে যায় বলেও দাবি ব্যক্তির ।

এই বিষয়টি জানতেই কথা বলা হয় পুলিশ আধিকারিকের সঙ্গে তিনি জানান, এমন কোনও ঘটনা তাঁর জানা নেই । জলন্ধরের কোনও থানায় এই ধরনের কোনও অভিযোগও দায়ের হয়নি ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বিভিন্ন ধর্মের 3 হাজারের বেশি যুগলের গণবিবাহ

জলন্ধর, 25 নভেম্বর: এক ব্যক্তিকে ধর্ষণের অভিযোগ উঠল চার মহিলার বিরুদ্ধে । এই ঘটনায় জলন্ধরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে পুলিশের কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই । এই বিষয়ে খোঁজ নিতে জলন্ধরের ডিসিপি জগমোহন সিংয়ের সঙ্গে কথা বলেছিল ইটিভি ভারত । তিনি জানান, এমন কোনও খবর তাঁর জানা নেই (DCP of Jalandhar said he has no clue about the incident) ।

ধর্ষণের অভিযোগটি প্রকাশ্যে আসে একটি ভিডিয়োর মাধ্যমে । সেখানে এক ব্যক্তি দাবি করেন, তিনি কাপুরথালার একটি বাণিজ্যিক কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ছিলেন । সে সময় একটি গাড়ি সেখানে এসে থামে । ভেতরে থাকা চার মহিলা ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় । তাঁর আরও দাবি, পরে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ করা হয় । শেষমেশ ওই চার মহিলা রাস্তার ধারে তাঁকে ফেলে যায় বলেও দাবি ব্যক্তির ।

এই বিষয়টি জানতেই কথা বলা হয় পুলিশ আধিকারিকের সঙ্গে তিনি জানান, এমন কোনও ঘটনা তাঁর জানা নেই । জলন্ধরের কোনও থানায় এই ধরনের কোনও অভিযোগও দায়ের হয়নি ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বিভিন্ন ধর্মের 3 হাজারের বেশি যুগলের গণবিবাহ

Last Updated : Nov 25, 2022, 8:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.