নয়াদিল্লি, 12 অগস্ট: ক্লাসরুমের ভিতরে আচমকা কোনও গন্ধ বা গ্যাস থেকে অসুস্থ হয়ে পড়েন দিল্লির স্কুলের 23 জন ছাত্র ৷ শুক্রবার দিল্লির ইন্দরপুরী এলাকায় অবস্থিত নিগম প্রতিভা বিদ্যালয়ের 23 জন ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ৷ তারা বমি করতে শুরু করে ৷ তড়িঘড়ি তাদের ভরতি করা হয় হাসপাতালে ৷ বর্তমানে পড়ুয়ারা সুস্থ আছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় দিল্লি পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে ৷ সেখানেই স্কুলে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর জানতে পারেন পুলিশ আধিকারিকরা ৷ ঘটনার খবর পেয়েই পুলিশ পৌঁছয় স্কুলে ৷ সেখানে তাঁরা গিয়ে দেখেন, বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ ৷ সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ স্কুল সূত্রে জানা গিয়েছে, কোনও এক গন্ধ বেশ কয়েকটি ক্লাস রুমে হঠাৎই ছড়িয়ে পড়ে ৷ সেই গন্ধেই অসুস্থ বোধ করেন পড়ুয়ারা ৷
আরও পড়ুন: চিতাবাঘের আক্রমণে 6 বছরের শিশুর মৃত্যু, দেহ মিলল জঙ্গলে
পাশাপাশি জানা গিয়েছে, অসুস্থ হওয়ার আগেই পড়ুয়ারা টিফিন খেয়েছিল ৷ স্কুলে অসুস্থ হওয়ার পর প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল পড়ুয়াদের ৷ বেশ কিছুটা সময় কাটার পর স্কুল চত্বর থেকে ওই গন্ধ কেটে যায় ৷ তাও পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ শ্রেণীকক্ষ খালি করে দেওয়া হয়েছে ৷ পরিস্থিতির উপরেও নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ কোথা থেকে গন্ধের উৎস, তারও খোঁজ চলছে ৷
আরও পড়ুন: হিমাচলে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত 6 পুলিশকর্মী-সহ 7