নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর : সব জল্পনার অবসান ৷ অবশেষে কংগ্রেসে (Congress) যোগ দিলেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) ৷ বামপন্থা ছেড়ে এবার তিনি শরিক হলেন বিজেপি (BJP) বিরোধী একটি দক্ষিণপন্থী দলের ৷
মঙ্গলবার দুপুরে তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা এআইসিসি (AICC)-র সদর দফতরেই কংগ্রেসে যোগদান করেন ৷ তার আগে দেখা করেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধির (Rahul Gandhi) সঙ্গে ৷
আরও পড়ুন : Captain Amrinder Singh : অমিত শাহের সঙ্গে বৈঠকের জল্পনা ওড়ালেন ক্যাপ্টেন
যোগদানের পর সাংবাদিক বৈঠকে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া বলেন, ‘‘আমি কংগ্রেসে যোগদান করলাম ৷ কারণ, কংগ্রেস কোনও দল নয় ৷ একটা ভাবনা ৷’’
পাশাপাশি কংগ্রেসকে তিনি দেশের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে গণতান্ত্রিক দল হিসেবে ব্যাখ্যা করেছেন ৷ তিনি গণতান্ত্রিক শব্দটির উপরই বেশি জোর দিচ্ছেন বলে জানিয়েছেন ৷ তাঁর মতে, কংগ্রস ছাড়া এই দেশ এগিয়ে যেতে পারবে না ৷
আরও পড়ুন : Navjot Singh Sidhu : পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর
কানহাইয়ার কংগ্রেসে যোগদান নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ৷ সেই জল্পনা আরও বাড়ে দিন তিনেক আগে ৷ যখন একটি সংবাদসংস্থার তরফে জানানো হয়, কানহাইয়ার কংগ্রেসে যোগদান প্রায় পাকা ৷ আজ, মঙ্গলবারই তিনি রাহুল-প্রিয়াঙ্কাদের সতীর্থ হতে চলেছেন ৷ সেই জল্পনাই সত্যি হল ৷
যোগদানের পর কানহাইয়া জানান, কংগ্রেস একটা বড় জাহাজের মতো ৷ যদি এটাকে রক্ষা করা যায়, তাহলে অনেক মানুষের আশা, মহাত্মা গান্ধির একতার মন্ত্র, ভগৎ সিংয়ের সাহস ও বিআর আম্বেদকরের সাম্যবাদের ভাবনা রক্ষা পাবে ৷ সেই কারণেই তিনি কংগ্রেসে যোগদান করলেনন বলে জানিয়েছেন ৷
আরও পড়ুন : Captain Amrinder Singh : নয়াদিল্লির পথে কংগ্রেসের ক্যাপ্টেন, দেখা করতে পারেন অমিত-নাড্ডার সঙ্গে
তবে এদিন রাহুল গান্ধির সঙ্গে দেখা করার পর কানহাইয়ার যোগদানের মঞ্চে উপস্থিত থেকেও কংগ্রেসে শরিক হলেন না গুজরাতের আরডিএএম (RDAM)-এর বিধায়ক জিগনেশ মেওয়ানিও (Jignesh Mewani) ৷ এদিন তাঁরও যোগদানের কথা ছিল ৷
জিগনেশ জানিয়েছেন, তিনি কংগ্রেসের সঙ্গেই আছেন ৷ কিন্তু একজন নির্দল বিধায়ক হিসেবে তিনি যদি কংগ্রেসে যোগদান করেন, তাহলে তাঁর পদ চলে যাবে ৷ তাই তিনি যোগদান করছেন না ৷
আরও পড়ুন : Bye-Election : 30 অক্টোবর বাকি চার কেন্দ্রে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের